বাংলাদেশ বিষয়াবলী-৭৯

প্রশ্নঃ যমুনা নদীর উপর নির্মিত ‘বঙ্গবন্ধু সেতুর’ দৈর্ঘ্য কত?
ক. ৪.৮ কি.মি.
খ. ৫.২ কি.মি.
গ. ৭.৪ কি.মি.
ঘ. ৮.৪ কি.মি.
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের নিচের কোন তারিখে প্রথম সেল ফোন চালু হয় ?
ক. ১৬ ডিসেম্বর, ২০০৫
খ. ৮ আগস্ট, ১৯৯৩
গ. ২৫ নভেম্বর,১৯৯৩
ঘ. ২৬ মার্চ, ১৯৯৮
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশ বিমানের প্রতীক –
ক. শাপলা
খ. প্রজাপতি
গ. বলাকা
ঘ. রয়েল বেঙ্গল টাইগার
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্নলিখিত কোন জেলায় বিমানবন্দর নেই ?
ক. ঢাকা
খ. খুলনা
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তরঃ খ

প্রশ্নঃ সরকারী উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত?
ক. মহাখালী, ঢাকা
খ. কালিয়াকৈর, গাজীপুর
গ. নওয়াপাড়া, যশোর
ঘ. কারওয়ান বাজার, ঢাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ধানুয়া কামালপুর স্থলবন্দর ঘোষণা করা হয় কবে?
ক. ২৩ মে ২০১৫
খ. ২২ মে ২০১৫
গ. ২১ মে ২০১৫
ঘ. ২০ মে ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ কর্ণফুলী নদীর উপর সেতুর নাম –
ক. কর্ণফুলি সেতু
খ. শাহ্‌ আমানত সেতু
গ. চট্টগ্রাম সেতু
ঘ. কিংস সেতু
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সোনা মসজিদ’ স্থলবন্দরটি কোথায় ?
ক. লালমনিরহাট
খ. দিনাজপুর
গ. পঞ্চগড়
ঘ. চাঁপাই নবাবগঞ্জ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নের কোন অপটিক্যাল ফাইবার সাবমেরিন কমিউনিকেশন্স ক্যাবলের সাথে বাংলাদেশ যুক্ত?
ক. SEA-ME-WE 5
খ. SEA-ME-WE 3
গ. SEA-ME-WE 4
ঘ. ক অ গ উভয়ই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল ?
ক. জাতীয় স্মৃতিসৌধ
খ. লালবাগের কেল্লা
গ. সোনা মসজিদ
ঘ. শহীদ মিনার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চীন-বাংলাদেশের মৈত্রী সেতু -১ নির্মানের প্রধান উদ্দেশ্য-
ক. ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
খ. বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা
গ. ঢাকা -আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
ঘ. দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদশের নিচে কোন স্থানটি সাবমেরিন ক্যাবলের ল্যান্ড স্টেশন ?
ক. মহেশখালি
খ. দুলা হাজরা
গ. ঝিলং ঝা
ঘ. নারিকেল বীথি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের এই অঞ্চলে কবে প্রথম রেলপথ চালু হয়?
ক. ১৯৫৫
খ. ১৯৪৮
গ. ১৮৬২
ঘ. ১৯০১
উত্তরঃ গ

প্রশ্নঃ রেলপথে ঢাকার সাথে রাজশাহীর দূরত্ব –
ক. ৩০০ কি.মি.
খ. ৩১৯ কি.মি.
গ. ২১৯ কি.মি.
ঘ. ৪১০ কি.মি.
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোথায় নির্মিত হচ্ছে?
ক. মাদারীপুর
খ. পিরোজপুর
গ. পটুয়াখালী
ঘ. রংপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ মজু চৌধুরীর হাট নদীবন্দর ঘোষণা করা হয় কবে?
ক. ১০ জানুয়ারি ২০১৭
খ. ৮ জানুয়ারি ২০১৭
গ. ১৩ জানুয়ারি ২০১৭
ঘ. ১২ জানুয়ারি ২০১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যমুনা সেতুর ওপর দিয়ে দেশের পশ্চিমাঞ্চলে ও পূর্বাঞ্চলের মধ্যে ট্রেন চলাচল শুরু হয় কখন ?
ক. ২০০১ সনে
খ. ২০০২ সনে
গ. ২০০৩ সনে
ঘ. ২০০৪ সনে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কখন চালু হয় ?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৮১ সালে
গ. ১৯৯৮ সালে
ঘ. ২০০২ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোন নদীর ওপর নির্মিত হচ্ছে?
ক. কচা
খ. ঘাগর
গ. ফেনী
ঘ. মহানন্দা
উত্তরঃ ক

প্রশ্নঃ যমুনা বঙ্গবন্ধু সেতুর স্প্যানের সংখ্যা কয়টি?
ক. ৪৭ টি
খ. ৪৮ টি
গ. ৪৯ টি
ঘ. ৫০ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ঢাকা শহরের মহাখালী ফ্লাইওভারের দৈর্ঘ্য কত ? (How long is the Mohhakhi flower in Dhaka city ? )
ক. 1.12 Km
খ. 1.78 Km
গ. 0.72 Km
ঘ. 2.21 Km
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় –
ক. ১৯৭৮ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৭২ সালে
ঘ. ১৯৭৩ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয় ?
ক. ৪ জানুয়ারি, ১৯৯০
খ. ৩ ফেব্রুয়ারি, ১৯৯০
গ. ৩ মার্চ, ১৯৯০
ঘ. ৪ জানুয়ারি, ১৯৯১
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু –
ক. ভৈরব সেতু
খ. তিস্তা সেতু
গ. ব্রহ্মপুত্র সেতু
ঘ. হার্ডিঞ্জ সেতু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোথায় অবস্থিত?
ক. মাদারীপুর
খ. রাজশাহী
গ. পাবনা
ঘ. মাগুরা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর কোনটি ?
ক. নারায়ণগঞ্জ
খ. মংলা
গ. চাঁদপুর
ঘ. চালনা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হবে ?
ক. কুতুবদিয়া
খ. হাতিলরদিয়া
গ. সোনাদিয়া
ঘ. মংলা
উত্তরঃ গ

প্রশ্নঃ মুজিবনগর সরকারের ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন?
ক. কামরুল হাসান
খ. জয়নুল আবেদীন
গ. বিমান মল্লিক
ঘ. হাশেম খান
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের প্রথম চার লেন এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত কিমি?
ক. ৫৫ কিমি
খ. ৫২ কিমি
গ. ৫০ কিমি
ঘ. ৪৮ কিমি
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি ?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!