বাংলা ব্যাকরণ-৪৬

প্রশ্নঃ ক্রিয়ার বিষয়কে কি বলে?
ক. কর্ম
খ. পদ
গ. সমাস
ঘ. করণ
উত্তরঃ ক

প্রশ্নঃ দশম শ্রেণী, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা – কোন বিশেষণের উদাহরণ ?
ক. ক্রমবাচক নাম বিশেষণ
খ. বিশেষ্যের বিশেষণ
গ. অব্যয়ের বিশেষণ
ঘ. ক্রিয়াজাত বিশেষণ
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ পদ প্রধানত দুই প্রকার । যথা –
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. সর্বনাম ও অব্যয়
গ. নাম ও ক্রিয়া
ঘ. অব্যয় ও ধ্বন্যাত্নক
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দকে কি বলে ?
ক. অব্যয়
খ. সর্বনাম
গ. ক্রিয়া
ঘ. বিশেষণ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ভাববাচক বিশেষ্যপদের উদাহরণ নয়?
ক. দর্পণ
খ. শয়ন
গ. দর্শন
ঘ. কর্তন
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তাবে তাকে কোন ক্রিয়া বলে?
ক. মিশ্র ক্রিয়া
খ. যৌগিক ক্রিয়া
গ. দ্বিকর্মক ক্রিয়া
ঘ. প্রযোজক ক্রিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ তুমি না বলেছিলে আগামীকাল আসবে?- এখানে ‘না’-এর ব্যবহারকি অর্থে?
ক. না-বাচক
খ. হ্যাঁ-বাচক
গ. প্রশ্নবোধক
ঘ. বিস্ময়সূচক
উত্তরঃ খ

প্রশ্নঃ যৌগিক ক্রিয়ার গঠন হয় নিম্নরূপ-
ক. এক বা একাধিক সমাপিতা ও অসমাপিকার মিশ্র গঠনে
খ. দুটি সমাপিকার গঠনে
গ. অসমাপিকা ও নঞর্থক ক্রিয়াযোগে
ঘ. অন্ত্যর্থ ক্রিয়া ও নঞর্থক ক্রিয়াযোগে
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি সমুচ্চায়ী অব্যয়ের উদাহরণ ?
ক. বাতাসের শনশন গতি
খ. তুমি যা জান তা ঠিকই বটে
গ. উচ্চপদ ও সামাজিক মর্যাদা কে না চায়
ঘ. তাকে দিয়ে এ কাজ করি ও না
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি সর্বনাম–
ক. করিম
খ. কী
গ. বালক
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্রিয়াপদ-
ক. সবসময়ে বাক্যে থাকবে
খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
গ. আসলে বিশেষণ থেকে অভিন্ন
ঘ. শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
উত্তরঃ খ

প্রশ্নঃ তোমাকে দিয়ে এ কাজ হবে না বাক্যে ‘দিয়ে’ কোন প্রকার অব্যয় ?
ক. অনুকার অব্যয়
খ. সমুচ্চয়ী অব্যয়
গ. অনন্বয়ী অব্যয়
ঘ. অনুসর্গ অব্যয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পদ বলতে কি বুঝায় ?
ক. কবিতার চরণ
খ. যে কোনো শব্দ
গ. প্রত্যয়ন্ত শব্দ বা ধাতু
ঘ. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনগুলো গুণবাচক বিশেষ্য ?
ক. সমিতি, মাহফিল
খ. মধুরতা, বীরত্ব
গ. চাউল, লবণ
ঘ. দর্শন, ভোজন
উত্তরঃ খ

প্রশ্নঃ অনুসর্গ অব্যয় অপর নাম কি ?
ক. অনন্বয়ী
খ. বিয়োজক
গ. পদান্বয়ী
ঘ. অনুকার
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি?
ক. ইয়া > এ
খ. ইলে > লে
গ. ইতে > তে
ঘ. ইনে > নে
উত্তরঃ খ

প্রশ্নঃ মরি! মরি! কি সুন্দর বাংলার রূপ। এ বাক্যে ‘মরি মরি’ কোন প্রকার অব্যয় ?
ক. অনুকার অব্যয়
খ. অনুসর্গ অব্যয়
গ. অনন্বয়ী অব্যয়
ঘ. সমুচ্চয়ী অব্যয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।’ এই বাক্য ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. সর্বনাম
ঘ. বিশেষণের বিশেষণ
উত্তরঃ ক

প্রশ্নঃ সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কো্ন ক্রিয়ায় রূপান্তরিত করে?
ক. সমাপিকা ক্রিয়ায়
খ. দ্বিকর্মক ক্রিয়ায়
গ. সকর্মক ক্রিয়ায়
ঘ. অসমাপিকা ক্রিয়ায়
উত্তরঃ গ

প্রশ্নঃ মরি! মরি! কি সুন্দুর প্রভাতের রূপ – এখানে অনন্বয়ী অব্যয়ের কি প্রকাশ পেয়েছে ?
ক. যন্ত্রণা
খ. বিরক্তি
গ. সম্মতি
ঘ. উচ্ছ্বাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি বস্তুবাচক বিশেষ্য?
ক. সৌরভ
খ. গৌরব
গ. বাতাস
ঘ. কলম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তিনটি বছর’- এখানে ‘তিনটি’ কোন পদ?
ক. বিশেষণ
খ. বিশেষ্য
গ. অব্যয়
ঘ. ক্রিয়া
ঙ.কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ গমন, দর্শন, ভোজন, শয়ন, দেখা, শোনা – কোন পদের উদাহরণ ?
ক. সংজ্ঞাবাচক বিশেষ্য
খ. ভাববাচক বিশেষ্য
গ. বস্তুবাচক বিশেষ্য
ঘ. নামবাচক বিশেষ্য
উত্তরঃ খ

প্রশ্নঃ যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা বুঝায় তাঁকে কোন পদ বলে ?
ক. সর্বনাম পদ
খ. ক্রিয়া পদ
গ. অব্যয় পদ
ঘ. বিশেষণ পদ
উত্তরঃ খ

প্রশ্নঃ “আহা, তার মা মারা গেছে।” -‘আহা’ কি ধরনের অব্যয়?
ক. ধ্বন্যাত্মক অব্যয়
খ. পদান্বয়ী অব্যয়
গ. অন্বয়ী অব্যয়
ঘ. সমুচ্চয়ী অব্যয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘যারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত তারাই তো সত্যিকারের পুরুষ।’ – বাক্যে ‘তারাই’ কোন পদ ?
ক. অব্যয় পদ
খ. বিশেষণ পদ
গ. বিশেষ্য পদ
ঘ. সর্বনাম পদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটিকে গৌণ কর্ম বলে ?
ক. প্রযোজ্য কর্মকে
খ. সমধাতুজ কর্মকে
গ. ব্যক্তিবাচক কর্মকে
ঘ. বস্তুবাচক কর্মকে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি গুণবাচক বিশেষ্য?
ক. রোগা ছেলে
খ. নিপুণ কারিগর
গ. ধনী লোক
ঘ. প্রথমা কন্যা
উত্তরঃ খ

প্রশ্নঃ যদি শব্দ
বিভক্তি = পদ হয়, তাহলে পদ – শব্দ = কি হবে ?
ক. শব্দ
খ. বিভক্তি
গ. ধ্বনি
ঘ. অক্ষর
উত্তরঃ খ

প্রশ্নঃ চাউল, চিনি, কাঠ এগুলো কি জাতীয় বিশেষ্য ?
ক. ব্যক্তিবাচক
খ. জাতিবাচক
গ. বস্তুবাচক
ঘ. দ্রব্যবাচক
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!