বাংলা ব্যাকরণ-১৩৩

প্রশ্নঃ ‘মহাকীর্তি’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মহতী যে কীর্তি
খ. মহা যে কীর্তি
গ. মহান যে কীর্তি
ঘ. মহান কীর্তি যার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘হাতেখড়ি’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. হাতে খড়ি
খ. হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে
গ. খড়ির হাত
ঘ. হাতে দেয়া খড়ি
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. পল্লান্ন
খ. মশা-মাছি
গ. বেহায়া
ঘ. চিরসুখী
উত্তরঃ ক

প্রশ্নঃ পূর্বপদের বিভক্তি লোপ হয়ে যে সমাস হয় তাকে বলে –
ক. তৎপুরুষ
খ. বহুব্রীহি
গ. কর্মধারয়
ঘ. দ্বিগু
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ ?
ক. পঙ্কজ
খ. সহকর্মী
গ. জনৈক
ঘ. মধুমাখা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি নিত্য সমাসের উদাহরণ ?
ক. আমরা
খ. উপশহর
গ. গো – ধরা
ঘ. পরিভ্রমণ
উত্তরঃ ক

প্রশ্নঃ গোঁফ খেজুরে কোন সমাস?
ক. মধ্যপদলোপী বহুব্রীহি
খ. ব্যতিহার বহুব্রীহি
গ. ব্যধিকরণ বহুব্রীহি
ঘ. দ্বিগু সমাস
উত্তরঃ ক

প্রশ্নঃ “পোস্ট-অফিস” এর সমাস নিচের কোনটি?
ক. দ্বিতীয়া তৎপুরুষ
খ. চতুর্থী তৎপুরুষ
গ. ষষ্ঠী তৎপুরুষ
ঘ. তৃতীয়া তৎপুরুষ
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি কর্মধারয় সমাস নয় ?
ক. খাসমহল
খ. আকণ্ঠ
গ. কাঁচামিঠা
ঘ. মৌলভীসাহেব
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্রিয়ার পারস্পরিকতা অর্থে কোন বহুব্রীহি হয় ?
ক. নঞ
খ. ব্যধিকরণ
গ. সমানাধিকরণ
ঘ. ব্যতিহার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অনেক’ শব্দটি–
ক. নঞ্‌ তৎপুরুষ
খ. নিত্য সমাস
গ. উপপদ তৎপুরুষ
ঘ. অলুক তৎপুরুষ
উত্তরঃ ক

প্রশ্নঃ যে তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয়া বিভক্তির লোপ পায় না, তাকে বলে –
ক. উপপদ তৎপুরুষ
খ. নঞ তৎপুরুষ
গ. অলুক তৎপুরুষ
ঘ. নিমিত্তার্থে তৎপুরুষ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি ‘বাগদত্তা’ শব্দের সঠিক ব্যাসবাক্য ?
ক. বাক্‌ দ্বারা দত্তা
খ. বাক্‌কে দত্তা
গ. বাক্‌ রূপ দত্তা
ঘ. বাকের ন্যায় দত্তা
উত্তরঃ ক

প্রশ্নঃ উপগ্রহ, উপনদী কোন অর্থে অব্যয়ীভাব ?
ক. বৃহদার্থে
খ. ক্ষুদ্রার্থে
গ. সদৃশ অর্থে
ঘ. পশ্চাৎ অর্থে
উত্তরঃ খ

প্রশ্নঃ উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে?
ক. উপমান
খ. উপমিত
গ. কর্মধারয়
ঘ. উপপদ তৎপুরুষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পলান্ন’ কোন সমাস?
ক. রূপক কর্মধারয়
খ. মধ্যপদলোপী কর্মধারয়
গ. উপমিত কর্মধারয়
ঘ. উপমান কর্মধারয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ধামাধরা এর সমাস নির্নয় করঃ
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. উপপদ তৎপুরুষ
ঘ. নিত্য সমাস
উত্তরঃ গ

প্রশ্নঃ যে সমাসে সমস্যমান পদগুলোর অর্থ না বুঝিয়ে তৃতীয়পদকে বুঝায়, তাকে কি বলে ?
ক. দ্বিগু সমাস
খ. বহুব্রীহি সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. ব্যতিহার বহুব্রীহি সমাস
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
ক. নির্জন
খ. পঞ্চবটী
গ. দেশান্তর
ঘ. অনুতাপ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ক্ষুধিত পাষাণ’ কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. কর্মধারয়
গ. তৎপুরুষ
ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘উপকূল’ কোন সমাস?
ক. বহুব্রীহি সমাস
খ. তৎপুরুষ সমাস
গ. অব্যয়ীভাব সমাস
ঘ. দ্বন্দ্ব সমাস
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি ব্যাতিহার বহুব্রীহির উদাহরণ?
ক. কানাকানি
খ. আশীবিষ
গ. হাতেখড়ি
ঘ. হাতেনাতে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নীল যে আকাশ = নীলাকাশ’ কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. দ্বিগু
গ. কর্মধারয়
ঘ. অভ্যয়ভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ “ভবনদী” কোন সমাস?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. নিত্য সমাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হৃদয়মন্দির’ (হৃদয় রূপ মন্দির) কোন সমাস?
ক. অব্যয়ীভাব
খ. কর্মধারয়
গ. তৎপুরুষ
ঘ. বহুব্রীহি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হারমণি’ কোন সমাস(হারিয়েছে যে মণি)?
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ খ

প্রশ্নঃ সমাসবদ্ধ পদের পরবর্তী পদকে কি বলে ?
ক. পূর্বপদ
খ. পরপদ
গ. বিষেশ্য পদ
ঘ. বিশেষণ পদ
উত্তরঃ খ

প্রশ্নঃ পূর্ব পদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে বলে-
ক. রূপক সমাস
খ. নিত্য সমাস
গ. প্রাদি সমাস
ঘ. অলুক সমাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দম্পতি’ কোন সমাসের উদাহরণ?
ক. দ্বন্দ্ব
খ. দ্বিগু
গ. তৎপুরুষ
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ক

প্রশ্নঃ পূর্বপদে বিশ্লেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে কোন বহুব্রীহি বলে ?
ক. ব্যধিকরণ
খ. ব্যতিহার
গ. সংখ্যাবাচক
ঘ. সমানাধিকরণ
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!