বাংলা ব্যাকরণ-৪০

প্রশ্নঃ ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়?
ক. বিশেষ্য
খ. অব্যয়
গ. বিশেষণ
ঘ. ক্রিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দরিদ্র’-এর বিশেষ্য পদ কোনটি?
ক. দারিদ্র্য
খ. দারিদ্রতা
গ. দৈন্য
ঘ. দীনতা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘প্রচুর’ এর বিশেষ্য রূপ
ক. প্রাচুর্য
খ. প্রাচুর্য্য
গ. প্রাচুর্যতা
ঘ. প্রাচুর্য্যতা
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়াপদ হয় তাকে বলে-
ক. যৌগিক ক্রিয়া
খ. মিশ্র ক্রিয়া
গ. প্রযোজক ক্রিয়া
ঘ. নাম ধাতুর ক্রিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘না’ কোন জাতীয় শব্দ?
ক. অব্যয়
খ. সর্বনাম
গ. ক্রিয়া
ঘ. বিশেষণ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মিতা সুপ্রিয়াকে কোলে নিল’-এখানে সুপ্রিয়া কোন ধরনের কর্মপদ?
ক. মুখ্য কর্ম
খ. প্রধান কর্ম
গ. গৌণ কর্ম
ঘ. সমধাতুজ কর্ম
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি গুণবাচক বিশেষ্য
ক. কিশোর
খ. তারুণ্য
গ. রোগা
ঘ. পাথুরে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ভাল করে পড়লে সফল হবে’ -এখানে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক. নির্দেশক
খ. সাপেক্ষ
গ. অনুজ্ঞা
ঘ. আকাক্সক্ষা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কড়কড়’ কোন অব্যয়?
ক. সম্মুচ্চয়ী
খ. অনব্য়ী
গ. অনুসর্গ
ঘ. অনুকার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘উৎকর্ষ’ হচ্ছে-
ক. বিশেষণ
খ. বিশেষণের বিশেষণ
গ. বিশেষ্যের বিশেষণ
ঘ. বিশেষ্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশেষণ কোনো বিশেষ্যের সীমাকে –
ক. সম্প্রসারিত করে
খ. সৌন্দর্যমণ্ডিত করে
গ. সংকুচিত করে
ঘ. জটিল করে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন, কেউ, কিছু-এগুলো কোন ধরনের সর্বনাম?
ক. সাকুল্যবাচক
খ. প্রশ্নবাচক
গ. অনির্দিষ্টতাজ্ঞাপক
ঘ. আত্মবাচক
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি সকর্মক ক্রিয়া পদের উদাহরণ ?
ক. সে চোখে দেখেনা না
খ. আমি রাতে খাব না
গ. সে চোখে সর্ষে ফুল দেখল
ঘ. তুলি কানে শোনাে না
উত্তরঃ গ

প্রশ্নঃ বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এল -এখানে টাপুর টুপুর, কোন ধরনের শব্দ ?
ক. অবস্থাবাচক শব্দ
খ. বাক্যালংকার
গ. ধ্বন্যাত্নক শব্দ
ঘ. দ্বিরুক্ত শব্দ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে কি বলে?
ক. অব্যয়ের বিশেষণ
খ. বাক্যের বিশেষণ
গ. বিশেষণীয় বিশেষণ
ঘ. ক্রিয়া বিশেষণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মুখ’-এর বিশেষণ পদ কোনটি?
ক. মুখরতা
খ. মুখমন্ডল
গ. মুখিতা
ঘ. মৌখিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বইটি ছোটদের কাছে দুর্বোধ্য – এখানে ‘পদটি কম ধরণের
ক. সর্বনামের বিশেষণ
খ. বিধেয় বিশেষণ
গ. অব্যয়ের বিশেষণ
ঘ. বিশেষ্যের বিশেষণ
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি একপদী বিশেষণের উদাহরণ ?
ক. সুখী পরিবার
খ. বাপে তাড়ানো ছেলে
গ. নাম না জানা পাখি
ঘ. ঘুম পাড়ানি গান
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পদ’ বলতে কি বোঝায়?
ক. কবিতার চরণ
খ. যে কোন শব্দ
গ. পত্যয়ন্ত শব্দ বা ধাতু
ঘ. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি বিশেষণের বিশেষণ?
ক. এই আমি আরনই একা
খ. বাতাস ধরে বইছে
গ. অতিশয় মন্দ কথা
ঘ. মেঘনা বড় নদী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নিশীত রাতে বাজছে বাঁশি’ বাক্যে ‘নিশীত’ শব্দটি কোন পদ–
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. সর্বনাম
ঘ. অব্যয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যত্ন করলে রত্ন মিলে’- এ বাক্যে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ?
ক. অনুক্ত
খ. দ্বিকর্মক
গ. সমাপিকা
ঘ. অসমাপিকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দ্বারা, দিয়া, হইতে, থেকে-এগুলিকে বলে-
ক. অব্যয়
খ. উপসর্গ
গ. অনুসর্গ অব্যয়
ঘ. অনম্বয়ী অব্যয়
উত্তরঃ গ

প্রশ্নঃ আমি, আমরা, সে, তারা – এগুলো কোন সর্বনাম পদ ?
ক. ব্যতিহারিক সর্বনাম
খ. ব্যক্তিবাচক সর্বনাম
গ. সাকুল্যবাচক সর্বনাম
ঘ. আত্নবাচক সর্বনাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক. আমি ভাত খাচ্ছি
খ. আমি ভাত খেয়ে স্কুলে যাব
গ. আমি দুপুরে ভাত খাই
ঘ. তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনগুলো খাঁটি বাংলা শব্দের অতিশায়ন?
ক. ধীরে, হতে
খ. হইতে, হতে
গ. কিন্তু, এবং
ঘ. নরম, গরম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ভালো নিজেকে জাহির করে না, অনেক সময়ই তাকে খুঁজে বের করতে হয়।’ এই বাক্যে ‘ভালো’ শব্দটি কোন পদ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. সর্বনাম
ঘ. অব্যয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি ঘটনামন অতীত-এর উদাহরণ?
ক. আমরা তখনই বই পড়ছিলাম
খ. কাজটা কি তুমিই করেছিলে?
গ. ‘এক্ষণে জানিলাম কুসুমে কীট আছে?
ঘ. আমি রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আর’ কোন ধরণের অব্যয়ের উদাহরণ ?
ক. অনুকার অব্যয়
খ. বিদেশী অব্যয়
গ. সমুচ্চায়ী অব্যয়
ঘ. খাঁটি বাংলা অব্যয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ছি, ছি, তুমি এত খারাপ। এ বাক্যে ‘ছি ছি’ কোন ধরনের অব্যয় ?
ক. অনন্বয়ী অব্যয়
খ. সমুচ্চয়ী অব্যয়
গ. অনুসর্গ অব্যয়
ঘ. অনুকার অব্যয়
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!