বাংলা সাহিত্য-৩৫

প্রশ্নঃ কোন বাঙালি সাহিত্যিককে পাশ্চাত্যের মিল্টনের সাথে তুলনা করা হয়?
ক. মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দি ক্যাপটিভ লেডি’ (The Captive Lady) কাব্যটি লিখেছেন-
ক. উইলিয়াম কেরি
খ. মাইকেল মধুসূদন
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ খ

প্রশ্নঃ চতুর্দশপদী কবিতায় কতটি পঙ্ক্তি থাকে?
ক. তেরটি
খ. চৌদ্দটি
গ. পনেরিটি
ঘ. ষোলটি
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম-
ক. পয়ার
খ. অক্ষরবৃত্ত
গ. অমিতাক্ষর
ঘ. অমিত্রাক্ষর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সনেটের প্রথম আট পঙ্ক্তিকে কি বলে?
ক. অষ্টক্
খ. ধারা
গ. ষটক্
ঘ. অনুকাব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মহাকবি-
ক. কায়কোবদ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. আলাওল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মেঘনাদবধ’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮৬০ সালে
খ. ১৮৬১ সালে
গ. ১৮৬২ সালে
ঘ. ১৮৬৩ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্তের জন্ম সাল কোনটি?
ক. ১৮১৪ সাল
খ. ১৮২৪ সাল
গ. ১৮৩৪ সাল
ঘ. ১৮৪৪ সাল
উত্তরঃ খ

প্রশ্নঃ অষ্টক ও ষটকের মাঝামাঝি ফাকা অংশকে কি বলা হয়?
ক. নিবর্তন সন্ধি
খ. প্রতিবর্তন সন্ধি
গ. সমাবর্তন সন্ধি
ঘ. আবর্তন সন্ধি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মেঘনাদ বধ’ কাব্যে সর্গ সংখ্যা কয়টি?
ক. ১৫টি
খ. ৮টি
গ. ১২টি
ঘ. ৯টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’ —-
ক. মহাকাব্য
খ. পত্রকাব্য
গ. গীতিকাব্য
ঘ. আখ্যানকাব্য
উত্তরঃ খ

প্রশ্নঃ সনেটের শেষ ছয় পঙক্তিকে কি বলে?
ক. অষ্টক্
খ. ধারা
গ. ষটক্
ঘ. অণুকাব্য
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎ কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. বঙ্কিম চট্টোপাধ্যায়
উত্তরঃ ক

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি?
ক. ১৮২২-১৮৭৩
খ. ১৮২৪-১৮৭৩
গ. ১৮২৪-১৮৭৫
ঘ. ১৮২৫-১৮৮০
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘তিলোত্তমা’ কাব্যটি কার রচিত?
ক. কালিদাস
খ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
গ. মধুসূদন দত্ত
ঘ. ঈশ্বর গুপ্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে —
ক. মহাকাব্যে
খ. নাটকে
গ. পত্রকাব্যে
ঘ. সনেটে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সনেটের জনক-
ক. বাংলার মধুসূদন
খ. ইটালির পেত্রার্ক
গ. ইংল্যান্ডের মিল্টন
ঘ. জার্মানির দান্তে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘একেই কি বলে সভ্যতা’ বিষয়ের দিক হতে একটি-
ক. প্রহসন
খ. গীতিনাট্য
গ. পদ্যগ্রন্থ
ঘ. উপন্যাস
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
ক. ভদ্রার্জুন
খ. কৃষ্ণকুমারী
গ. শর্মিষ্ঠা
ঘ. পদ্মাবতী
উত্তরঃ গ

প্রশ্নঃ Blank Verse অর্থ-
ক. অনুপ্রাস
খ. অমিত্রাক্ষর
গ. পয়ার
ঘ. মহাকাব্য
উত্তরঃ খ

প্রশ্নঃ মাইকেল মধুসূদনের প্রথম বাংলা কাব্য কোনটি?
ক. মেঘনাদবধ
খ. তিলোত্তমাসম্ভব
গ. ব্রজাঙ্গনা
ঘ. বীরাঙ্গনা
উত্তরঃ খ

প্রশ্নঃ মধুসূদনের মৃত্যু হয় কোথায়?
ক. ভার্সাই নগরে
খ. আলিপুর হাসপাতালে
গ. কলকাতা মেডিকেল কলেজে
ঘ. সাগরদাড়ি নিজ বাসভবনে
উত্তরঃ খ

প্রশ্নঃ অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?
ক. ব্রজাঙ্গনা কাব্য
খ. বীরাঙ্গনা কাব্য
গ. তিলোত্তমা সম্ভব কাব্য
ঘ. মেঘনাদবধ কাব্য
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বুড়ো শালিকের ঘাড়ে রো’ প্রহসনটির রচয়িতা কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, মানিক বন্দ্যোপাধ্যায়:

প্রশ্নঃ পদ্মা নদীর মাঝি কার রচনা?
ক. ফররুখ আহমদ
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. জসীম উদ্দীন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত?
ক. রোমান্টিসিজম
খ. ক্লাসিসিজম
গ. মার্কসিজম
ঘ. পোস্ট মর্ডানিজম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পুতুল নাচের ইতিকথা’ একটি-
ক. কাব্যগ্রন্থ
খ. উপন্যাস
গ. গীতিকাব্য
ঘ. আত্নজীবনীমূলক গ্রন্থ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বইটি উপন্যাস?
ক. বাংলার কাব্য
খ. বৃত্রসংহার কাব্য
গ. দিবারাত্রির কাব্য
ঘ. মহাশ্মশান
উত্তরঃ গ

প্রশ্নঃ দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস?
ক. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
খ. শ্রীকুমার বন্দোপাধ্যায়
গ. ঈশান চন্দ্র বন্দোপাধ্যায়
ঘ. মানিক বন্দোপাধ্যায়
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top