বাংলাদেশ বিষয়াবলী-৩৪

প্রশ্নঃ বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন ?
ক. মোহাম্মদ ইদ্রিস
খ. আব্দুর রহমান
গ. ব্রজেন দাস
ঘ. কেউন নেই
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতীয় ক্রীড়া দিবস কবে?
ক. ৯ মে
খ. ৬ এপ্রিল
গ. ৬ মে
ঘ. ১০ এপ্রিল
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘অসমাপ্ত আত্মজীবনী’ ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে?
ক. অধ্যাপক রওশন জাহান
খ. অধ্যাপক মুনতাসীর মামুন
গ. অধ্যাপক আনিসুজ্জামান
ঘ. অধ্যাপক ফকরুল আলম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৫ সালের বিশ্ব খাদ্য পুরুস্কার লাভ করেন কোন বাংলাদেশী?
ক. আমজাদ খান চৌধুরী
খ. স্যার ফজলে হাসান আবেদ
গ. ড. মুহাম্মদ ইউনুস
ঘ. অ্যাভোকেট কামরুল ইসলাম
উত্তরঃ খ

প্রশ্নঃ অভিষক টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ শতরানকারী ক্রিকেটার কে ?
ক. হাসান রাজা
খ. মোহাম্মদ আশরাফুল
গ. শচীন টেন্ডুলকার
ঘ. মুশতাক মোহাম্মদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কারাগারের রোজনামচা’ বইটির প্রকাশক কোন প্রতিষ্ঠান?
ক. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
খ. ইসলামিক ফাউন্ডেশন
গ. বাংলাদেশ শিশু একাডেমী
ঘ. বাংলা একাডেমি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল মূলত একজন -(Mohammad Asraful of Bangladesh cricket team is mainly a -)
ক. Fast Bowler
খ. Spin Bowler
গ. Batsman
ঘ. Wicket Keeper
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার’ গানটির রচয়িতা কে?
ক. আনিসুজ্জামান
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. জীবনানন্দ দাশ
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহনকারী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন ?
ক. আকরাম খান
খ. আমিনুল ইসলাম বুলবুল
গ. হাবিবুল বাশার
ঘ. নাঈমুর রহমান দুর্জয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত ?
ক. পার্বত্য চট্টগ্রাম
খ. সিলেট
গ. রাজশাহী
ঘ. রংপুর
উত্তরঃ গ

প্রশ্নঃ বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোন কোন ভাষায় অনুবাদ হয়েছে?
ক. ফরাসি ও হিন্দি
খ. ইংরেজি ও জাপানি
গ. চীনা ও আরবি
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয়েছে?
ক. চীনা
খ. বাংলা ও ইংরেজি
গ. জাপানি
ঘ. ওপরের সবকয়টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অষ্টম সাফ গেমসে ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ ?
ক. নেপাল
খ. ভুটান
গ. বাংলাদেশ
ঘ. মালদ্বীপ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে?
ক. ৫ম
খ. ৬ষ্ঠ
গ. ৭ম
ঘ. ৮ম
উত্তরঃ গ

প্রশ্নঃ হিন্দি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয় কবে?
ক. ৪ এপ্রিল ২০১৭
খ. ৬ এপ্রিল ২০১৭
গ. ৮ এপ্রিল ২০১৭
ঘ. ১০ এপ্রিল ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ “সব ক’টি জানালা খুলে দাও না” -এর গীতিকার কে?
ক. মরহুম আলতাফ মাহমুদ
খ. মরহুম নজরুল ইসলাম বাবু
গ. ড. মনিরুজ্জামান
ঘ. মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো’ কবিতার রচয়িতা কে?
ক. মরতুজা আহমদ
খ. শামসুর রাহমান
গ. রফিক আজাদ
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
উত্তরঃ গ

প্রশ্নঃ নৌকাবাইস প্রতিযোগিতার সময় পরিবেশিত গানের নাম ?
ক. সারিগান
খ. জারিগান
গ. ভাটিয়ালী গান
ঘ. যাত্রাগান
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অসমাপ্ত আত্মজীবনী’ জাপানি ভাষায় অনুবাদ করেন কে?
ক. মাশাতো ওয়াতানাবো
খ. শিরো শাদোশিমা
গ. কাজুহিরো ওয়াতানাবো
ঘ. শিরো সাডোসিমা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কারাগারের রোজনামচা’ নামটির প্রস্তাবক কে?
ক. অধ্যাপক আনিসুজ্জামান
খ. শেখ হাসিনা
গ. শেখ রেহানা
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কার লাভ করে–
ক. ৯ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ নৌবাহিনী
খ. ১২ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ নৌবাহিনী
গ. ১৫ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ নৌবাহিনী
ঘ. ৯ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ সেনাবাহিনী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে –
ক. ১৯৯৭
খ. ১৯৯৮
গ. ১৯৯৯
ঘ. ২০০০
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশ গ্রহণ করে ?
ক. লস এঞ্জেলস
খ. আটলান্টা
গ. মস্কো
ঘ. মেক্সিকো সিটি
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ টেস্ট ক্রিকেটে প্রথম জয়লাভ করে কততম টেস্টে ?
ক. ৩৫
খ. ১৭
গ. ২৫
ঘ. ১৮
উত্তরঃ ক

প্রশ্নঃ বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ আরবি ভাষায় অনুবাদ করে কে?
ক. মিশর পররাষ্ট্র মন্ত্রণালয়
খ. সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়
গ. ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়
ঘ. বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ফরাসি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয় কবে?
ক. ২০ মার্চ ২০১৭
খ. ২৬ মার্চ ২০১৭
গ. ৩১ মার্চ ২০১৭
ঘ. ২৫ মার্চ ২০১৭
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম বাংলাদেশি হিসেবে ড. এ আতিক রহমান কত সালে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার লাভ করে?
ক. ২০০৭
খ. ২০০৯
গ. ২০০৬
ঘ. ২০০৮
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত ?
ক. রাজশাহী
খ. বগুড়া
গ. কুমিল্লা
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ এর পরিচালক কে?
ক. তানভীর মোকাম্মেল
খ. তারেক মাসুদ
গ. মাহফুজ আহমেদ
ঘ. চাষী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ভাটিয়ালী’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
ক. রংপুর
খ. ময়মনসিংহ
গ. দিনাজপুর
ঘ. জামালপুর
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!