বাংলা ব্যাকরণ-১৩৪

প্রশ্নঃ ‘শোকানল’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. শোকের ন্যায় অনল
খ. শেকের অনল
গ. শোক ও অনল
ঘ. শোক রূপ অনল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রাণ রূপ পাখি = প্রাণপাখি- এটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. রূপক
খ. মধ্যপদলোপী
গ. উপমান
ঘ. উপমিত
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি দ্বন্দ্ব সমাস?
ক. কোকিলকণ্ঠী
খ. রাতজাগা
গ. হাটেবাজারে
ঘ. মেনিমুখো
উত্তরঃ গ

প্রশ্নঃ রাজর্ষি–
ক. যিনি রাজা তিনি ঋষি
খ. রাজার মত ঋষি
গ. রাজা তিনি ঋষি
ঘ. যিনি ঋষি তিনি রাজা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস?
ক. আজীবন
খ. আরক্তিম
গ. আগাছা
ঘ. আলুনী
উত্তরঃ খ

প্রশ্নঃ যেসব সমাসের প্রচুর উদাহরণ পাওয়া যায় না, তাকে কি বলে ?
ক. অপ্রধান সমাস
খ. প্রধান সমাস
গ. অলুক সমাস
ঘ. অব্যয়ীভাব সমাস
উত্তরঃ ক

প্রশ্নঃ “চন্দ্রের ন্যায় সুন্দর যার মুখ = চন্দ্রমুখ।” এটি কোন সমাসের উদাহরণ?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. তৎপুরুষ
ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন শব্দটি তৎপুরুষ সমাস?
ক. কালিকলম
খ. মাতাপিতা
গ. মধুমাখা
ঘ. দশানন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সিংহাসন’ শব্দটি কোন সমাস?
ক. ষষ্ঠী তৎপুরুষ
খ. মধ্যপদলোপী কর্মধারয়
গ. নিমিত্তার্থে ষষ্ঠী
ঘ. নিত্য সমাস
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?
ক. রাজর্ষি
খ. অহিনকুল
গ. নীলকণ্ঠ
ঘ. প্রামান্তর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ছেলেধরা’ কোন সমাসের উদাহরণ ?
ক. অলুক তৎপুরুষ
খ. উপপদ তৎপুরুষ
গ. ষষ্ঠী তৎপুরুষ
ঘ. সপ্তমী তৎপুরুষ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ‘নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের’ সমস্ত পদ?
ক. দ্বিপ
খ. দীপ
গ. দ্বীপ
ঘ. দিপ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পত্নীসহ’ কোন সমাসের উদাহরণ ?
ক. তৃতীয়া তৎপুরুষ
খ. চতুর্থী তৎপুরুষ
গ. পঞ্চমী তৎপুরুষ
ঘ. ষষ্ঠী তৎপুরুষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত
ক. ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
খ. অরুণের মত রাঙ্গা-অরুণরাঙা
গ. হাসিমাখা মুখ-হাসিমুখ
ঘ. ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী
উত্তরঃ গ

প্রশ্নঃ “জীবনবীমা” কোন সমাস?
ক. দ্বিতীয়া তৎপুরুষ
খ. চতুর্থী তৎপুরুষ
গ. ষষ্ঠী তৎপুরুষ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ছায়াশীতল’ কোন সমাস(ছায়াতে শীতল)?
ক. তৎপুরুষ
খ. বহুব্রীহি
গ. কর্মধারয়
ঘ. দ্বিগু
উত্তরঃ ক

প্রশ্নঃ কেবলমাত্র অব্যয়ের অর্থ যোগে ব্যাসবাক্য গঠিত হয় কোন সমাসে ?
ক. দ্বিগু
খ. নিত্য
গ. অব্যয়ীভাব
ঘ. উপপদ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি অব্যয়ীভাব সমাসে উদাহরণ?
ক. খোশমেজাজ
খ. প্রতিদিন
গ. অকাল
ঘ. সেতার
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সমাসে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ কৃদন্ত পদ হয় ?
ক. অলুক তৎপুরুষ সমাস
খ. দ্বিগু সমাসে
গ. উপপদ তৎপুরুষ সমাস
ঘ. নিত্য সমাস
উত্তরঃ গ

প্রশ্নঃ অপ্রধান সমাস কয়টি ?
ক. ৩টি
খ. ৪টি
গ. ২ টি
ঘ. ১টি
উত্তরঃ খ

প্রশ্নঃ যে সমাসে সমস্যমান পদগুলির পরিবর্তে অন্যপদ প্রধান হয় তাকে কি বলে ?
ক. বহুব্রীহি
খ. তৎপুরুষ
গ. অব্যয়ীভাব
ঘ. কর্মধারয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘হা-ভাত’ সমস্ত পদটির সঠিক ব্রাসবাক্য কোনটি?
ক. হা ও ভাত
খ. ভাতের অভাব
গ. হাতে ও ভাতে
ঘ. যেই হা সেই ভাত
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের সমাসবদ্ধ পদগুলোর মাঝে কোনটি ‘ব্যতিহার বহুব্রীহি’র উদাহরণ?
ক. দশহাতি
খ. হাতাহাতি
গ. দশানন
ঘ. দ্বিপদ
উত্তরঃ খ

প্রশ্নঃ দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদে সম্বন্দ্ধ বুঝাবার জন্য কয়টি অব্যয় ব্যবহৃত হয় ?
ক. ৩ টি
খ. ২ টি
গ. ৪ টি
ঘ. ৫ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
ক. সমাস
খ. সন্ধি
গ. প্রত্যয়
ঘ. উপসর্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পঙ্কজ’ কোন সমাস
ক. দ্বিগু
খ. দ্বন্দ্ব
গ. উপপদ তৎপুরুষ
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ছাগদুগ্ধ’ এই সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. ছাগের দুগ্ধ
খ. ছাগ ও দুগ্ধ
গ. ছাগী হতে দুগ্ধ
ঘ. ছাগীর দুগ্ধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অমিল’-এর ব্যসবাক্য কোনটি?
ক. অ-মিল
খ. নেই-মিল
গ. স-মিল
ঘ. মিল নেই
উত্তরঃ খ

প্রশ্নঃ কর্মে পরস্পর বুঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদে কোন সমাস হয় ?
ক. তৎপুরুষ
খ. দ্বিগু
গ. কর্মধারয়
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দেশে বিদেশে’ কোন সমাস?
ক. অলুক দ্বন্দ্ব
খ. অবয়ীভাব
গ. ব্যতিহার বহুব্রীহি
ঘ. দ্বিগু
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!