বাংলা সাহিত্য-১৯

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, উইলিয়াম কেরি:

প্রশ্নঃ বাংলা গদ্যের বিকাশ কোন্ বিদেশীর অবদান সর্বাধিক?
ক. উইলিয়াম কেরী
খ. লর্ড ওয়েলেসলি
গ. মার্শম্যান
ঘ. ডিরোজিও
উত্তরঃ ক

প্রশ্নঃ উইলিয়াম কেরি রচিত গ্রন্থের নাম কি?
ক. কথোপকথন
খ. হিতোপদেশ
গ. বত্রিশ সিংহাসন
ঘ. রাজা প্রতাপাদিত্য চরিত্র
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন-
ক. মি. উইলিয়াম
খ. উইলিয়াম কেরি
গ. রামরাম বসু
ঘ. জেসি মার্শম্যান
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি উইলিয়াম কেরির রচনা?
ক. বাইবেল
খ. হিতোপদেশ
গ. লিপিমালা
ঘ. কথোপকথন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উইলিয়াম কেরি রচিত ইতিহাসমালা প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
ক. ১৮০১
খ. ১৮০২
গ. ১৮১০
ঘ. ১৮১২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলাভাষা চির ঋণী হয়ে আছে তার নাম-
ক. লর্ড ইউলিয়াম বেন্টিংক
খ. উইলিয়াম ক্যারি
গ. লর্ড ক্লাইভ
ঘ. লর্ড ডালহাউসি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষায় মুদ্রিত প্রথম প্রন্থের নাম নির্দেশ করুন?
ক. রাজা প্রতাপাদিত্য চরিত্র
খ. প্রবোধ চন্দ্রিকা
গ. লিপিমালা
ঘ. কথোপকথন
উত্তরঃ ঘ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, এস ওয়াজেদ আলী:

প্রশ্নঃ ‘ভবিষ্যতের বাঙালি’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. নীহার রঞ্জন রায়
খ. এস ওয়াজেদ আলী
গ. মোতাহের হোসেন চৌধুরী
ঘ. মুহাম্মদ এনামূল হক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?
ক. আশা-আকাঙ্খার সমর্থনে
খ. ভবিষ্যতের বাঙালি
গ. উন্নত জীবন
ঘ. সভ্যতা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
ক. অশোক মিত্র
খ. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
গ. নীরদচন্দ্র চৌধুরী
ঘ. অতুল সুর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
ক. নীহারঞ্জন রায়
খ. আর সি মজুমদার
গ. অধ্যাপক আবদুল করিম
ঘ. অধ্যাপক সুনীত
উত্তরঃ ক

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, কাজী নজরুল ইসলাম:

প্রশ্নঃ কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
ক. রক্তরাগ
খ. সিন্ধু হিন্দোল
গ. ছায়ানট
ঘ. অগ্নিবীণা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ?
ক. ছায়ানট
খ. মৃত্যুক্ষুধা
গ. ব্যথার দান
ঘ. শিউলিমালা
উত্তরঃ ক

প্রশ্নঃ বঙ্গী মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রতশ প্রকাশিত কবিতার নাম-
ক. নারী
খ. মুক্তি
গ. বিদ্রোহী
ঘ. বাতায়নের পাশে গুবাক তরুর সারি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
ক. ছায়ানট
খ. দোলনচাঁপা
গ. মহাশ্মশান
ঘ. সিদ্ধু হিন্দোল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিষের বাঁশী’ কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জীসমউদ্দীন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. বন্দে আলী মিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের বিদ্রোহভাবমূলক’ কাব্য কোনটি?
ক. দোলনচাঁপা
খ. ছায়ানট
গ. সিন্ধুহিন্দোল
ঘ. বিষের বাঁশী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার।’ -এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. বেগম সুফিয়া কামাল
গ. শেখ ফজলুল করিম
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি কাজী নজরুলের গানের বই?
ক. ঝিঙেফুল
খ. চন্দ্রবিন্দু
গ. মরু-ভাস্কর
ঘ. চক্রবাক
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ক. কুহেলিকা
খ. সিন্ধু হিন্দোল
গ. পদ্মগোখরা
ঘ. রিক্তের বেদন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ঝিঙেফুল’ কবিতার কবি হচ্ছেন-
ক. নির্মলেন্দু গুণ
খ. গোলাম মোস্তফা
গ. কায়কোবাদ
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নজরুলের প্রথম উপন্যাস কোনটি?
ক. লালসালু
খ. বাঁধনহারা
গ. ব্যথার দান
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
ক. পদ্মরাগ
খ. পদ্মগোখরা
গ. পদ্মপুরাণ
ঘ. পদ্মাবতী
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ক. মৃত্যুক্ষুধা
খ. আলেয়া
গ. ঝিলিমিলি
ঘ. মধুমালা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি কাজী নজরুলের কাব্যানুবাদ?
ক. রুবাইয়াৎ-ই-মজলিস
খ. রুবাইয়াৎ-ই-জাকির
গ. রুবাইয়াৎ-ই-হাফিজ
ঘ. রুবাইয়াৎ-ই-মোসলেম
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসরামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
ক. মুক্তি
খ. বাউণ্ডেলের আত্মকাহিনী
গ. হেনা
ঘ. বিদ্রোহী
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রেমানুভূতিমূলক কাব্য কোনটি?
ক. অগ্নিবীণা
খ. বিষের বাঁশী
গ. কুহেলিকা
ঘ. দোলন চাঁপা
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top