বাংলা সাহিত্য-৪৬

প্রশ্নঃ ‘দেনা পাওনা’ উপন্যাসটি রচনা করেছেন-
ক. কাজী এমদাদুল হক
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রকারের সাহিত্যকর্মের জন্য খ্যাতি অর্জন করেছেন?
ক. উপন্যাস
খ. প্রবন্ধ
গ. ছোটগল্প
ঘ. গ্রামীণ গল্প
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি শরৎচন্দ্র রচিত উপন্যাস?
ক. দেনাপাওনা
খ. পঞ্চগ্রাম
গ. ইন্দিরা
ঘ. নৌকাডুবি
উত্তরঃ ক

প্রশ্নঃ শরৎচন্দ্রের ‘মহেশ’ কোন ধরনের রচনা?
ক. ছোটগল্প
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. কাব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ শরৎচন্দ্রের প্রথম উপ্যাস কোনটি
ক. বড়দিদি
খ. বিন্দুর ছেলে
গ. রামের সুমতি
ঘ. বৈকণ্ঠের উইল
উত্তরঃ ক

প্রশ্নঃ শরৎচন্দ্র রচিত ‘মহেশ’ গল্পে ‘মহেশ’ একটি……নাম।
ক. যুবকের
খ. দেবতার
গ. গরুর
ঘ. দ্বীপের
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পল্লীসমাজ’ উপন্যাসের রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মানিক বন্দ্যোপাধায়
উত্তরঃ ক

প্রশ্নঃ শরৎচন্দ্রের রচিত সবচেয়ে সার্থক ছোটগল্প কোনটি?
ক. মহেশ
খ. ষোড়শী
গ. বিলাসী
ঘ. মেজদিদি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পথের দাবী’শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি-
ক. উপন্যাস
খ. গল্প
গ. ঐতিহাসিক নাটক
ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ শরৎচন্দ্রের লেখা ছোটগল্প কোনটি?
ক. বিলাসী
খ. মামলার ফল
গ. মহেশ
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শরৎচন্দ্রের ‘বড়দিদি’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. সবুজপত্র
খ. বঙ্গদর্শন
গ. সাহিত্য
ঘ. ভারতী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদক লাভ করেন?
ক. ১৯১৬ খ্রিস্টাব্দে
খ. ১৯২৩ খ্রিস্টাব্দে
গ. ১৯৩৩ খ্রিস্টাব্দে
ঘ. ১৯০৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়?
ক. দেবদাস
খ. শ্রীকান্ত
গ. মৃত্যুক্ষুধা
ঘ. বড়দিদি
উত্তরঃ গ

প্রশ্নঃ নারীর বঞ্চনা, নারীর দুঃখ প্রভৃতি কোন ঔপন্যাসিকের উপন্যাস রচনার বিশেষ দিক?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাসে শরৎচন্দ্র চট্টেপাধ্যায় কি অভিধায় ভূষিত?
ক. বীরবল
খ. অপরাজেয় কথাশিল্পী
গ. সাহিত্যসম্রাট
ঘ. ভোরের পাখি
উত্তরঃ খ

প্রশ্নঃ শরৎচন্দ্রের আত্মচরিতমূলক উপন্যাস কোনটি?
ক. পল্লীসমাজ
খ. দত্তা
গ. শ্রীকান্ত
ঘ. শেষ প্রশ্ন
উত্তরঃ গ

প্রশ্নঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
ক. দেবদাস
খ. শ্রীকান্ত
গ. চরিত্রহীন
ঘ. গৃহদাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি শরৎচন্দ্রের ছদ্মনাম?
ক. বীরবল
খ. ভিমরুল
গ. অনিলা দেবী
ঘ. যাযাবর
উত্তরঃ গ

প্রশ্নঃ শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্র কয়টি পর্বে রচনা করেছেন?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মেজদিদি’ উপন্যাসটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বিরাজ বৌ’ উপন্যাসের রচয়িতা-
ক. মানিক বন্দোপাধ্যায়
খ. সত্যেন সেন
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শেষ প্রশ্ন’ উপন্যাস কে লিখেছিলেন-
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. হুমায়ন আজাদ
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন রচনার জন্য কুন্তলীন পুরস্কার লাভ করেন?
ক. চরিত্রহীন
খ. গৃহদাহ
গ. মন্দির
ঘ. শ্রীকান্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ কত খ্রিষ্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদক পান?
ক. ১৯১৬ খ্রিস্টাব্দে
খ. ১৯২৩ খ্রিস্টাব্দে
গ. ১৯৩৩ খ্রিস্টাব্দে
ঘ. ১৯০৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন উপন্যাসটি বাংলা সাহিত্যের কথামিল্পী শরৎচন্দ্র রচিত নয়?
ক. চরিত্রহীন
খ. বড়দিদি
গ. দত্তা
ঘ. শ্রীকান্ত
ঙ. চোখের বালি
উত্তরঃ ঙ

প্রশ্নঃ ‘ষোড়শী’ শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা?
ক. উপন্যাস
খ. গল্প সংকলন
গ. প্রবন্ধ
ঘ. নাটক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি?
ক. মন্দির
খ. বড়দিদি
গ. মেজদিদি
ঘ. শ্রীকান্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?
ক. নিমতা গ্রাম
খ. দেবানন্দপুর গ্রাম
গ. গোধিয়া গ্রাম
ঘ. করিমগঞ্জ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গৃহদাহ’ উপন্যাসে লেখক হলেন-
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাসের কয়টি খন্ড?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!