বাংলা সাহিত্য-২০

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের শিল্পীজীবন কত বছর?
ক. ২১ বছর
খ. ২২ বছর
গ. ২৩ বছর
ঘ. ২৪ বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল?
ক. বিষের বাঁশী
খ. অগ্নিবীণা
গ. মৃত্যুক্ষুধা
ঘ. পুবের হাওয়া
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. আহসান হাবীব
গ. সিকানদার আবু জাফর
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ ক

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দুর্দিনের যাত্রী’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. ইসমাইল হোসেন সিরাজী
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ খ

প্রশ্নঃ কবি নজরুল ইসলামের কোন কবিতাটির জন্যে বৃটিশ সরকার তা বাজেয়াপ্ত করেন?
ক. নতুন চাঁদ
খ. বিদ্রোহী
গ. দারিদ্র্য
ঘ. আনন্দময়ীর আগমনে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কবি নজরুল অসুস্থ হন কত খ্রিস্টাব্দে?
ক. ১৯৪০
খ. ১৯৪১
গ. ১৯৪২
ঘ. ১৯৪৩
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্য কোনটি নাটক নয়?
ক. ঝিলিমিলি
খ. পুতুলের বিয়ে
গ. আলেয়া
ঘ. ছায়ানট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য
ক. শেষের কবিতা
খ. দিবারাত্রির কাব্য
গ. দোলনচাঁপা
ঘ. বাংলার কাব্য
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থ কোন কবি লিখেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনান্দ দাস
ঘ. শামসুর রহমান
উত্তরঃ খ

প্রশ্নঃ নজরুলের ‘ব্যথার দান’ কবে প্রকাশিত হয়?
ক. ১৯২২ সালে
খ. ১৯২৫ সালে
গ. ১৯৩০ সালে
ঘ. ১৯৩২ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি?
ক. অগ্নিবীণা
খ. মৃত্যুক্ষুধা
গ. বুলবুল
ঘ. ঝিঙেফুল
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক. অগ্নিবীণা
খ. ফণিমনসা
গ. সর্বহারা
ঘ. ছায়ানট
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
ক. বিদ্রোহী
খ. প্রলয়োল্লাস
গ. আনন্দময়ীর আগমনে
ঘ. নারী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
ক. ধূমকেতু
খ. বিদ্রোহী
গ. অগ্রপথিক
ঘ. প্রলয়োল্লাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তুর্কি মহিলার ঘোমটা খোলা’-কার রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. কাজী ইমদাদুল হক
গ. মোজাম্মেল হক
ঘ. শেখ ফজলুল করিম
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতীয় কবির রচনা হল-
ক. বেণু ও বীণা
খ. চন্দ্রবিন্দু
গ. স্মরগরল
ঘ. নিশান্তিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ অগ্নিবীণা কাব্য কে রচনা করেন?
ক. কবি কাজী নজরুল ইসলাম
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. আবু ইসাহাক
ঘ. কাজী ইমদাদুল হক
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
ক. বিদ্রোহী
খ. আনন্দময়ীর আগমনে
গ. কাণ্ডারী হুশিয়ার
ঘ. অগ্রপথিক
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের ‘মহররম’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. অগ্নিবীণা
খ. ছায়ানট
গ. মালঞ্চ
ঘ. বুলবুল
উত্তরঃ ক

প্রশ্নঃ কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
ক. আজিমপুরের কবরস্থানে
খ. মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
গ. বনানীতে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়?
ক. যুক্তরাজ্য
খ. কানাডা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ভারত
উত্তরঃ খ

প্রশ্নঃ নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
ক. রাজবন্দীর জবানবন্দী
খ. ব্যথার দান
গ. অগ্নিবীণা
ঘ. নবযুগ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?
ক. অগ্নিবীণা
খ. দোলচাঁপা
গ. চক্রবাক
ঘ. বলাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা ‘মুক্তি’ কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯১৮ সালে
খ. ১৯১৯ সালে
গ. ১৯২০ সালে
ঘ. ১৯২২ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘খেয়া পারের তরণী’ কবিতার কবি কে?
ক. গোলাম মোস্তফা
খ. কায়কোবাদ
গ. সানাউল হক
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি নজরুলের রচনা?
ক. শিশু ভোলানাথ
খ. লীলাবতী
গ. চোখের ছাতক
ঘ. বালুচর
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ?
ক. বিষের বাঁশী
খ. বিদ্রোহী
গ. অগ্নিবীণা
ঘ. রুবাইয়াৎ-ই-হাফিজ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভূক্ত?
ক. সাম্যবাদী
খ. বিষের বাঁশী
গ. সিন্ধুহিন্দোল
ঘ. নতুন চাঁদ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি ঠিক?
ক. তরঙ্গভঙ্গ [গল্প]
খ. কালের কলস [উপন্যাস]
গ. শাশ্বত বঙ্গ [নাটক]
ঘ. সিন্ধু হিন্দোল [কাব্য]
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম একুশে পদক পান কত খ্রিস্টাব্দে?
ক. ১৯৭৮
খ. ১৯৭৭
গ. ১৯৭৬
ঘ. ১৯৭৯
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রুদ্রমঙ্গল’ কার লেখা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ভারতচন্দ্র রায়
গ. ইসমাইল হোসেন সিরাজী
ঘ. রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!