বাংলা সাহিত্য-৪৭

প্রশ্নঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিতহয়েছে?
ক. গৃহদাহ
খ. শ্রীকান্ত
গ. পল্লীসমাজ
ঘ. শেষপ্রশ্ন
উত্তরঃ ক

প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডি লিটি ডিগ্রী প্রদান করা হয়?
ক. ১৯৩২ খ্রিস্টাব্দে
খ. ১৯৩৬ খ্রিস্টাব্দে
গ. ১৯৪০ খ্রিস্টাব্দে
ঘ. ১৯৪৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ খ

প্রশ্নঃ মহিম, অচলা, সুরেশ – কোন উপন্যাসের চরিত্র?
ক. দেবদাস
খ. চরিত্রহীন
গ. গৃহদাহ
ঘ. দত্তা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সাহিত্যে বিশেষ অবদানের জন্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রী প্রদান করা হয়?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. কোলকাতা বিশ্ববিদ্যালয়
গ. বিশ্বভারতীয়
ঘ. রেঙ্গুন বিশ্ববিদ্যালয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অচলা’ শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা?
ক. দত্তা
খ. দেনাপাওনা
গ. গৃহদাহ
ঘ. চরিত্রহীন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সতীশ’, ‘সাবিত্রী’, শরৎচন্দ্র সৃষ্ট কোন উপন্যাসের চরিত্র?
ক. শ্রীকান্ত
খ. দেবদাস
গ. দত্তা
ঘ. চরিত্রহীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিম হয়েছে।
ক. শ্রীকান্ত
খ. গৃহদাহ
গ. শেষ প্রশ্ন
ঘ. পল্লী সমাজ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পার্বতী’ শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?
ক. পল্লীসমাজ
খ. দেনাপাওনা
গ. দেবদাস
ঘ. গৃহদাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি শরৎচন্দ্রের ছোটগল্প নয়?
ক. বিলাসী
খ. মহেশ
গ. মামলার ফল
ঘ. শুভদা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি শরৎচন্দ্র রচিত প্রবন্ধ?
ক. মহেশ
খ. রামের সুমতি
গ. স্বদেশ ও সাহিত্য
ঘ. বিন্দুর ছেলে
উত্তরঃ গ

প্রশ্নঃ শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
ক. পথের দাবী
খ. নিস্কৃতি
গ. চরিত্রহীন
ঘ. দত্তা
উত্তরঃ ক

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, শহীদুল্লা কায়সার:

প্রশ্নঃ Who is the writter of the nonle ‘সারেং বউ’ ?
ক. Abu Ishaque
খ. Shahidullah Kaiser
গ. Sayed Waliullah
ঘ. Kazi Najrul Islam
ঙ. Shawkat Osman
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সংশপ্তক’ কার রচনা?
ক. মুনীর চৌধুরী
খ. শহীদুল্লাহ কায়সার
গ. জহির রায়হান
ঘ. শওকত ওসমান
উত্তরঃ খ

প্রশ্নঃ শহীদুল্লা কায়সার রচিত ‘সারেং বৌ’ গ্রন্থটির মূল উপজীব্য বিষয় কি?
ক. অফিস জীবন
খ. সমুদ্র উপকূলের নাবিকদের জীবন কাহিনী
গ. নৌকা ভ্রমণ
ঘ. দরিদ্র গ্রামীণ জীবন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সংশপ্তক’, ‘সারেং বউ’ কোন জাতীয় গ্রন্থ?
ক. নাটক
খ. উপন্যাস
গ. রম্য রচনা
ঘ. প্রবন্ধ
উত্তরঃ খ

প্রশ্নঃ শহীদ বুদ্ধিজীবি সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার পেশায় কি ছিলেন?
ক. সাংবাদিক
খ. আমলা
গ. রাজনীতিবিদ
ঘ. প্রকৌশলী
উত্তরঃ ক

প্রশ্নঃ শহীদুল্লাহ কায়সার রচিত ‘রাজবন্দীর রোজনামচা’ কি জাতীয় গ্রন্থ?
ক. উপন্যাস
খ. ভ্রমন কাহিনী
গ. স্মৃতিকথা
ঘ. নাটক
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, শামসুদ্দিন আবুল কালাম:

প্রশ্নঃ ‘কাঞ্চনমালা’ গ্রন্থটি কার রচনা?
ক. সরদার জয়েন উদ্দিন
খ. আবুল ফজল
গ. শামসুদ্দিন আবুল কালাম
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কাশবনের কন্যা’ গ্রন্থটির লেখক কে?
ক. আবুল কালাম শামসুদ্দীন
খ. শামসুদ্দিন আবুল কালাম
গ. আবুল ফজল
ঘ. জসীম উদ্দীন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
ক. নাটক
খ. উপন্যাস
গ. কাব্য
ঘ. ছোটগল্প
উত্তরঃ খ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, শামসুর রহমান:

প্রশ্নঃ কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?
ক. রৌদ্র করোটিতে
খ. নিজ বাসভূমে
গ. বন্দী শিবির থেকে
ঘ. বন্দীর বন্দনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শামসুর রাহমান- এর কাব্যগ্রন্থ
ক. রাখালী
খ. সংশপ্তক
গ. বিধ্বস্ত নীলিমা
ঘ. চক্রবাক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কে রচনা করেন?
ক. বেগম সুফিয়া কামাল
খ. ফররুখ আহমদ
গ. শামসুর রহমান
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ গ

প্রশ্নঃ শামসুর রাহমানের বিখ্যাত গ্রন্থ-
ক. পথহারা পথিক
খ. বিধ্বস্ত নীলিমা
গ. হাওয়া তোমার কি দুঃসাহস
ঘ. আগুনের পরশমণি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শামসুর রহমানের রচনা?
ক. নিরন্তর ঘন্টাধ্বনি
খ. নির্জর স্বাক্ষর
গ. নিরালোকে দিব্যরথ
ঘ. নির্বাণ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘স্বাধীনতা তুমি , রবি ঠাকুরের অজর কবিতা’- কথাটি কার রচনা?
ক. রফিক আজাদ
খ. প্রেমেন্দ্র মিত্র
গ. কামিনী রায়
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top