বাংলা সাহিত্য-৩৯

প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ?
ক. সাহিত্য
খ. সাহিত্যের স্বরূপ
গ. সাহিত্যের পথে
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. উপন্যাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন-
ক. ১৯১৩
খ. ১৯১৫
গ. ১৯১৭
ঘ. ১৯১৯
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
ক. বাংলার প্রকৃতির কথা
খ. বাংলার মানুষের কথা
গ. বাংলার ইতিহাসের কথা
ঘ. বাংলার সংস্কৃতির কথা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ -এটি রচনার প্রেক্ষাপট কি?
ক. কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গা
খ. প্রথম বিশ্বযুদ্ধ
গ. অসহযোগ আন্দোলন
ঘ. বঙ্গবিভাগজনিত জাতীয় আন্দোলন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়?
ক. শেষের কবিতা
খ. সোনার তরী
গ. কৃষ্ণকুমারী
ঘ. বলাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ক্ষণিকা’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. প্রহসন
গ. কাব্য
ঘ. নাটক
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ রচিত প্রথম নাটক কোনটি?
ক. ডাকঘর
খ. অচলায়তন
গ. বাল্মীকি প্রতিভা
ঘ. রাজা ও রাণী
উত্তরঃ গ

প্রশ্নঃ Which Bengali poet was awarded the title ‘Knight? /কোন বাঙালি কবি ‘নাইট’ উপাধি পেয়েছিলেন?
ক. Kazi Najrul Islam
খ. Shukumar Roy
গ. Robindronath Togore
ঘ. Satyendranath Datta
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উর্বশী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক. মানসী
খ. চিত্রা
গ. সোনারতরী
ঘ. বলাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসরে প্রধান দুটি চরিত্রের নাম-
ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
খ. মহেন্দ্র ও বিনোদিনী
গ. সুরেশ ও অচলা
ঘ. মধুসূদন ও কুমুদিনী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত?
ক. ক্ষণিকা
খ. বলাকা
গ. কণিকা
ঘ. বীথিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আমি এ কথা, এ ব্যাথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।’ -রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অপনোদন অর্থে
খ. পূজা অর্থে
গ. বিলানো অর্থে
ঘ. উপহার অর্থে
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ
ক. য়ুরোপ প্রবাসী পত্র
খ. য়ুরোপ যাত্রীর ডায়রী
গ. জাপানযাত্রীর পত্র
ঘ. জাভাযাত্রীর পত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রক্তকরবী’ ও ‘রক্তাক্ত প্রান্তর’ লিখেছেন যথাক্রমে-
ক. মুনীর চৌধুরী ও জহির রায়হান
খ. রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী
গ. জহির রায়হান ও শহীদুল্লাহ
ঘ. মুনীর চৌধুরী ও রবীন্দ্রনাথ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ এর রচয়িতা কে?
ক. ভানু বন্দ্যোপাধ্যায়
খ. চণ্ডীদাস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. ভারতচন্দ্র
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি রবী ঠাকুরের লেখা প্রহসন নয়?
ক. বৈকুন্ঠের খাতা
খ. চিরকুমার সভা
গ. শেষ রক্ষা
ঘ. এর উপায় কি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত প্রবন্ধ?
ক. হৈমন্তী
খ. ল্যাবরেটরী
গ. ক্ষুধিত পাষাণ
ঘ. সভ্যতার সংকট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক. সোনারতরী
খ. সেঁজুতি
গ. ক্ষণিকা
ঘ. ফাল্গুনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের নাটক নয় কোনটি?
ক. বিসর্জন
খ. রক্তকরবী
গ. মালিনী
ঘ. পুতুলের বিয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি?
ক. চিত্রাঙ্গদা
খ. মালিনী
গ. চিরকুমার সভা
ঘ. বিসর্জন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শেষের কবিতা’ উপন্যাসের চরিত্র হচ্ছে-
ক. অমিত, লাবণ্য
খ. মহেন্দ্র, বিনোদিনী
গ. মধূসুদন, কুমুদিনী
ঘ. শচীশ, দামিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বুদ্ধদেব বসু
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. রজনীকান্ত সেন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা “১৪০০ সাল’ এর রচয়িতা কে?
ক. নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জীবনানন্দ দাশ
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাতের সাংকেতিক নাটক হল-
ক. রাজা ও রানী
খ. ডাকঘর
গ. তাসের ঘর
ঘ. প্রায়শ্চিত্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বিশ্বভারতী’ কে প্রতিষ্ঠা করেন?
ক. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ. রথীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন উপন্যাসের মূল উপজীব্য হল সামাজিক নিয়মনীতির দ্বন্দ্ব?
ক. নৌকাডুবি
খ. যোগাযোগ
গ. দুইবোন
ঘ. নৈবেদ্য
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়?
ক. মানসী
খ. রাজা
গ. সঞ্চিতা
ঘ. সভ্যতার সংকট
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ২৫ বৈশাখ ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিল?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চিরকুমার সভা’ নাটকটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মীর মশাররফ হোসেন
গ. মুনীর চৌধুরী
ঘ. নুরুল মোমেন
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top