বাংলাদেশ বিষয়াবলী-৯১

প্রশ্নঃ বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’ –
ক. জাতীয় পাখির নাম
খ. কৃষি সংস্থার নাম
গ. উন্নত জাতের গমের নাম
ঘ. কৃষি যন্ত্রের নাম
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) মসুর উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. কুমিল্লা
খ. রাজশাহী
গ. নাটোর
ঘ. রংপুর
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মোবারকপুর গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
ক. সাপাহার, নওগাঁ
খ. গুরুদাসপুর, নাটোর
গ. কাহালু, বগুড়া
ঘ. সুজানগর, পাবনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পিরানহা’ কী ?
ক. রাক্ষসে মাছ
খ. হিংস্রপাখি
গ. গ্রামীণ পোশাক
ঘ. বিষাক্ত পতঙ্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ ইলিশের মোট কত শতাংশ বাংলাদেশে উতপাদিত হয়?
ক. ৬০%
খ. ৬৩%
গ. ৬৫%
ঘ. ৬৮%
উত্তরঃ গ

প্রশ্নঃ BFSA-এর পূর্ণরূপ কি?
ক. Bnagladesh Fire Safety Authority
খ. Bnagladesh Food Safety Authority
গ. Bnagladesh Fire Service Authority
ঘ. Bnagladesh Fire Service Asociassion
উত্তরঃ খ

প্রশ্নঃ ইভিনিং প্রিমরোজ নামের সূর্যমূখী ফুলের নতুন জাতের উদ্ভাবক বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
গ. ইসলামী বিশ্ববিদ্যালয়
ঘ. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
উত্তরঃ গ

প্রশ্নঃ চামড়া গবেষণা ইনস্টিটিউট ঢাকার কোথায় অবস্থিত?
ক. আগারগাঁও
খ. মোহাম্মদপুর
গ. ধানমন্ডি
ঘ. সাভার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন রাসায়নিক সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করতে পারে ?
ক. টি.এস.পি
খ. মিউরেট অব পটাশ
গ. ইউরিয়া
ঘ. জিপসাম
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) চামড়াশিল্প নগরী ঢাকার কোথায় অবস্থিত?
ক. কেরানীগঞ্জ
খ. ডেমরা
গ. পোস্তগোলা
ঘ. সাভার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যমুনা সার কারখানার বার্ষিক উৎপাদন –
ক. ৩ লক্ষ ৪০ হাজার মেঃ টন
খ. ৫ লক্ষ ৬১ হাজার মেঃ টন
গ. ৩ লক্ষ ৩০ হাজার মেঃ টন
ঘ. ৫ লক্ষ ২৫ হাজার মেঃ টন
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. সিলেট
খ. কুষ্টিয়া
গ. গাজীপুর
ঘ. কুমিল্লা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র পাথরখনি কোথায় অবস্থিত?
ক. কালিয়াকৈয়র, গাজীপুর
খ. জাফলং, সিলেট
গ. মধ্যপাড়া, দিনাজপুর
ঘ. ঝিলংজা, কক্সবাজার
উত্তরঃ গ

প্রশ্নঃ কাটারীভোগ চাল উৎপাদনের জন্য বিখ্যাত জায়গা –
ক. দিনাজপুর
খ. বরিশাল
গ. ময়মনসিংহ
ঘ. কুমিল্লা
উত্তরঃ ক

প্রশ্নঃ হরিপুরে তেলক্ষেত্র আবিস্কার হয়-
ক. ১৯৮৭ সালে
খ. ১৯৮৬ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮৪ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে ?
ক. লুসাই নদী
খ. নাফ নদী
গ. কাপ্তাই নদী
ঘ. কর্ণফুলী নদী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বেসরকারী খাতে একক বৃহত্তম সার কারখানাটির নাম কি ?
ক. কর্ণফুলি সার কোঃ লিঃ
খ. যমুনা সার কারখানা
গ. পলাশ সার কারখানা
ঘ. ঘোড়াশাল সার কারখানা
উত্তরঃ ক

প্রশ্নঃ ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
ক. টিএসপি
খ. ইউরিয়া
গ. পটাশ
ঘ. অ্যামোনিয়া সালফেট
উত্তরঃ খ

প্রশ্নঃ ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উওম ?
ক. বেলে মাটি
খ. এঁটেল মাটি
গ. দো-আঁশ মাটি
ঘ. পলি মাটি
উত্তরঃ গ

প্রশ্নঃ ইউনোকল যে দেশের তেল কোম্পানি –
ক. বাংলাদেশ
খ. কানাডা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ গ

প্রশ্নঃ সিলেটের হরিপুরে পাওয়া গেছে-
ক. গ্যাস
খ. তৈল
গ. গ্যাস ও তৈল উভয়ই
ঘ. চুনাপাথর
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-
ক. ১৬ শতাংশ
খ. ২০ শতাংশ
গ. ২৫ শতাংশ
ঘ. ৩০ শতাংশ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে পানীয় জলের জন্য অধিকাংশ মানুষ নির্ভর করে –
ক. নদীর পানির উপর
খ. নলকূপের পানির উপর
গ. বৃষ্টির পানির উপর
ঘ. পুকুরের পানির উপর
উত্তরঃ খ

প্রশ্নঃ DND বাঁধের পুরো নাম কী ?
ক. ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা
খ. ঢাকা-নাটোর-দিনাজপুর
গ. ঢাকা-নরসিংদী-ডিমলা
ঘ. ঢাকা-নড়াইল-দিনাজপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমান (প্রায়) কত?
ক. ২ কোটি ৪০ লক্ষ একর
খ. ২ কোটি ৫০ লক্ষ একর
গ. ২ কোটি ২৫ লক্ষ একর
ঘ. ২ কোটি একর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দেশের কোন গ্যাসক্ষেত্রে প্রথম অগ্নিকান্ড হয় ?
ক. হরিপুর
খ. সেমুতাং
গ. মাগুরছড়া
ঘ. সাঙ্গু
উত্তরঃ গ

প্রশ্নঃ বিয়ানীবাজার গ্যাসফিল্ড কোথায় ?
ক. কুমিল্লায়
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. সিলেট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তিতাস গ্যাসের মূখ্য উপাদান –
ক. ইথেন
খ. মিথেন
গ. প্রপেন
ঘ. নাইট্রোজেন
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথমবারের মতো দেশে বেসরকারি উদ্যোগে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোথায় ?
ক. বড়পুকুরিয়া
খ. বাঘাবাড়ী
গ. ভেড়ামারা
ঘ. মধ্যপাড়া
উত্তরঃ ক

প্রশ্নঃ শাহজালাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
ক. ইউরিয়া
খ. অ্যামোনিয়া
গ. ক ও খ উভয়ই
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!