বাংলা ব্যাকরণ-১১৪

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. নির্মিলীত
খ. নির্মীলিত
গ. নির্মীলীত
ঘ. নির্মিলিত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জিম্মি’ শব্দের কোন প্রয়োগটি শুদ্ধ?
ক. দস্যুরা তাকে জিম্মি করে রেখেছে
খ. তুমি নিশ্চিন্তে আমার নিকট তোমার ছেলেকে জিম্মিরূপে রেখে যেতে পারো।
গ. ওরা তাকে জিম্মি করে রেখে এখন তার ছেলের কাছে টাকা দাবি করেছে।
ঘ. জিম্মি বালকটিকে ওরা হত্যা করেফেলতে পারে।
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?
ক. সমীচিন
খ. সমীচীন
গ. সমিচিন
ঘ. সমিচীন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. নিশ্চয়ই সংবাদ পেয়েছ
খ. নিশ্চয় সংবাদ পেয়েছ
গ. নিশ্চিত সংবাদ পেয়েছ
ঘ. নিশ্চিত শংবাদ পেয়েছ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. ইতিপূর্বে সে তিনবার জেল খেটেছে
খ. ইতপূর্বে সে তিনবর জেল খেটেছে
গ. ইতঃপূবে সে তিনবার জেল খেটেছে
ঘ. ইতিপূর্বে সে তিনবার জেল খেটেছে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. তার এখন সংকটাপন্ন অবস্থা
খ. তার এখন সংকট অবস্থা
গ. তার এখন সংকটজনক অবস্থা
ঘ. তার এখন শংকটজনক অবস্থা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. রৌদ্রকরজ্জল
খ. রৌদ্দকারোজ্জ্বল
গ. রৌদ্রকারোজ্জ্বল
ঘ. রৌদ্রকরোজ্জ্বল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. তিরস্কার
খ. তীরস্কার
গ. তীরস্কার
ঘ. তীরষ্কার
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. সূর্য উদয় হয়েছে
খ. আমার টাকার আবশ্যক নেই
গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
ঘ. শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবী, বিজ্ঞানী, দার্শনিক উপস্থিত ছিলেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?
ক. পড়াশোনায় তার মনোযোগিতা নেই
খ. খেলাধুলায় তার মনোযোগিতা আছে
গ. গল্পের বই পাঠে তার বেশ মনোযোগিতা আছে
ঘ. মনোযোগ সহাকরে বই পড়া উচিত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. প্রতিদ্বন্দ্বী
খ. প্রতিদন্দ্বি
গ. প্রতিদ্বন্দী
ঘ. প্রতীদ্বন্দী
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন শব্দটি অশুদ্ধ ?
ক. সুকেশী
খ. সুকেশা
গ. সুকেশীনী
ঘ. সুকেশিনী
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন বানানটি অশুদ্ধ?
ক. জবা কুসুম
খ. তিমির বিদারী
গ. সলীল সমাধী
ঘ. যৌবন সূর্য
উত্তরঃ গ

প্রশ্নঃ সঠিক বানান কোনটি?
ক. শুস্রী
খ. সুরস্রী
গ. সুশ্রী
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. বণ্টন
খ. বন্টণ
গ. বণ্টন
ঘ. বণ্টণ
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্যাকরণগত বিবেচনায় শুদ্ধ শব্দটি নির্ণয় করুন-
ক. আয়ত্তাধীন
খ. আয়ত্ত
গ. আয়ত্ত্ব
ঘ. আয়ত্ত্বাধীন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. প্রতিযোগিতা
খ. সহযোগীতা
গ. বৈশিষ্ট্যতা
ঘ. শ্রদ্ধাঞ্জলী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
খ. বিদ্ব্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
গ. বিদ্বান মূর্খ অপেক্ষা ভালো
ঘ. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতম
উত্তরঃ গ

প্রশ্নঃ সঠিক বানান কোনটি?
ক. বিশ্রুতি
খ. বিশ্রুতী
গ. বিস্রুতি
ঘ. বিস্রুতী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. উপলব্ধি
খ. উপলদ্দি
গ. ঔপলব্ধি
ঘ. ঊপলব্ধি
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. আনুষঙ্গিক
খ. আনুসাঙ্গিক
গ. অনুষাঙ্গিক
ঘ. আনুষঙ্গিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সঠিক বানান কোনটি?
ক. আবির্ভাব
খ. আবিরভাব
গ. আর্ভিভাব
ঘ. কোনটাই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. অতীথি
খ. অতীথী
গ. অতিথী
ঘ. অতিথি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. মহিরূহ
খ. মহীরূহ
গ. মহীরুহ
ঘ. মহিরুহু
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?
ক. বাহুল্য বর্জনে সুখ আসে
খ. নিরপরাধ লোকেরা থাকে দৃঢ় আত্মপ্রত্যয়
গ. সর্ববিষয়ে বাহুল্য বর্জন করবে
ঘ. বাহুল্য বর্জন করা বোকামি
উত্তরঃ গ

প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?
ক. উদ্‌গিরণ
খ. উদ্‌গীরণ
গ. উদ্‌গিরন
ঘ. উদ্‌গীরন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
খ. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলেম।
গ. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
ঘ. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. তিনি মৌন হয়ে রইলেন
খ. তিনি মৌনি হয়ে রইলেন
গ. তিনি মৌণ রইলেন
ঘ. তিনি নীরব রইলেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. সূর্য উদয় হয়েছে
খ. তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
গ. যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
ঘ. বিধি লঙ্ঘন হয়েছে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি’ -কোন শ্রেণীর বাক্য?
ক. সরল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!