বাংলা সাহিত্য-২১

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রচিত ‘ঝিঙেফুল’ কোন শ্রেণীর কবিতা?
ক. বিদ্রোহপ্রধান
খ. প্রেমপ্রধান
গ. শিশুতোষ
ঘ. শোকগাঁথা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
ক. ছায়ানট
খ. বুলবুল
গ. আলেয়া
ঘ. কুহেলিকা
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ “বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কতযামিনী” এই কবিতাংশটুকুর কবি কে?
ক. বেনজীর আহমেদ
খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনান্দ দাস
ঘ. শামসুর রহমান
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কাজী নজুল ইসলামের এ কবিতায় গুবাক শব্দের অর্থ
ক. খেজুর
খ. নারিকেল
গ. ঝাউ
ঘ. সুপারি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে যেটি গল্পগ্রন্থ সেটির নাম লিখুন
ক. সাত সাগরের মাঝি
খ. পদ্মা নদীর মাঝি
গ. শিউলিমালা
ঘ. শেষের কবিতা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
ক. সর্বহারা
খ. ছায়া হরিণ
গ. ছায়ানট
ঘ. ভাঙার গান
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সালে প্রকাশিত হয়?
ক. ১৯২৬
খ. ১৯২৫
গ. ১৯২২
ঘ. ১৯২১
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি নজরুলের রচনা?
ক. শিশু ভোলানাথ
খ. লীলাবতী
গ. চোখের ছাতক
ঘ. বালুচর
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?
ক. দোলনচাঁপা
খ. পুনশ্চ
গ. রৌদ্র করোটিতে
ঘ. ব্রজাঙ্গনা
উত্তরঃ ক

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য-
ক. অগ্নিবীণা
খ. বিষের বাঁশী
গ. ভাঙার গান
ঘ. সিন্ধু হিন্দোল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাজী নজরুলণ ইসলামের জন্মস্থান-
ক. কুমিল্লা
খ. ত্রিশাল
গ. বর্ধমান
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি?
ক. ১৮২৪-১৮৭৩ খ্রিঃ
খ. ১৮৫৬-১৯৩৭ খ্রিঃ
গ. ১৮৬১-১৯৪১ খ্রিঃ
ঘ. ১৮৯৯-১১৯৭৬ খ্রিঃ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রচিত ‘রাজবন্দীর জবানবন্দী’ একটি—
ক. নাটক
খ. প্রবন্ধ
গ. গল্প
ঘ. উপন্যাস
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুলের ‘মহরম’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক. অগ্নিবীণা
খ. ছায়ানট
গ. মালঞ্চ
ঘ. বুলবুল
উত্তরঃ ক

প্রশ্নঃ বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. অগ্নিবীণা
খ. বিষের বাঁশী
গ. দোলনচাঁপা
ঘ. বাঁধনহারা
উত্তরঃ ক

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রী প্রদান করে-
ক. ১৯৭৫ সালে
খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৬ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ঝিলিমিলি’ নাটকটি কে লিখেছেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ইব্রাহিম খাঁ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. আকবর উদ্দিন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
ক. বিদ্রোহী
খ. ধূমকেতু
গ. ১৪০০ সালে
ঘ. পূজারিণী
উত্তরঃ গ

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত তাঁর নাম-
ক. কবি রওশন জামিল
খ. কবি তালিম হোসেন
গ. কবি হুমাউন কবির
ঘ. কবি কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘চক্রবাক’ কার রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বেগম সুফিয়া কামাল
ঘ. আহসান হাবিব
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গ্রন্থখানির নাম চিহ্নিত করুন
ক. সাঁঝের বেলা
খ. অগ্নিবীণা
গ. মায়া কাজল
ঘ. ছায়ানীড়
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামে রচিত নয় কোন গ্রন্থটি?
ক. ব্যথার দান
খ. নীল দর্পণ
গ. অগ্নিবীণা
ঘ. রাজবন্দীর জবানবন্দী
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. প্রবাসী
খ. ভারতবর্ষ
গ. লাঙ্গল
ঘ. বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে সেনাবাহিনীর কোন পল্টনে যোগদান করেন?
ক. ৪৮ নং বাঙালি পল্টন
খ. ৪৯ নং বাঙালি পল্টন
গ. ৪৮ নং পূর্বাঞ্চল পল্টন
ঘ. ৪৯ নং উর্দু পল্টন
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে?
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৬ সালে
খ. ১৯৭৭ সালে
গ. ১৯৭৮ সালে
ঘ. ১৯৭৯ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্যাথার দান কি? কে লেখেন?
ক. গল্প, নজরুল ইসলাম
খ. গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কবিতা, আলাওল
ঘ. প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম প্রণীত?
ক. সাম্য
খ. অনল প্রবাহ
গ. শিকওয়া
ঘ. সাম্যবাদী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
ক. বিষের বাঁশি
খ. বন্দীর বন্দনা
গ. সন্দ্বীপের চর
ঘ. রূপসী বাংলা
উত্তরঃ ক

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের পটভূমিতে অঙ্কিত হয়েছে-
ক. নদীয়ার চাঁদ সড়কের জনজীবন
খ. ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবন
গ. কুমিল্লার দৌলতপুরের কৃষিজীবন
ঘ. হুগলীর তাজপুরের গ্রামীণ জীবন
উত্তরঃ খ

প্রশ্নঃ The poem ‘Bidrohi’ was written by:/ ‘বিদ্রোহী’ কবিতার কবি কে?
ক. Robindronath Togore
খ. Kazi Najrul Islam
গ. Josim Uddin
ঘ. Shamsur Rahman
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!