বাংলা ব্যাকরণ-৪৫

প্রশ্নঃ অসমাপিকা ক্রিয়া অর্থ প্রকাশের জন্য কোন ক্রিয়ার ওপর নির্ভশীল ?
ক. মৌলিক ক্রিয়া
খ. যৌগিক ক্রিয়া
গ. সমাপিকা ক্রিয়া
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ভৌগোলিক স্থানের নাম কোন বিশেষ্যের অন্তর্গত ?
ক. সংজ্ঞাবাচক
খ. জাতিবাচক
গ. বস্তুবাচক
ঘ. সমষ্টিবাচক
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ক্রিয়াপদকে কিবা, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে কি বলে ?
ক. কর্ম পদ
খ. অব্যয় পদ
গ. সর্বনাম
ঘ. ক্রিয়া বিশেষণ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’ বাক্যে ‘মরিমরি’ কোন শ্রেণীর অব্যয়?
ক. সমন্বয়ী
খ. অনন্বয়ী
গ. পদান্বয়ী
ঘ. অনুকার
উত্তরঃ খ

প্রশ্নঃ সমুচ্চায়ী অব্যয় কত প্রকার ?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশেষ্য পদ কয় প্রকার ?
ক. চার প্রকার
খ. ছয় প্রকার
গ. তিন প্রকার
ঘ. আট প্রকার
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘লাজ’ কোন ধরনের শব্দ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. ক্রিয়া-বিশেষণ
ঘ. বিশেষ্যের বিশেষণ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সকল, সমুদয়, তাবৎ’ -কোন শ্রেণীর সর্বনাম?
ক. সাকুল্যবাচক
খ. দূরত্ববাচক
গ. সামীপ্যবাচক
ঘ. আত্মবাচক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান’-এখানকার অব্যয়টি কোন ধরনের?
ক. অনুকার
খ. সম্বোধনবাচক
গ. বাক্যালংকার
ঘ. সমুচ্চয়ী
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন বাক্যে ‘ভালো’ বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক. অয়ন ভালো দৌঁড়াতে পারে
খ. ভালো লোক সবার প্রিয়
গ. ভালো মানুষ কমই দেখা যায়
ঘ. নিজের ভালো কে চায়?
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চলন্ত গাড়ি – কিসের উদাহরণ ?
ক. বিশেষ্যের বিশেষণ
খ. সর্বনামের বিশেষণ
গ. নাম বিশেষণ
ঘ. অব্যয়ের বিশেষণ
উত্তরঃ ক

প্রশ্নঃ ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করে কি পদ গঠিত হয়?
ক. অব্যয় পদ
খ. ক্রিয়াপদ
গ. সর্বনাম পদ
ঘ. বিশেষ্য পদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ওহে মাঝি আমাকে পার কর। বাক্যে ‘মাঝি’ কোন ধরনের পদ ?
ক. সম্বন্ধ পদ
খ. সম্বোধন পদ
গ. বিশেষণ পদ
ঘ. ক্রিয়া – বিশেষণ পদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘তাজমহল’ শব্দটি কোন জাতীয় বিশেষ্য?
ক. জাতিবাচক
খ. সংজ্ঞাবাচক
গ. নামবাচক
ঘ. আত্মবাচক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আমরা লালবাগ কেল্লা দর্শন করলাম’-এ বাক্যের ক্রিয়াপদ কোন্ ধরনের?
ক. ণিজন্ত ক্রিয়া
খ. মিশ্র ক্রিয়া
গ. যৌগিক ক্রিয়া
ঘ. সকর্মক ক্রিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন – এ বাক্যে কোনটি প্রযোজক কর্তা ?
ক. মা
খ. শিশুকে
গ. চাঁদ
ঘ. দেখাচ্ছেন
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি রূপবাচক বিশেষণের উদাহরণ ?
ক. চৌকস খেলোয়াড়
খ. হাজার লোক
গ. তাজা মাছ
ঘ. নীল আকাশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বাক্যে ‘আর’ অব্যয় পদটি পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. আর কত দিন দেখবে
খ. সে আর এলো না
গ. ওদিকে আর যাব না
ঘ. বলো, আর কি কথা আছে
উত্তরঃ গ

প্রশ্নঃ সর্বনামের বিশিষ্ট প্রয়োগে দীন, অধম, বান্দা শব্দগুলো কি প্রকাশে ব্যবহৃত হয়?
ক. কবিতা প্রকাশে
খ. বিনয় প্রকাশে
গ. ভাবভঙ্গি প্রকাশে
ঘ. অভিনন্দন প্রকাশে
উত্তরঃ খ

প্রশ্নঃ অসমাপিকা ক্রিয়ার ব্যবহারে ‘তিনি গেলে কাজ হবে’ -কি বোঝাতে ব্যবহৃত হয়েছে?
ক. কার্যপরম্পরা
খ. সাপেক্ষতা
গ. বিসম্য়জ্ঞাপন
ঘ. সম্ভাবনার বিকল্প
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘লবণ’ শব্দের বিশেষ্য কোনটি?
ক. নোনতা
খ. লবণাক্ত
গ. লাবণ্য
ঘ. ললিত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সামুদ্রিক’ শব্দটি-
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. নামধাতু
ঘ. অব্যয়
উত্তরঃ খ

প্রশ্নঃ যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে বলে-
ক. নাম বিশেষণ
খ. ভাব বিশেষণ
গ. ক্রিয়া বিশেষণ
ঘ. বিশেষণের বিশেষণ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি বাক্যের বাহন?
ক. শব্দ
খ. পদ
গ. আশ্রিত খন্ডবাক্য
ঘ. ধ্বনি
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন পদটিকে সংস্কৃত ব্যাকরণ নিজন্ত ক্রিয়া বলা হয় ?
ক. যৌগিক ক্রিয়া
খ. দ্বিকর্মক ক্রিয়া
গ. মিশ্র ক্রিয়া
ঘ. প্রযোজক ক্রিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন ক্রিয়ার বাচ্য পরিবর্তন হয় না?
ক. সকর্মক ক্রিয়ার
খ. সমাপিকা ক্রিয়ার
গ. অকর্মক ক্রিয়ার
ঘ. সমধাতুজ কর্মের
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কুহুকুহু, ঝমঝম’-এসব কোন শ্রেণীর অব্যয়?
ক. অনুকার অব্যয়
খ. অনুসর্গ অব্যয়
গ. সমুচ্চয়ী অব্যয়
ঘ. অনন্বয়ী অব্যয়
উত্তরঃ ক

প্রশ্নঃ গৌণকর্ম সাধারণত মুখ্যকর্মের-ব্যবহৃত হয়।
ক. পূর্বে
খ. পরে
গ. মাঝখানে
ঘ. সবগুলো
উত্তরঃ ক

প্রশ্নঃ অবশ্যই আমরা সেখানে যাব’ – বাক্যে ‘অবশ্যই’ পদটি কোন শ্রেণীর পদ ?
ক. ক্রিয়া বিশেষণ
খ. ভাব বিশেষণ
গ. অব্যয় বিশেষণ
ঘ. বাক্য বিশেষণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি বাংলা ধাতু?
ক. কাট্
খ. কৃ
গ. মাগ্
ঘ. গম্
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!