বাংলাদেশ বিষয়াবলী-৩৩

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের ক্রীড়া, সঙ্গীত, সাহিত্য ও পুরস্কার:

প্রশ্নঃ বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়ী হয়েছে ?
ক. ভারত
খ. জিম্বাবুয়ে
গ. পাকিস্তান
ঘ. কেনিয়া
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গানটির শিল্পী কে?
ক. সৈয়দ আবদুল হাদী
খ. খান আতাউর রহমান
গ. রুনা লায়লা
ঘ. আপেল মাহমুদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেট বোলিং এ বাংলাদেশের সেরা পারফরমারকে ?
ক. মাশরাফি
খ. তাপস
গ. আফতাব
ঘ. মঞ্জুরুল
উত্তরঃ ক

প্রশ্নঃ জানুয়ারি ২০১৭ পর্যন্ত টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি কত?
ক. ২১৭ রান
খ. ২০৬ রান
গ. ২০০ রান
ঘ. ১৯০ রান
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ লাভ করেন কতজন?
ক. ১৫ জন
খ. ১৪ জন
গ. ১১ জন
ঘ. ৯ জন
উত্তরঃ গ

প্রশ্নঃ ”ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা” গানটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. দিজেন্দ্র লাল রায়
গ. অতুল প্রসাদ
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন ?
ক. আকরাম খান
খ. আমিনুল ইসলাম
গ. নাঈমুর রহমান
ঘ. খালেদ মাসুদ
ঙ. মোহাম্মদ আশফুল
উত্তরঃ গ

প্রশ্নঃ `Let there be Light’-বিখ্যাত ছবিটি পরিচালনা করেন
ক. আমজাদ হোসেন
খ. জহির রায়হান
গ. খান আতাউর রহমান
ঘ. শেখ নিয়ামত আলী
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রখ্যাত কবি রফিক আজাদ কবে মৃত্যুবরণ করেন?
ক. ১৬ মার্চ ২০১৬
খ. ১২ মার্চ ২০১৬
গ. ১৮ মার্চ ২০১৬
ঘ. ২২ মার্চ ২০১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘From Rebel to Founding Father: Sheikh Mujibur Rahman’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. কামাল চৌধুরী
খ. আনিসুজ্জামান
গ. সেলিনা হোসেন
ঘ. সৈয়দ বদরুল আহসান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মাইজভান্ডারী বাংলাদেশে কোন অঞ্চলের গান –
ক. সিলেট
খ. রংপুর
গ. ময়মনসিংহ
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম কি?
ক. এলিজা শারমিন
খ. ফারজানা ইসলাম
গ. সাঈদা খানম
ঘ. বেগম কবিতা খানম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়’ গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী –
ক. আবদুল লতিফ
খ. আবদুল করিম
গ. লুৎফর রহমান
ঘ. হসান আলী
ঙ. আবদুল আলীম
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নিউরো সার্জন অধ্যাপক রশিদ উদ্দিন আহমদ কবে মৃত্যুবরণ করেন?
ক. ২৯ মার্চ ২০১৬
খ. ১৯ মার্চ ২০১৬
গ. ৯ মার্চ ২০১৬
ঘ. ৩০ মার্চ ২০১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ বঙ্গবন্ধুর লেখা প্রকাশিতব্য দ্বিতীয় বইয়ের নাম কি?
ক. আমার কিছু কথা
খ. রক্তাক্ত বাংলা
গ. কারাগারের রোজনামচা
ঘ. অসমাপ্ত আত্মজীবনী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ প্রথম কোন সালে অলিম্পিক অংশগ্রহণ করে ?
ক. ১৯৮৪
খ. ২০০০
গ. ১৯৯৬
ঘ. ১৯৭২
উত্তরঃ ক

প্রশ্নঃ ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে ?
ক. ২০০০
খ. ২০০১
গ. ১৯৯৯
ঘ. ১৯৯৮
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী’ রচনাটি –
ক. আবুল হাসানের একটি কবিতা ও গান
খ. সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা পরে গান
গ. আল মাহমুদের একটি কবিতা
ঘ. আলতাফ মাহমুদ রচিত কবিতা ও গান
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ভাওয়াইয়া’ কোন অঞ্চলের লোকসঙ্গীত?
ক. রাজশাহী
খ. রংপুর
গ. কুষ্টিয়া
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৬ সালের বিপিএলে চ্যাম্পিয়ন কোন দল?
ক. খুলনা টাইটানস
খ. রাজশাহী কিংস
গ. কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ঘ. ঢাকা ডাইনামাইটস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কার উক্তি ‘বল বীর চির উন্নত মম শির’ ?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. কায়কোবাদ
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্যা ম্যাচ হন –
ক. আমিনুল ইসলাম
খ. মেহরাব হোসেন অপি
গ. হাসিবুল হোসেন শান্ত
ঘ. মিনহাজুল আবেদিন নান্নু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটিতে বঙ্গবন্ধুর কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে?
ক. ১৯৬৯-১৯৭১ সাল
খ. ১৯৬৬-১৯৬৮ সাল
গ. ১৯৬৫-১৯৬৭ সাল
ঘ. ১৯৫০-১৯৫২ সাল
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?
ক. জয়যাত্রা
খ. মুক্তির গান
গ. ওরা ১১ জন
ঘ. লাল সবুজ
উত্তরঃ গ

প্রশ্নঃ কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশী শুটারের নাম কি ?
ক. আসিক
খ. আশরাফ
গ. আসিফ
ঘ. ফাতেমা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন’ গানটির রচয়িতা –
ক. গাজী মাজহারুল আনোয়ার
খ. খান আতাউর রহমান
গ. মোহাম্মদ মনিরুজ্জামান
ঘ. মোহাম্মদ রফিকুজ্জামান
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম বাঙালি দাবা গ্রান্ড মাস্টার কে ?
ক. জিয়াউর রহমান
খ. সূর্য শেকর গাঙ্গুলী
গ. নিয়াজ মুর্শেদ
ঘ. দিব্যেন্দু বড়ুয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?
ক. ঢাকা
খ. নয়াদিল্লি
গ. কলম্বো
ঘ. কাঠমুন্ডু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জানুয়ারি ২০১৭ পর্যন্ত টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসটি কার?
ক. মোহাম্মদ আশরাফুল
খ. মুশফিকুর রহিম
গ. তামিম ইকবাল
ঘ. সাকিব আল হাসান
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!