বাংলাদেশ বিষয়াবলী-৭৮

প্রশ্নঃ ১৮২৫ সালে বিশ্বে প্রথম রেল সার্ভিস চালু হয় –
ক. যুক্তরাজ্যে
খ. যুক্তরাষ্ট্রে
গ. ইতালিতে
ঘ. ফ্রান্সে
উত্তরঃ ক

প্রশ্নঃ শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো –
ক. লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
খ. লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
গ. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
ঘ. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশের স্থলবন্দরের মধ্যে কোনটি সরকার কর্তৃক সরাসরি নিয়ন্ত্রণ করা হয় ?
ক. হিলি (দিনাজপুর)
খ. বাংলাবান্ধা (পঞ্চগড়)
গ. বেনাপোল
ঘ. সোনা মসজিদ
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের ২১তম স্থল বন্দর কোনটি?
ক. আখাউড়া
খ. বিয়ানীবাজার
গ. ছাতক
ঘ. ধানুয়া কামালপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায়?
ক. হাতিয়া (নোয়াখালী)
খ. সীতাকুণ্ড (চট্টগ্রাম)
গ. সন্দ্বীপ (কক্সবাজার)
ঘ. কুয়াকাটা (পটুয়াখালী)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের কোন রাষ্ট্রের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই ?
ক. ইসরাইল
খ. তাইওয়ান
গ. আফগানিস্তান
ঘ. জর্ডান
উত্তরঃ ক

প্রশ্নঃ নিউমুরিং কনটেইনার টার্মিনাল যাত্রা শুরু করে কবে?
ক. ১০ সেপ্টেম্বর ২০১৫
খ. ১৯ অক্টোবর ২০১৫
গ. ১৭ অক্টোবর ২০১৫
ঘ. ১৩ অক্টোবর ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালুর সন –
ক. ১৯৯৫
খ. ১৯৯৬
গ. ১৯৯৭
ঘ. ১৯৯৮
উত্তরঃ খ

প্রশ্নঃ SEA-ME-WE-5-এর বাংলাদেশের ল্যান্ডিং স্টেশন কোথায়?
ক. তালতলী, বরগুনা
খ. মনপুরা, ভোলা
গ. কুয়াকাটা, পটুয়াখালী
ঘ. ঝিলংজা, কক্সবাজার
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র ”পোস্টাল একাডেমী কোথায় অবস্থিত ?
ক. রাজশাহী
খ. ঢাকা
গ. চট্টগ্রাম
ঘ. খুলনা
উত্তরঃ ক

প্রশ্নঃ সম্পূর্ণ বেসরকারী পর্যায়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে কোথায় ?
ক. মহেশখালি
খ. কুতুবদিয়া
গ. সেন্টমার্টিন
ঘ. সন্দ্বীপ
উত্তরঃ ক

প্রশ্নঃ ফিলাটেলি শব্দটি কোন বিষয়েরসাথে সম্পর্কিত ?
ক. ফিলাডেলফিয়া
খ. ডাক বিভাগ
গ. টেলিফোন সংলাপ
ঘ. ম্যানিলা
উত্তরঃ খ

প্রশ্নঃ সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোন নদীর ওপর নির্মিত?
ক. পদ্মা
খ. যমুনা
গ. আড়িয়াল খাঁ নদ
ঘ. মেঘনা
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) দেশে ঘোষিত স্থলবন্দরের সংখ্যা কতটি?
ক. ২৩টি
খ. ২০টি
গ. ২৫টি
ঘ. ২৪টি
উত্তরঃ ক

প্রশ্নঃ মেঘনা নদীর তীরে অবস্থিত নৌ-বন্দর কোনটি ?
ক. নারায়ণগঞ্জ
খ. ভৈরব
গ. সিরাজগঞ্জ
ঘ. চাঁদপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের পোস্টাল কোড চালু হয় –
ক. ১৯৮৬ সালে
খ. ১৯৮৫ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ যমুনা সেতু নির্মাণকারী কোম্পানির নাম কি ?
ক. দাইয়্যু
খ. হুন্দাই
গ. স্যামসাং
ঘ. টাটা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে সামুদ্রিক বন্দর কয়টি ?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
উত্তরঃ খ

প্রশ্নঃ যমুনা সেতুর দুই প্রান্তের জেলা দুটির নাম কি ?
ক. টাঙ্গাইল-সিরাজগঞ্জ
খ. ময়মনসিংহ-সিরাজগঞ্জ
গ. জামালপুর-সিরাজগঞ্জ
ঘ. ভূয়াপুর-সিরাজগঞ্জ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু কোনটি ?(Which of the following is the second largest bridge in Bangladesh ?)
ক. Karnafuli Bridge
খ. Bangabandhu Jamuna Bridge
গ. Meghna Bridge
ঘ. Lalon Shah Bridge
ঙ. Bhariab Bridge
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম নদীবন্দর ঘোষণা করা হয় কবে?
ক. ৩০ জুলাই ১৯৮৯
খ. ৫ জুলাই ১৯৮৩
গ. ২২ নভেম্বর ১৯৭৫
ঘ. ৯ সেপ্টেম্বর ১৯৬০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাল্লা স্থলবন্দর ঘোষণা করা হয় কবে?
ক. ২০ মার্চ ২০১৬
খ. ১৮ মার্চ ২০১৬
গ. ২৩ মার্চ ২০১৬
ঘ. ২৭ মার্চ ২০১৬
উত্তরঃ গ

প্রশ্নঃ রূপসা সেতু সরাসরি যোগাযোগ স্থাপন করে -(The Rupsha bridge establish direct road link between -)
ক. Bagerhat and Barisal
খ. Khulna and Bagerhat
গ. Khulna and Gopalgonj
ঘ. Pabna and Kustia
ঙ. Bagerhat and Satkhira
উত্তরঃ খ

প্রশ্নঃ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ উদ্বোধন করা হয় কবে?
ক. ৪ মে ২০১৭
খ. ৫ মে ২০১৭
গ. ৩ মে ২০১৭
ঘ. ৬ মে ২০১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মজু চৌধুরীর হাট নদীবন্দর কোথায় অবস্থিত?
ক. বরিশাল সদর
খ. ঝালকাঠি সদর
গ. লক্ষীপুর সদর
ঘ. পটুয়াখালী সদর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. খুলনা
গ. বরিশাল
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তালিবাবাদ উপগ্রহ ভূ-কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত ?
ক. নরসিংদী
খ. গাজীপুর
গ. চট্টগ্রাম
ঘ. পার্বত্য চট্টগ্রাম
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন কোম্পানি কয়টি ?
ক. ২ টি
খ. ৪ টি
গ. ৬ টি
ঘ. ৫ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ভাসমান চুম্বক ট্রেন আবিস্কারক কোন বাংলাদেশি বিজ্ঞানী?
ক. ড. সত্যেন বোস
খ. ড. আসাদুল করিম
গ. ড. আতাউল করিম
ঘ. ড. জাহিদ হাসান
উত্তরঃ গ

প্রশ্নঃ সাবমেরিন ক্যাবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম ?
ক. অর্থ
খ. ডাক ও টেলিযোগাযোগ
গ. বিজ্ঞান ও প্রযুক্তি
ঘ. পররাষ্ট্র
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!