কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-০১

প্রশ্নঃ MICR এর পূর্ণরূপ হলো–
ক. Magnetic Ink Character Region
খ. Magnetic Ink Character Resource
গ. Magnetic Ink Character Reader
ঘ. Magnetic Ink Character Recognition
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে-
ক. বৃহৎ স্মৃতির আধার
খ. দ্রুত গতিতে প্রশ্ন সমাধান
গ. ভ্রমশূন্য ফলাফল
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কম্পিউটার প্রোগ্রামে, একই কাজ নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে–
ক. লুপিং
খ. ওভারল্যাপ
গ. ওভারলুপিং
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ BIOS-এর পূর্ণরূপ কি?
ক. Basic Input Output Software
খ. Basic Input Output System
গ. British International Olimpic Socity
ঘ. Bangladesh International Olimpic Socity
উত্তরঃ খ

প্রশ্নঃ LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
খ. এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত
গ. ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. প্রিন্টার
খ. স্ক্যানার
গ. মনিটর
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম তৈরি পারসনাল কম্পিউটারের নাম কি?
ক. অ্যালটেয়ার ৮৮৮৮
খ. অ্যালটেয়ার ৮৮০০
গ. অ্যালটেয়ার ৮৭৮৭
ঘ. অ্যালটেয়ার ৮০৮০
উত্তরঃ খ

প্রশ্নঃ (10101) বাইনারি সংখ্যাটির দশমিক মান কত–
ক. 12
খ. 21
গ. 121
ঘ. 212
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়-
ক. ইন্টারকম
খ. ইন্টারনেট
গ. ই-মেইল
ঘ. ইন্টারসীড
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটারে স্ক্যানার যে ধরনের ডিভাইস–
ক. আউটপুট
খ. ইনপুট
গ. পাওয়ার সাপ্লাই
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
ক. WAN
খ. Satellite Communication
গ. MAN
ঘ. TV রিমোর্ট কন্ট্রোল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইন্টিগ্রেটেড সার্কিট (IC) আবিস্কার করেন কে?
ক. জ্যাক কিলবি
খ. রবার্ট নয়েস
গ. ক ও খ উভয়ই
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ১ মেগাবাইট = কত কিলোবাইট?
ক. ১০০০
খ. ৫১২
গ. ১০২৬
ঘ. ১০২৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইন্টারনেট কবে চালু হয়?
ক. ১৯৮১ সালে
খ. ১৯৭০ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লজিক গেটে আউটপুট থাকে–
ক. একটি
খ. তিনটি
গ. দুইটি
ঘ. একটিও না
উত্তরঃ ক

প্রশ্নঃ ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার হলো–
ক. PDP-12
খ. PDP-2
গ. PDP-10
ঘ. PDP-8
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে বলা হয়–
ক. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
খ. সিস্টেম সফটওয়্যার
গ. স্প্রেডশীট সফটওয়্যার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন–
ক. অ্যান্ডি ফ্লেচার
খ. অ্যান্ডি রুবিন
গ. মার্ক জুকার বার্গ
ঘ. বিল গেটস্‌
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন মেমোরীটি Non-volatile?
ক. SRAM
খ. DRAM
গ. ROM
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ গ

প্রশ্নঃ NOT গেটে ইনপুট থাকে কয়টি–
ক. তিনটি
খ. একটি
গ. চারটি
ঘ. দুইটি
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো–
ক. ডেসিমাল
খ. বাইনারি
গ. হেক্সাডেসিমাল
ঘ. অক্টাল
উত্তরঃ খ

প্রশ্নঃ IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিাল কম্পিউটার-
ক. PDP-1
খ. Mark-1
গ. Intel 4004
ঘ. IBM system 360
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গটিত হয়-
ক. সুপার কম্পিউটার
খ. হাইব্রিড কম্পিউটার
গ. মাইক্রো কম্পিউটার
ঘ. মিনি কম্পিউটার
উত্তরঃ খ

প্রশ্নঃ IP-V6 এড্রেস কত বিটের?
ক. ১২৮
খ. ৩২
গ. ১২
ঘ. ৬
উত্তরঃ ক

প্রশ্নঃ IBM মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে কত সালে?
ক. ১৯৭৬
খ. ১৯৮৮
গ. ১৯৮১
ঘ. ১৯৭৮
উত্তরঃ গ

প্রশ্নঃ Push এবং Pop নীচের কার সাথে সম্পর্কিত?
ক. Queue
খ. Stack
গ. Union
ঘ. Array
উত্তরঃ খ

প্রশ্নঃ TV remote এর Carrier frequency-র range কত?
ক. < 100 MHZ
খ. < 1 GHZ
গ. < 2 GHZ
ঘ. Infra-red range এর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মাইক্রোসফট করপোরেশনের ল্যাপটপের নাম কি?
ক. সারফেস বুক
খ. ইন্টারফেস বুক
গ. মাইক্রো বুক
ঘ. সফটওয়্যার বুক
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম Web browser কোনটি?
ক. Netscape Nevigator
খ. World wide web
গ. Internet Explorer
ঘ. Safari
উত্তরঃ খ

প্রশ্নঃ POST বলতে বোঝায়–
ক. Power-On Soft Test
খ. Power-On Self Test
গ. Power-Over Self Test
ঘ. None of these
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!