বাংলা সাহিত্য-৩৪

প্রশ্নঃ ‘বীরাঙ্গনা’ কোন ছন্দে রচিত?
ক. অমিত্রাক্ষর
খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত
ঘ. গদ্য কবিতা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডী নাটক-
ক. কৃষ্ণকুমারী
খ. শর্মিষ্ঠা
গ. ভদ্রার্জুন
ঘ. দি ডিসগাইস
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়?
ক. মণিরামপুর
খ. চৌগাছা
গ. কেশবপুর
ঘ. অভয়নগর
উত্তরঃ গ

প্রশ্নঃ মধুসূদনের প্রথম গ্রন্থের নাম কি?
ক. রাজমোহনস্ ওয়াইফ
খ. ব্রজাঙ্গনা কাব্য
গ. ক্যাপটিভ লেডী
ঘ. ক্লিওপেট্রা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কেলিনু শৈবালে ভুলি কমল-কানন’-এখানে ‘কমল-কানন’ শব্দের ব্যাঞ্জনার্থ-
ক. পদ্মবন
খ. বাংলা ভাষা
গ. বিদেশী ভাষা
ঘ. ফুলের বাগান
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সনেট’ কবিতার প্রবর্তক কে?
ক. দ্বিজেন্দ্রলাল রায়
খ. রজনীকান্ত সেন
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. অতুলপ্রসাদ সেন
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
ক. মহাভারত
খ. মহাশ্মশান
গ. মেঘনাদ বধ
ঘ. অশ্রুমালা
উত্তরঃ গ

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ কোন্ ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত ছন্দ
খ. অক্ষরবৃত্ত ছন্দ
গ. মাত্রাবৃত্ত ছন্দ
ঘ. অমিত্রাক্ষর ছন্দ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মধুসূদনের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে কতগুলো সনেট রয়েছে?
ক. ৮২টি
খ. ৯২টি
গ. ১০২টি
ঘ. ১১৪টি
উত্তরঃ গ

প্রশ্নঃ সনেটকে বাংলায় কি বলা হয়?
ক. সনেট
খ. অষ্টক পদ্য
গ. ষট্‌ক পদ্য
ঘ. চতুর্দশপদী কবিতা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি
ক. মহাকাব্য রচনা
খ. দেশপ্রেম বিষয়ক রচনা
গ. সনেটের প্রবর্তন
ঘ. প্রহসন রচয়িতা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ. নবীনচন্দ্র সেন
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কৃষ্ণকুমারী’ নাটকের নাট্যকার-
ক. গিরীশচন্দ্র ঘোষ
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. মাইকেল মধুসূধন দত্ত
ঘ. মহেন্দ্র গুপ্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি একটি মহাকাব্য?
ক. কপালকুণ্ডলা
খ. নীলদর্পণ
গ. মরুশিখা
ঘ. মেঘনাদ বধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মধুসূদন খ্রিস্টধর্মে দীক্ষিত হন-
ক. ১৭৪৩ খ্রিষ্টাব্দে
খ. ১৮৪৩ খ্রিষ্টাব্দে
গ. ১৯৪৩ খ্রিষ্টাব্দে
ঘ. ১৮৪৪ খ্রিষ্টাব্দে
উত্তরঃ খ

প্রশ্নঃ মধুসূদনের কোন নাটকটি ঐতিহাসিক?
ক. শর্মিষ্ঠা
খ. পদ্মাবতী
গ. কৃষ্ণকুমারী
ঘ. একেই কি বলে সভ্যতা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক. নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ গ

প্রশ্নঃ মাইকেল মধুসূদ দত্তের ‘বীরঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য?
ক. মহাকাব্যে
খ. সনেট
গ. পত্রকাব্য
ঘ. গীতিকাব্য
উত্তরঃ গ

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন?
ক. অষ্টাদশ শতাব্দী
খ. উনবিংশ শতাব্দী
গ. বিংশ শতাব্দী
ঘ. একবিংশ শতাব্দী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘একেই কি বলে সভ্যতা’ এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
ক. কাব্য
খ. প্রহসন
গ. মহাকাব্য
ঘ. উপন্যাস
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক-
ক. রবীন্দ্রনাথ
খ. শরৎচন্দ্র
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বুড়ো শালিকের ঘাড়ে রো’ কোন জাতীয় শিল্পকর্ম?
ক. উপন্যাস
খ. নাটক
গ. প্রহসন
ঘ. ছোটগল্প
উত্তরঃ গ

প্রশ্নঃ মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করে অমর হয়ে রয়েছেন তা হলো
ক. বিষাদ সিন্ধু
খ. তিলোত্তমা
গ. মেঘনাদ বধ
ঘ. দত্তা
উত্তরঃ গ

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্তের ‘বঙ্গভাষা’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মাত্রাবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর ছন্দ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. দীনবন্ধু মিত্র
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ক

প্রশ্নঃ কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়?
ক. ১৮৬০
খ. ১৮৬৫
গ. ১৮৫৯
ঘ. ১৮৬১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মহাশ্মশান কাব্যের কাহিনী কোন যুদ্ধভিত্তিক?
ক. পানিপথের তৃতীয় যুদ্ধ
খ. হলদিয়াঘাটের যুদ্ধ
গ. নাদির শাহের দিল্লি অভিযান
ঘ. রাণা প্রতাপ সিংহের সঙ্গে মুঘলদের যুদ্ধ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘প্যারাডাইস লস্ট’ কার রচনা?
ক. হোমার
খ. মিল্টন
গ. ফেরদৌসী
ঘ. ভার্জিল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মেঘনাদবধ কাব্যে’ যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষ হিসেবে কে ছিল?
ক. বীর নীল
খ. অঙ্গদ
গ. সুগ্রীব
ঘ. রামচন্দ্র
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!