বাংলা সাহিত্য-২৬

প্রশ্নঃ জসিম উদ্দীন রচিত গাথাকাব্য কোনটি?
ক. চলে মুসাফির
খ. হাসু
গ. ডালিমকুমার
ঘ. সোজন বাদিয়ার ঘাট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কবর’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?
ক. বালুচর
খ. মাটির কান্না
গ. রাখালী
ঘ. হাসু
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. রাখালী
খ. সোজন বাদিয়ার ঘাট
গ. নক্সী কাঁথার মাঠ
ঘ. বালুচর
উত্তরঃ ক

প্রশ্নঃ জসীমউদ্‌দীন রচিত উপন্যাস কোনটি?
ক. বেদের মেয়ে
খ. সকিনা
গ. হাসু
ঘ. বোবা কাহিনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জসীম উদ্দীনের শ্রেষ্ঠকাহিনীকাব্য কোনটি?
ক. সকিনা
খ. নক্সী কাঁথার মাঠ
গ. সোজন বাদিয়ার ঘাট
ঘ. রাখালী
উত্তরঃ ক

প্রশ্নঃ কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কানটি?
ক. রাখালী
খ. বালুচর
গ. এক পয়সার বাঁশি
ঘ. ধানক্ষেত
উত্তরঃ গ

প্রশ্নঃ তাম্বুলখানা গ্রামে জন্মেছিলে কোন কবি?
ক. জসীমউদ্দীন
খ. ফররুখ আহমদ
গ. আবুল হাসান
ঘ. শহীদ কাদরী
উত্তরঃ ক

প্রশ্নঃ জসীমউদ্দীন তার বন্ধুকে কোন গাঁয়ে নিমন্ত্রণ করেছিলেন?
ক. পল্লী গাঁয়ে
খ. কাজল গাঁয়ে
গ. শ্যামল গাঁয়ে
ঘ. সবুজ গাঁয়ে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একট ছাত্রাবাসের নামকরণ হয়েছে?
ক. জসীম উদ্দীন
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বেগম সুফিয়া কামাল
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ ক

প্রশ্নঃ কবি জসিমউদ্দিন রচতি কাব্য কোনটি?
ক. বেনু ও বীনা
খ. সাঁঝের মায়া
গ. রাখালী
ঘ. হাসনানো
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, জহির রায়হান:

প্রশ্নঃ জহির রায়হানের রচনা কোনটি?
ক. তেইশ নম্বর তৈলচিত্র
খ. কর্ণফুলি
গ. বরফ গলা নদী
ঘ. কন্যা কুমারী
উত্তরঃ গ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চলচ্চিত্র ‘Stop Genocide’ এর পরিচালক কে?
ক. আলমগীর কবির
খ. বাবুল চৌধুরী
গ. গীতা মেতো
ঘ. জহির রায়হান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জহির রায়হানের রচনা কোনটি?
ক. তেইশ নম্বর তৈলচিত্র
খ. কর্ণফুলি
গ. বরফ গলা নদী
ঘ. কন্যা কুমারী
উত্তরঃ গ

প্রশ্নঃ সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন?
ক. শাহরিয়ার কবির
খ. নূরুল মেমেন
গ. শওকত ওসমান
ঘ. জহির রায়হান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. জহির রায়হান
গ. জসীম উদ্দীন
ঘ. সেলিম আল-দীন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি জহির রায়হানের রচনা?
ক. বরফ গলা নদী
খ. ক্রীতদাসের হাসি
গ. খোয়াবনামা
ঘ. সারেং বৌ
উত্তরঃ ক

প্রশ্নঃ জহির রায়হান রচিত গ্রন্থ নয় কোনটি?
ক. Stop Genocide
খ. শেষ বিকেলের মেয়ে
গ. কয়েকটি মৃত্যু
ঘ. জীবন থেকে নেয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জহির রায়হানের ছোটগল্প কোনটি?
ক. পানকৌড়ির রক্ত
খ. লেলিহান সূর্য
গ. নামহীন গোত্রহীন
ঘ. সূর্যগ্রহণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
ক. আরেক ফাল্গুন
খ. জীবন ঘষে আগুন
গ. নন্দিত নরকে
ঘ. পিঙ্গল আকাশ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আরেক ফাল্গুন’- এর লেখক কে?
ক. জহির রায়হান
খ. জসীম উদ্দিন
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন-
ক. চাষী নজরুল ইসলাম
খ. খান আতাউর রহমান
গ. জহির রায়হান
ঘ. সুভাষ দত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হাজার বছর ধরে’ রচনাটি কার?
ক. মুনীর চৌধুরী
খ. জহির রায়হান
গ. মোতাহর হোসেন চৌধুরী
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ খ

প্রশ্নঃ Let there be light: কার প্রামাণ্য চিত্র?
ক. তারেক মাসুদ
খ. জহির রায়হান
গ. সুভাষ দত্ত
ঘ. আলমগীর কবির
উত্তরঃ খ

প্রশ্নঃ জহির রায়হানের কোন উপন্যাসে পল্লী বাংলার বাস্তব জীবন চিত্র ফুটে উঠেছে?
ক. আরেক ফাল্গুন
খ. বরফগলা নদী
গ. শেষ বিকেলের মেয়ে
ঘ. হাজার বছর ধরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রয়াত জহির রায়হানের কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় পুরস্কার পায়?
ক. শেষ বিকেলের মেয়ে
খ. আরেফ ফাল্গুন
গ. হাজারো বছর ধরে
ঘ. জয়যাত্রা
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়?
ক. কথা ও কাহিনী
খ. রাত্রি শেষ
গ. হাজার বছর ধরে
ঘ. চোখের ছাতক
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে?
ক. আশকার ইবনে শাইখ
খ. সত্য সাহা
গ. জহির রায়হান
ঘ. আলী ইমাম
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়?
ক. কয়েকটি মৃত্যু
খ. শেষ বিকেলের মেয়ে
গ. তৃষ্ণা
ঘ. নিষ্কৃতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি জহির রায়হানের রচনা?
ক. সংশপ্তক
খ. বিধ্বস্ত নীলিমা
গ. খোয়াবনামা
ঘ. আরেক ফাল্গুন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বরফগলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. আবু ইসহাক
খ. শওকত ওসমান
গ. জহির রায়হান
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!