বাংলা সাহিত্য-৩৩

প্রশ্নঃ বেগম রোকেয়া কত খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন?
ক. ১৮৭০
খ. ১৮৭৫
গ. ১৮৮০
ঘ. ১৮৮৫
উত্তরঃ গ

প্রশ্নঃ এই লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত
ক. বেগম সুফিয়া কামাল
খ. সেলিনা হোসেন
গ. শামসুন্নাহার মাহমুদ
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কার প্রেরণায় বেগম রোকেয়া সাহিত্যচর্চা শুরু করেন?
ক. বড়ভাই
খ. স্বামী
গ. পিতা
ঘ. মাতা
উত্তরঃ খ

প্রশ্নঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা কোনটি?
ক. জোহরা
খ. সুলতানার স্বপ্ন
গ. আনোয়ারা
ঘ. হামেলা
উত্তরঃ খ

প্রশ্নঃ রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়?
ক. ৯ ডিসেম্বর
খ. ১০ জানুয়ারি
গ. ১৫ ফেব্রুয়ারি
ঘ. ১০ এপ্রিল
উত্তরঃ ক

প্রশ্নঃ বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন-
ক. নারীদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে
খ. সমাজে ধনী দরিদ্রের বৈষম্য দূর করতে
গ. শিমুদের নীতিকথা শিক্ষা দিতে
ঘ. নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বেগম রোকেয়ার শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ কোনটি?
ক. সুলতানার স্বপ্ন
খ. অবরোধবাসিনী
গ. পদ্মরাগ
ঘ. মতিচুর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মতিচুর’ গ্রন্থের রচয়িতা কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
গ. এয়াকুব আলী চৌধুরী
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ খ

প্রশ্নঃ বেগম রোকেয়ার রচনা কোনটি?
ক. মতিচুর
খ. কাপেলা
গ. ভ্রান্তিবিলাস
ঘ. সাত সাগরের মাঝি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অবরোধবাসিনী’ কার রচনা?
ক. উপেন্দ্র কিশোর রায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বেগম রোকেয়া
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ গ

প্রশ্নঃ বেগম রোকেয়ার শেষ রচনা কোনটি?
ক. শেষ রচনা
খ. নারী ও স্বাধীনতা
গ. নারীর অধিকার
ঘ. নারী ও তার প্রাপ্য
উত্তরঃ গ

প্রশ্নঃ বেগম রোকেয়ার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
ক. অবরোধবাসিনী
খ. পদ্মরাগ
গ. সুলতানার স্বপ্ন
ঘ. মতিচুর
উত্তরঃ ঘ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, ভাই গিরিশ্চন্দ্র সেন:

প্রশ্নঃ ‘তাজকরাতুল আওলিয়া’ অবলম্বনে ‘তাপসমালা’ কে রচনা করেন?
ক. মুন্সী আব্দুল লতিফ
খ. কাজী আকরাম হোসেন
গ. গিরিশচন্দ্র সেন
ঘ. শেখ আব্দুল জব্বার
উত্তরঃ গ

প্রশ্নঃ সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
ক. গোলাম মোস্তফা
খ. ফররুখ আহমদ
গ. ভাই গিরীশচন্দ্র সেন
ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষায় কোরান শরীফ-এরঅনুবাদক ‘গিরিশচন্দ্র সেন’ কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক. হিন্দুধর্ম
খ. খ্রিস্টান ধর্ম
গ. ব্রাহ্ম ধর্ম
ঘ. নাথ ধর্ম
উত্তরঃ গ

প্রশ্নঃ তাজকেরাতুল আওলিয়া অবলম্বেনে ‘তাপসমালা’ কে রচনা করেন?
ক. মুন্সী আব্দুল লতিফ
খ. কাজী আকরাম হোসেন
গ. গিরিশচন্দ্র সেন
ঘ. শেখ আব্দুল জব্বার
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, মাইকেল মধুসূদন দত্ত:

প্রশ্নঃ কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নয়?
ক. পদ্মাবতী
খ. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
গ. চতুর্দশপদী কবিতাবলী
ঘ. সনেট পঞ্চায়েত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মাইকেল মধুসূধন দত্তের প্রহসন-
ক. অতি অল্প হইল
খ. একেই কি বলে সভ্যতা
গ. ফাঁস কাগজ
ঘ. এর উপায় কি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কপোতাক্ষ নদ’ কোন জাতীয় কবিতা?
ক. গদ্য কবিতা
খ. গীতিকবিতা
গ. সনেট
ঘ. পয়ার
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্ন গ্রন্থগুলোর মধ্যে মধুসূদনের রচিত কোনটি?
ক. রত্নাবতী
খ. সীতার বনবাস
গ. মায়াকানন
ঘ. রামচরিত মানস
উত্তরঃ গ

প্রশ্নঃ অমিত্রাক্ষর ছন্দে রচিত মহাকাব্য ‘মেঘনাদ বধ’ এর রচয়িতা কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. কায়কোবাদ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘একেই কি বলে সভ্যতা? কে লিখেছেন?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. মীর মশাররফ হোসেন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন গ্রন্থে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন?
ক. তিলোত্তমাসম্ভব কাব্য
খ. বীরাঙ্গনা কাব্যে
গ. পদ্মাবতী নাটকে
ঘ. ব্রজাঙ্গনা কাব্যে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ. নবীনচন্দ্র সেন
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ কাব্য’ প্রকৃতপক্ষে কোন রসের কাব্য?
ক. বীররস
খ. করুণ রস
গ. শান্ত রস
ঘ. মধুররস
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন কবিকে জাগরণের কবি বলা হয়?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. জীবনানন্দ দাস
গ. মধুসূদন দত্ত
ঘ. কায়কোবাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মেঘনাদ বধ’ কাব্যের রচয়িতা কে?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধায়
খ. নবীনচন্দ্র সেন
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ গ

প্রশ্নঃ মাইকেল মধুসূদন রচিত ‘ওড’ (ode) জাতীয় কাব্য কোনটি?
ক. বীরাঙ্গনা
খ. তিলোত্তমাসম্ভব
গ. মেঘনাদবধ
ঘ. ব্রজাঙ্গনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি লিখেছেন-
ক. অদ্বৈত মল্ল বর্মণ
খ. আলাউদ্দীন আল আযাদ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আবু জাফর শামসুদ্দীন
উত্তরঃ ক

প্রশ্নঃ মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’ কাব্যের উৎস কি?
ক. রামায়ণ
খ. মহাভারত
গ. ভগবত
ঘ. কুমারসম্ভব
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!