বাংলা ব্যাকরণ-৩৯

প্রশ্নঃ ব্যতিক্রম ছাড়া সাধারণত সম্বন্ধ পদ বাক্যের কোথায় বসে ?
ক. বিশেষ্যের পরে
খ. বিশেষ্যের পূর্বে
গ. বিশেষণ পরে
ঘ. বিশেষণ পূর্বে
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ ?
ক. এখন যেতে পার
খ. আমরা তাজমহল দর্শন করলাম
গ. তুমি গোল্লায় যাও
ঘ. শন শন করে বাতাস বইছে
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোনগুলো বিদেশী অব্যয়ের উদাহরণ ?
ক. আলবত, মারহাবা
খ. সদা, সহসা
গ. দৈবাৎ, আবার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি বিদেশী অব্যয় শব্দ?
ক. খুব
খ. আবার
গ. হঠাৎ
ঘ. এবং
উত্তরঃ ক

প্রশ্নঃ ও, আর, আবার -এগুলো কোন অব্যয় ?
ক. সমুচ্চয়ী
খ. অনুকার
গ. খাঁটি বাংলা
ঘ. অনন্বয়ী
উত্তরঃ গ

প্রশ্নঃ স্বয়ং, নিজ, খোদ -প্রভৃতি কোন শ্রেনীর সর্বনাম ?
ক. আত্নবাচক
খ. সামীপ্যবাচক
গ. পুরুষবাচক
ঘ. ব্যক্তিবাচক
উত্তরঃ ক

প্রশ্নঃ “তুমি না সেদিন বাড়ি গিয়েছিলে”? এখানে ‘না’ কোন অর্থে ব্যবহৃত?
ক. সন্দেহ
খ. বিস্ময়
গ. অনুমান
ঘ. নিশ্চয়তা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অতিভক্তি চোরের লক্ষণ’ বাক্যটির অতি পদটি-
ক. নাম বিশেষণ
খ. ভাব বিশেষণ
গ. ক্রিয়া বিশেষণ
ঘ. বিশেষ্যের বিশেষণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি বস্তুবাচক বিশেষ্য পদের উদাহরণ নয়?
ক. মাটি
খ. স্বর্ণ
গ. অগ্নিবীণা
ঘ. চাউল
উত্তরঃ গ

প্রশ্নঃ যৌগিক ক্রিয়ার গঠনে বা ধাতুর ব্যবহারে ‘চা’ জুড়িয়ে যাচ্ছে ।’ কোন অর্থের উদাহরণ ?
ক. ক্রমশ
খ. সমাপ্তি
গ. অবিরাম
ঘ. সম্ভাবনা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘চালাক’- এর বিশেষ্য পদ কি?
ক. চাতুর্য
খ. চালাকী
গ. চতুরতা
ঘ. চাতুরী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘লোকটি দরিদ্র কিন্তু সৎ’ এই বাক্যে ‘কিন্তু’ হলো-
ক. বিযোজক অব্যায়
খ. সংযোজক অব্যয়
গ. সংকোচক অব্যয়
ঘ. বিস্ময়াদিসূচক অব্যয়
উত্তরঃ গ

প্রশ্নঃ সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কোন ক্রিয়ায় রূপান্তরিত করে ?
ক. দ্বিকর্মক ক্রিয়া
খ. সমাপিকা ক্রিয়া
গ. সকর্মক ক্রিয়া
ঘ. অসমাপিকা ক্রিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সুন্দর মানুষকে নিজের দিকে টানে।’ এই বাক্যের ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
ক. বিশেষণ
খ. সর্বনাম
গ. অব্যয়
ঘ. বিশেষ্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তুমি কি আমায় চেন’? বাক্যটিতে ‘কি’-এর ব্যাকরণগত পরিচয়-
ক. প্রশ্নবোধক শব্দ
খ. বিশেষণ
গ. অব্যয়
ঘ. কারক নির্দেশক
উত্তরঃ গ

প্রশ্নঃ যত্ন করলে রত্ন মেলে – এখানে করলে কোন ধরনের ক্রিয়া ?
ক. অনুক্ত
খ. সকর্মক
গ. অকর্মক
ঘ. দ্বিকর্মক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শব্দ এবং অনুকার অব্যয়ের উত্তরে কোন প্রত্যয় যোগ করে নাম ধাতু গঠিত হয় ?
ক. অ প্রত্যয়
খ. ঈ প্রত্যয়
গ. আ প্রত্যয়
ঘ. ই প্রত্যয়
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বাক্যে নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ আছে ?
ক. হ্যাঁ আমি যাব
খ. আবার যেতে হবে
গ. যথা ধর্ম তথা জয়
ঘ. অতি ভক্তি চোরের লক্ষণ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘তুমি এতক্ষণ কী করেছ?’- এই বাক্যে ‘কী’ কোন পদ?
ক. বিশেষণ
খ. অব্যয়
গ. সর্বনাম
ঘ. ক্রিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশেষণের অতিশায়নের ক্ষেত্রদ্বয়ের মধ্যে তারতম্য বোঝাতে প্রথম বিশেষ্যটি সাধারণত কোন বিভক্তিযুক্ত হয় ?
ক. পঞ্চমী বিভক্তি
খ. ষষ্ঠী বিভক্তি
গ. তৃতীয়া বিভক্তি
ঘ. সপ্তমী বিভক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ এ এক বিরাট সত্য – সত্য কোন পদ ?
ক. বিশেষণ
খ. সর্বনাম
গ. বিশেষ্য
ঘ. অব্যয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নিশীথ রাতে বাজে বাঁশি’ -বাক্যে ‘নিশীথ’ কোন পদ?
ক. বিশেষণের বিশেষণ
খ. বিশেষ্যের বিশেষণ
গ. বিশেষ্য
ঘ. বিশেষণ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ক্রিয়া বিশেষণের বিশেষণ?
ক. আস্তে লেখ
খ. সে খুব রূপবতী
গ. সদর রাস্তা
ঘ. দ্রুত হেঁটে যাও
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বাক্যে যে ক্রিয়াপদ অসমাপ্ত থাকে, তাকে কি দরনের ক্রিয়াপদ বলে
ক. সমাপিকা ক্রিয়া
খ. অর্ধ-সমাপিকা ক্রিয়া
গ. অসমাপিকা ক্রিয়া
ঘ. অর্ধ-অসমাপিকা ক্রিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ ?
ক. সমিতি
খ. মানুষ
গ. পর্বত
ঘ. গরু
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই?
ক. তাকে বলতে দাও
খ. তুমি বল, আমি শুনি
গ. আমরা বাঁবতে চাই
ঘ. সে দেখতে লাগলো
উত্তরঃ খ

প্রশ্নঃ তৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে তুলনায় কোন প্রত্যয় যুক্ত হয় ?
ক. ইস্ট
খ. ইয়ান
গ. তম
ঘ. ঈয়স
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাজটি ভাল দেখায় না— এই বাক্যের ‘দেখায়’ ক্রিয়াটি কোন ধাতুর উদহারণ?
ক. মৌলিক ধাতুর
খ. নাম ধাতুর
গ. প্রযোজক ধাতুর
ঘ. কর্মবাচ্যের ধাতুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নির্দেশক সর্বনাম টি , টা যুক্ত হলে টা কি হয়
ক. উৎকৃষ্ট
খ. নিকৃষ্ট
গ. নির্দিষ্টতা
ঘ. অনির্দিষ্টতা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সে নাকি আসবে না’-এ বাক্যে ‘না’ অব্যয় কি অর্থে ব্যবহৃত হযেছে?
ক. প্রশ্ন
খ. বিস্ময়
গ. সংশয়
ঘ. অনুমান
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!