বাংলা সাহিত্য-১৯

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, উইলিয়াম কেরি:

প্রশ্নঃ বাংলা গদ্যের বিকাশ কোন্ বিদেশীর অবদান সর্বাধিক?
ক. উইলিয়াম কেরী
খ. লর্ড ওয়েলেসলি
গ. মার্শম্যান
ঘ. ডিরোজিও
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ উইলিয়াম কেরি রচিত গ্রন্থের নাম কি?
ক. কথোপকথন
খ. হিতোপদেশ
গ. বত্রিশ সিংহাসন
ঘ. রাজা প্রতাপাদিত্য চরিত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন-
ক. মি. উইলিয়াম
খ. উইলিয়াম কেরি
গ. রামরাম বসু
ঘ. জেসি মার্শম্যান
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি উইলিয়াম কেরির রচনা?
ক. বাইবেল
খ. হিতোপদেশ
গ. লিপিমালা
ঘ. কথোপকথন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উইলিয়াম কেরি রচিত ইতিহাসমালা প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
ক. ১৮০১
খ. ১৮০২
গ. ১৮১০
ঘ. ১৮১২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলাভাষা চির ঋণী হয়ে আছে তার নাম-
ক. লর্ড ইউলিয়াম বেন্টিংক
খ. উইলিয়াম ক্যারি
গ. লর্ড ক্লাইভ
ঘ. লর্ড ডালহাউসি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষায় মুদ্রিত প্রথম প্রন্থের নাম নির্দেশ করুন?
ক. রাজা প্রতাপাদিত্য চরিত্র
খ. প্রবোধ চন্দ্রিকা
গ. লিপিমালা
ঘ. কথোপকথন
উত্তরঃ ঘ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, এস ওয়াজেদ আলী:

প্রশ্নঃ ‘ভবিষ্যতের বাঙালি’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. নীহার রঞ্জন রায়
খ. এস ওয়াজেদ আলী
গ. মোতাহের হোসেন চৌধুরী
ঘ. মুহাম্মদ এনামূল হক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?
ক. আশা-আকাঙ্খার সমর্থনে
খ. ভবিষ্যতের বাঙালি
গ. উন্নত জীবন
ঘ. সভ্যতা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
ক. অশোক মিত্র
খ. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
গ. নীরদচন্দ্র চৌধুরী
ঘ. অতুল সুর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
ক. নীহারঞ্জন রায়
খ. আর সি মজুমদার
গ. অধ্যাপক আবদুল করিম
ঘ. অধ্যাপক সুনীত
উত্তরঃ ক

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, কাজী নজরুল ইসলাম:

প্রশ্নঃ কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
ক. রক্তরাগ
খ. সিন্ধু হিন্দোল
গ. ছায়ানট
ঘ. অগ্নিবীণা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ?
ক. ছায়ানট
খ. মৃত্যুক্ষুধা
গ. ব্যথার দান
ঘ. শিউলিমালা
উত্তরঃ ক

প্রশ্নঃ বঙ্গী মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রতশ প্রকাশিত কবিতার নাম-
ক. নারী
খ. মুক্তি
গ. বিদ্রোহী
ঘ. বাতায়নের পাশে গুবাক তরুর সারি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
ক. ছায়ানট
খ. দোলনচাঁপা
গ. মহাশ্মশান
ঘ. সিদ্ধু হিন্দোল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিষের বাঁশী’ কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জীসমউদ্দীন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. বন্দে আলী মিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের বিদ্রোহভাবমূলক’ কাব্য কোনটি?
ক. দোলনচাঁপা
খ. ছায়ানট
গ. সিন্ধুহিন্দোল
ঘ. বিষের বাঁশী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার।’ -এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. বেগম সুফিয়া কামাল
গ. শেখ ফজলুল করিম
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি কাজী নজরুলের গানের বই?
ক. ঝিঙেফুল
খ. চন্দ্রবিন্দু
গ. মরু-ভাস্কর
ঘ. চক্রবাক
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ক. কুহেলিকা
খ. সিন্ধু হিন্দোল
গ. পদ্মগোখরা
ঘ. রিক্তের বেদন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ঝিঙেফুল’ কবিতার কবি হচ্ছেন-
ক. নির্মলেন্দু গুণ
খ. গোলাম মোস্তফা
গ. কায়কোবাদ
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নজরুলের প্রথম উপন্যাস কোনটি?
ক. লালসালু
খ. বাঁধনহারা
গ. ব্যথার দান
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
ক. পদ্মরাগ
খ. পদ্মগোখরা
গ. পদ্মপুরাণ
ঘ. পদ্মাবতী
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ক. মৃত্যুক্ষুধা
খ. আলেয়া
গ. ঝিলিমিলি
ঘ. মধুমালা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি কাজী নজরুলের কাব্যানুবাদ?
ক. রুবাইয়াৎ-ই-মজলিস
খ. রুবাইয়াৎ-ই-জাকির
গ. রুবাইয়াৎ-ই-হাফিজ
ঘ. রুবাইয়াৎ-ই-মোসলেম
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসরামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
ক. মুক্তি
খ. বাউণ্ডেলের আত্মকাহিনী
গ. হেনা
ঘ. বিদ্রোহী
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রেমানুভূতিমূলক কাব্য কোনটি?
ক. অগ্নিবীণা
খ. বিষের বাঁশী
গ. কুহেলিকা
ঘ. দোলন চাঁপা
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!