বাংলা ব্যাকরণ-১৩২

প্রশ্নঃ কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
ক. অনুতাপ
খ. আপাদমস্তক
গ. আটচালা
ঘ. আমরা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কোলাকুলি’ কোন সমাসের উদাহরণ?
ক. মধ্যপদলোপী বহুব্রীহি
খ. ব্যতিহার বহুব্রীহি
গ. সমানাধিকরণ বহুব্রীহি
ঘ. প্রত্যয়ান্ত বহুব্রীহি
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?
ক. সমস্যমান পদ
খ. সমস্তপদ
গ. উত্তরপদ
ঘ. পূর্বপদ
ঙ.কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ পদচ্যুত কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. বহুব্রীহি
গ. তৎপুরুষ
ঘ. কর্মধারয়
উত্তরঃ গ

প্রশ্নঃ পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপের ফলে যে সমাস হয়, তার নাম কি ?
ক. তৃতীয়া তৎপুরুষ
খ. সপ্তমী তৎপুরুষ
গ. ষষ্ঠী তৎপুরুষ
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ সমাস কয় প্রকার ?
ক. চার প্রকার
খ. পাঁচ প্রকার
গ. ছয় প্রকার
ঘ. তিন প্রকার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?
ক. দ্বন্দ্ব সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. কর্মধারয় সমাস
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমরা’ কোন সমাসের উদাহরণ?
ক. দ্বন্দ্ব
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ক

প্রশ্নঃ রূপক কর্মধারয় -এর সমস্তপদ কোনটি?
ক. মহাপুরুষ
খ. ঘনশ্যাম
গ. বিষাদসিন্ধু
ঘ. তুষার শুভ্র
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পলান্ন’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক. পল মিশ্রিত অন্ন
খ. পল ও অন্ন
গ. পলের অন্ন
ঘ. পলের সহিত অন্ন
উত্তরঃ ক

প্রশ্নঃ রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ?
ক. মনমাঝি
খ. জলযান
গ. সিংহদ্বার
ঘ. একাদশ
উত্তরঃ ক

প্রশ্নঃ আমি,তুমি ও সে
ক. সবাই
খ. আমরা
গ. সকলে
ঘ. আমাদের
উত্তরঃ খ

প্রশ্নঃ বেমানান(মানানোর অভাব)?
ক. অব্যয়ীভাব
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. দ্বিগু
উত্তরঃ ক

প্রশ্নঃ চা – বিস্কুট কোন অর্থে দ্বন্দ্ব ?
ক. সমার্থে
খ. বিরোধার্থে
গ. মিলনার্থে
ঘ. বিপরীতার্থে
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি ‘শোকানল’ এর সঠিক ব্যাসবাক্য ?
ক. শোকের অনল
খ. শোকের ন্যায় অনল
গ. শোক রূপ অনল
ঘ. শোকের অভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অবোধ’ কোন সমাস(নাই বোধ যার)?
ক. অব্যয়ীভাব
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. বহুব্রীহি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রাণভয় (প্রাণ যাওয়ার ভয়) কোন সমাস?
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ খ

প্রশ্নঃ উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে কি বলা হয়?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘উপকথা’ শব্দটি কোন সমাস?
ক. অব্যয়ীভাব
খ. তৎপুরুষ
গ. দ্বিগু
ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি রুপক কর্মধারয় সমাসের উদাহরণ ?
ক. ক্রোধানল
খ. পলান্ন
গ. ঘনশ্যাম
ঘ. কদাচার
উত্তরঃ ক

প্রশ্নঃ পূর্বপদে উপসর্গ বসে কোন সমাসে ?
ক. নিত্য
খ. বহুব্রীহি
গ. অব্যয়ীভাব
ঘ. প্রাদি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘রাজপথ’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক. রাজার পথ
খ. পথের রাজা
গ. রাজপুত্রদের পথ
ঘ. রাজাদের পথ
উত্তরঃ খ

প্রশ্নঃ যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে আ, এ, ও প্রভৃতি প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে ?
ক. প্রত্যয়ান্ত বহুব্রীহি
খ. নঞ বহুব্রীহি
গ. অলুক বহুব্রীহি
ঘ. ব্যধিকরণ বহুব্রীহি
উত্তরঃ ক

প্রশ্নঃ দীনে দয়া কর
ক. সম্প্রদানে ৭মী
খ. কর্মে ৭মী
গ. কর্তায় ৭মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রাজপুত’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি?
ক. পুত্রের রাজা
খ. রাজার পুত্র
গ. রাজা যে পুত্র
ঘ. জাতিবিশেষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অধর্ম’ শব্দের সমস্যমান পদ কোনটি?
ক. ধর্ম নেই যার
খ. ধর্মহীন যে
গ. ধর্মের অভাব
ঘ. নেই ধর্ম যার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্যাসবাক্যের অপর নাম কী?
ক. বিগ্রহ বাক্য
খ. উত্তরপদ
গ. চর্যাপদ
ঘ. পূর্বপদ
উত্তরঃ ক

প্রশ্নঃ সমাসের রীতি কোন ভাষা থেকে আগত ?
ক. আরবি
খ. ফারসি
গ. সংস্কৃত
ঘ. ইংরেজি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. কাটাচোখা
খ. কানাকানি
গ. ঔষধি
ঘ. ঋষিকবি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অনুধাবন’ সমস্তপদটির ‘অনু’ পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. বিরোধ
খ. পশ্চাৎ
গ. অতিপ্রান্ত
ঘ. ঈষৎ
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!