বাংলাদেশ বিষয়াবলী-৩২

প্রশ্নঃ ‘গারো উপজাতি’ কোন জেলায় বাস করে?
ক. টাঙ্গাইল
খ. ময়মনসিংহ
গ. সিলেট
ঘ. পার্বত্য চট্টগ্রাম
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি সাঁওতালদের প্রধান বাসস্থান নয় ?
ক. রাজশাহী
খ. দিনাজপুর
গ. বগুড়া
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
ক. বারাং
খ. পাড়া
গ. পুঞ্জি
ঘ. মৌজা
উত্তরঃ গ

প্রশ্নঃ রাখাইনদের বড় ধর্মীয় উৎসব–
ক. মাঘীপূর্ণিমা
খ. বুদ্ধপূর্ণিমা
গ. বৈশাবী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমী প্রতিষ্ঠিত হয় –
ক. রাঙ্গামাটি
খ. নেত্রকোনায়
গ. যশোর
ঘ. রংপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ টিপরা উপজাতীয়রা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে ?
ক. খাগড়াছড়ি
খ. সিলেট
গ. কুমিল্লা
ঘ. ময়মনসিংহ
ঙ. ফেনী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রাজবংশী’ উপজাতিরা কোথায় বাস করে?
ক. জয়পুরহাট
খ. রংপুর
গ. মধুপুর
ঘ. শেরপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক-
ক. বান্দরবন জেলায়
খ. খাগড়াছড়ি জেলায়
গ. রাঙামাটি জেলায়
ঘ. সিলেট জেলায়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে সাঁওতালরা প্রধানত বাস করে –
ক. সিলেট ও চট্টগ্রামে
খ. ময়মনসিংহ ও টাঙ্গাইলে
গ. রাঙ্গামাটি ও বান্দরবানে
ঘ. রাজশাহী ও দিনাজপুরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মগরা বাংলাদেশের কোথায় বাস করে?
ক. বান্দরবান
খ. খাগড়াছড়ি
গ. রাঙ্গামাটি
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ক

প্রশ্নঃ একমাত্র জড় উপাসক উপজাতি–
ক. গারো
খ. মারমা
গ. সাঁওতাল
ঘ. মুরং
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ উপজাতি গোষ্ঠীর সংখ্যা –
ক. ১৩
খ. ১৫
গ. ১৯
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী –
ক. হিন্দু
খ. প্রকৃতি পূজারী
গ. বৌদ্ধ ধর্ম
ঘ. খ্রিস্টান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রাখাইন’ উপজাতিরা বাংলাদেশের কোন জেলায় বাস করে ?
ক. রংপুর
খ. পটুয়াখালী
গ. বান্দরবান
ঘ. রাঙ্গামাটি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বিজু’ কাদের বর্ষবরণ অনুষ্ঠান? (Bizzu is the annual festival of )
ক. Garo
খ. Chakma
গ. Santal
ঘ. Marma
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ধর্ম ইসলাম?
ক. রাখাইন
খ. মারমা
গ. পাঙন
ঘ. খিয়াং
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে?
ক. চাকমা
খ. হাজং
গ. ত্রিপুরা
ঘ. মারমা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? (Which one is the largest tribe in Bangladesh?)
ক. গারো (Garo)
খ. চাকমা (Chakma)
গ. মারমা (Marma)
ঘ. মরং (Murong)
ঙ. কোনটিই নয় (None of these)
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ উপজাতীয় সাস্কৃতিক কেন্দ্র অবস্থিত –
ক. বৃহত্তর ঢাকা
খ. পটুয়াখালীতে
গ. বৃহত্তর ময়মনসিংহে
ঘ. দিনাজপুরে
উত্তরঃ গ

প্রশ্নঃ খাগড়াছড়ির আদিবাসী রাজা কোন নামে পরিচিত ?
ক. বোমাং রাজা
খ. মগ রাজা
গ. চাকমা রাজা
ঘ. মারমা রাজা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ওয়ানগালা’ উৎসব কাদের?
ক. কুকিদের
খ. গারোদের
গ. চাকমাদের
ঘ. মারমাদের
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় –
ক. গারো
খ. মণিপুরি
গ. রোহিঙ্গা
ঘ. সাঁওতাল
উত্তরঃ গ

প্রশ্নঃ মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায়?
ক. মগ
খ. গারো
গ. মণিপুরী
ঘ. সাঁওতাল
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক ?
ক. মারমা
খ. খাসিয়া
গ. সাঁওতাল
ঘ. গারো
উত্তরঃ ক

প্রশ্নঃ হাজংদের অধিবাস কোথায় ?
ক. ময়মনসিংহ ও নেত্রকোনা
খ. কক্সবাজার ও রামু
গ. রংপুর ও দিনাজপুর
ঘ. সিলেট ও মণিপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী –
ক. চাকমা
খ. হাজং
গ. রোহিঙ্গা
ঘ. গারো
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে বসবাস করে না –
ক. রাখাইন
খ. মণিপুরি
গ. খাসিয়া
ঘ. নাগা
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!