বাংলা সাহিত্য-৩৫

প্রশ্নঃ কোন বাঙালি সাহিত্যিককে পাশ্চাত্যের মিল্টনের সাথে তুলনা করা হয়?
ক. মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দি ক্যাপটিভ লেডি’ (The Captive Lady) কাব্যটি লিখেছেন-
ক. উইলিয়াম কেরি
খ. মাইকেল মধুসূদন
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ চতুর্দশপদী কবিতায় কতটি পঙ্ক্তি থাকে?
ক. তেরটি
খ. চৌদ্দটি
গ. পনেরিটি
ঘ. ষোলটি
উত্তরঃ খ

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম-
ক. পয়ার
খ. অক্ষরবৃত্ত
গ. অমিতাক্ষর
ঘ. অমিত্রাক্ষর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সনেটের প্রথম আট পঙ্ক্তিকে কি বলে?
ক. অষ্টক্
খ. ধারা
গ. ষটক্
ঘ. অনুকাব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মহাকবি-
ক. কায়কোবদ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. আলাওল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মেঘনাদবধ’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮৬০ সালে
খ. ১৮৬১ সালে
গ. ১৮৬২ সালে
ঘ. ১৮৬৩ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্তের জন্ম সাল কোনটি?
ক. ১৮১৪ সাল
খ. ১৮২৪ সাল
গ. ১৮৩৪ সাল
ঘ. ১৮৪৪ সাল
উত্তরঃ খ

প্রশ্নঃ অষ্টক ও ষটকের মাঝামাঝি ফাকা অংশকে কি বলা হয়?
ক. নিবর্তন সন্ধি
খ. প্রতিবর্তন সন্ধি
গ. সমাবর্তন সন্ধি
ঘ. আবর্তন সন্ধি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মেঘনাদ বধ’ কাব্যে সর্গ সংখ্যা কয়টি?
ক. ১৫টি
খ. ৮টি
গ. ১২টি
ঘ. ৯টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’ —-
ক. মহাকাব্য
খ. পত্রকাব্য
গ. গীতিকাব্য
ঘ. আখ্যানকাব্য
উত্তরঃ খ

প্রশ্নঃ সনেটের শেষ ছয় পঙক্তিকে কি বলে?
ক. অষ্টক্
খ. ধারা
গ. ষটক্
ঘ. অণুকাব্য
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎ কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. বঙ্কিম চট্টোপাধ্যায়
উত্তরঃ ক

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি?
ক. ১৮২২-১৮৭৩
খ. ১৮২৪-১৮৭৩
গ. ১৮২৪-১৮৭৫
ঘ. ১৮২৫-১৮৮০
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘তিলোত্তমা’ কাব্যটি কার রচিত?
ক. কালিদাস
খ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
গ. মধুসূদন দত্ত
ঘ. ঈশ্বর গুপ্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে —
ক. মহাকাব্যে
খ. নাটকে
গ. পত্রকাব্যে
ঘ. সনেটে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সনেটের জনক-
ক. বাংলার মধুসূদন
খ. ইটালির পেত্রার্ক
গ. ইংল্যান্ডের মিল্টন
ঘ. জার্মানির দান্তে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘একেই কি বলে সভ্যতা’ বিষয়ের দিক হতে একটি-
ক. প্রহসন
খ. গীতিনাট্য
গ. পদ্যগ্রন্থ
ঘ. উপন্যাস
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
ক. ভদ্রার্জুন
খ. কৃষ্ণকুমারী
গ. শর্মিষ্ঠা
ঘ. পদ্মাবতী
উত্তরঃ গ

প্রশ্নঃ Blank Verse অর্থ-
ক. অনুপ্রাস
খ. অমিত্রাক্ষর
গ. পয়ার
ঘ. মহাকাব্য
উত্তরঃ খ

প্রশ্নঃ মাইকেল মধুসূদনের প্রথম বাংলা কাব্য কোনটি?
ক. মেঘনাদবধ
খ. তিলোত্তমাসম্ভব
গ. ব্রজাঙ্গনা
ঘ. বীরাঙ্গনা
উত্তরঃ খ

প্রশ্নঃ মধুসূদনের মৃত্যু হয় কোথায়?
ক. ভার্সাই নগরে
খ. আলিপুর হাসপাতালে
গ. কলকাতা মেডিকেল কলেজে
ঘ. সাগরদাড়ি নিজ বাসভবনে
উত্তরঃ খ

প্রশ্নঃ অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?
ক. ব্রজাঙ্গনা কাব্য
খ. বীরাঙ্গনা কাব্য
গ. তিলোত্তমা সম্ভব কাব্য
ঘ. মেঘনাদবধ কাব্য
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বুড়ো শালিকের ঘাড়ে রো’ প্রহসনটির রচয়িতা কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, মানিক বন্দ্যোপাধ্যায়:

প্রশ্নঃ পদ্মা নদীর মাঝি কার রচনা?
ক. ফররুখ আহমদ
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. জসীম উদ্দীন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত?
ক. রোমান্টিসিজম
খ. ক্লাসিসিজম
গ. মার্কসিজম
ঘ. পোস্ট মর্ডানিজম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পুতুল নাচের ইতিকথা’ একটি-
ক. কাব্যগ্রন্থ
খ. উপন্যাস
গ. গীতিকাব্য
ঘ. আত্নজীবনীমূলক গ্রন্থ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বইটি উপন্যাস?
ক. বাংলার কাব্য
খ. বৃত্রসংহার কাব্য
গ. দিবারাত্রির কাব্য
ঘ. মহাশ্মশান
উত্তরঃ গ

প্রশ্নঃ দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস?
ক. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
খ. শ্রীকুমার বন্দোপাধ্যায়
গ. ঈশান চন্দ্র বন্দোপাধ্যায়
ঘ. মানিক বন্দোপাধ্যায়
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!