বাংলা সাহিত্য-৪৮

প্রশ্নঃ শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি?
ক. লোক লোকান্তর
খ. সহসা সচকিত
গ. উত্তরাধিকার
ঘ. প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কার রচিত কাব্যগ্রন্থ?
ক. শামসুর রাহমান
খ. জাহানারা আরজু
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. আল মাহমুদ
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ শামসুর রাহমান খ্যাতী অর্জন করেছেন….সাহিত্যে?
ক. কাব্য
খ. নাট্য
গ. প্রবন্ধ
ঘ. উপন্যাস
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি শামসুর রাহমানের রচনা?
ক. হরফের ছড়া
খ. গোলাপ ফুটে খুকির হাতে
গ. পশারিণী
ঘ. জয়ের পথে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রৌদ্র করোটিতে’, ‘বিধ্বস্ত নীলিমা’, ‘বন্দী শিবির থেকে’ প্রভৃতি কার রচনা?
ক. আবদুল মান্নান সৈয়দ
খ. আল মাহমুদ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. আল মাহমুদ
খ. শামসুর রাহমান
গ. সৈয়দ শামসুল হক
ঘ. রফিক আজাদ
উত্তরঃ খ

প্রশ্নঃ এলাটিং বেলাটিং ও ধান ভানলে কুড়ো দেব শিশুতোষ গ্রন্থের প্রণেতা কে?
ক. রোকনুজ্জামান খান দাদা ভাই
খ. শামসুর রাহমান
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মুহম্মদ জাফর ইকবাল
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের কোন কবি কবিতা রচনায় সংখ্যার দিক থেকে রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গেছেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শামসুর রাহমান
গ. নির্মলেন্দু গুণ
ঘ. মেঘনাদ সাহা
উত্তরঃ খ

প্রশ্নঃ শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. অনেক আকাশ
খ. বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
গ. স্বর্ণ গর্দভ
ঘ. আশার বসতি
উত্তরঃ খ

প্রশ্নঃ Which of the following is a book by poet Shamsur Rahman?
ক. Roktokorobi
খ. Kritodasher Hashi
গ. Bisher Bashi
ঘ. Chilekother Shepai
ঙ. Bondi Shibir Theke
উত্তরঃ ঙ

প্রশ্নঃ কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী?
ক. স্মৃতির শহর
খ. রৌদ্র করোটিতে
গ. বিধ্বস্ত নীলিমা
ঘ. কালের ধুলোয় লেখা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কবি শামসুর রাহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. কুমিল্লা জেলায়
খ. খুলনা জেলায়
গ. ঢাকা জেলায়
ঘ. পাবনা জেলায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. নির্মলেন্দু গুণ
গ. শামসুর রহমান
ঘ. কবি আল মাসুদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পাহাড়তলী’ গ্রামে জন্মগ্রহণ করেন-
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. সৈয়দ শামসুল হক
গ. শামসুর রহমান
ঘ. সেলিম আলদীন
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন কাব্যগ্রন্থটি শামসুর রাহমানের রচনা?
ক. নব বসন্ত
খ. কবিতার সঙ্গে গেরস্থালী
গ. বিরস সংলাপ
ঘ. পরানের গহীন ভিতর
উত্তরঃ খ

প্রশ্নঃ শামসুর রাহমানের আত্মজীবনী-
ক. হৃদয়ে আমার পৃথিবীর আলো
খ. কালের ধুলোয় লেখা
গ. নিজ বাসভূমি
ঘ. বন্দী শিবির থেকে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শামসুর রহমানে রচনা?
ক. নিরন্তর ঘন্টাধ্বনি
খ. নির্জন স্বাক্ষর
গ. নিরালোকে দিব্যরথ
ঘ. নির্বাণ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন গ্রন্থটি শামসুর রাহমানের রচনা নয়?
ক. নিরালোকে দিব্যরথ
খ. ইকারুসের আকাশ
গ. সাত নরী হার
ঘ. নিজ বাসভূমে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
ক. আল মাহমুদ
খ. আব্দুল মান্নান সৈয়দ
গ. অমিয় চক্রবর্তী
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বিধ্বস্ত নীলিমা’র কবি-
ক. শামসুর রাহমান
খ. হাসান হাফিজুর রহমান
গ. শহীদ কাদরী
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ক

প্রশ্নঃ শামসুর রাহমানের কবিতার বইয়ের নাম?
ক. লোক লোকান্তর
খ. ধূসর পাণ্ডুলিপি
গ. সোনালী কাবিন
ঘ. বন্দী শিবির থেকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শামসুর রাহমানের কাব্য-
ক. রৌদ্র করোটিতে
খ. রাখালী
গ. ছায়াহরিণ
ঘ. সাঁঝের মায়া
উত্তরঃ ক

প্রশ্নঃ শামসুর রাহমানের কবিতা বইয়ের নাম-
ক. লোক লোকান্তর
খ. প্রতিদিন ঘরহীন ঘরে
গ. ভোরের নদীর মোহনায় জাগরণ
ঘ. আশার বসতি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘প্রতিদিন ঘরহীন ঘরে’ কাব্যগ্রন্থের রচয়িতা-
ক. আহসান হাবীব
খ. শামসুর রহমান
গ. মহাদেব সাহা
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ খ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, সুকান্ত ভট্টাচার্য:

প্রশ্নঃ ‘রানার’ কবিতাটির রচয়িতা কে?
ক. বুদ্ধদেব বসু
খ. সমর সেন
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. জীবনানন্দ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
ক. হরতাল
খ. পালাবদল
গ. উত্তীর্ণ পঞ্চাশে
ঘ. অন্বিষ্ট সম্পর্ক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আঠারো বছর বয়স’ কবিতাটি নিম্নের কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মিশ্র কলাবৃত্ত
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯২৩
খ. ১৯৩২
গ. ১৯৪৭
ঘ. ১৯৫৪
উত্তরঃ গ

প্রশ্নঃ সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় কি?
ক. মানবপ্রেম
খ. দেশপ্রেম
গ. অন্যায়ের প্রতিবাদ
ঘ. অনাচার ও বৈষম্যের প্রতিবাদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৪৭ সালে মাত্র ২১ বছর বয়সে কোন কবি মারা যান?
ক. জীবনানন্দ দাশ
খ. বিষ্ণু দে
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. সুকান্ত চট্টোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. জীবনানন্দ দাশ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!