বাংলাদেশ বিষয়াবলী-৩১

প্রশ্নঃ সমুদ্রপৃষ্ঠ ৪৫cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে Climate refuges হবে?
ক. ৩ কোটি
খ. ৩.৫ কোটি
গ. ৪ কোটি
ঘ. ৪.৫ কোটি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?
ক. লালমাই
খ. শ্রীমঙ্গল
গ. লালপুর
ঘ. লালখান
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ Where do we have the highest annual rainfall in Bangladesh ?
ক. Kaptai
খ. Srimongol
গ. Dhaka
ঘ. Barisalঙ .Sylhet
উত্তরঃ ঙ

প্রশ্নঃ বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয় ?
ক. গ্রীষ্ম
খ. বর্ষা
গ. শরৎ
ঘ. শীত
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক. প্রতিরক্ষা মন্ত্রণালয়
খ. দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়
গ. পরিবেশ ও বন মন্ত্রণালয়
ঘ. বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
ক. এপ্রিল
খ. মে
গ. জুন
ঘ. আগস্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে বছরের কোন মাসে সবচেয়ে বড় দিন হয় ?
ক. মার্চ
খ. ডিসেম্বর
গ. জুন
ঘ. আগস্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল –
ক. পঞ্চগড়
খ. লালখানে
গ. চাঁপাইনবাবগঞ্জ
ঘ. লালপুর
উত্তরঃ ঘ

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের উপজাতি ও ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠী:

প্রশ্নঃ উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসীদের ভাষা –
ক. হিন্দি
খ. মৈথিল্য
গ. সাদ্রি
ঘ. কুরুক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ফাল্গুনী পূর্ণিমা’ কাদের ধর্মীয় উৎসব ?
ক. চাকমাদের
খ. হিন্দুদের
গ. খ্রিস্টানদের
ঘ. বৌদ্ধদের
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
ক. ৬ টি
খ. ৫ টি
গ. ৪ টি
ঘ. ৩ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনষ্টিটিউটটি কোথায় অবস্থিত?
ক. ময়মনসিংহ
খ. চট্টগ্রাম
গ. ঢাকাঘ .চাঁদপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ খিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে –
ক. সিলেট
খ. দিনাজপুর
গ. কুয়াকাটা
ঘ. পার্বত্য চট্টগ্রাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মারমা’ উপজাতিরা বাস করে –
ক. গারো পাহাড়ে
খ. বান্দরবানে চিম্বুক পাহাড়ের পাদদেশে
গ. দিনাজপুরে
ঘ. সিলেটের জয়ন্তিয়া পাহাড়ের পাদদেশে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের উপজাতি কোনটি ?
ক. হস্
খ. রাখাইন
গ. হটেনটট
ঘ. না
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের কোন আদিবাসীদের ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার নীতি মাতৃসূত্রায় ?
ক. গারো
খ. রাখাইন
গ. চাকমা
ঘ. মুরং
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় হাজং উপজাতি বাস করে?
ক. দিনাজপুর
খ. নেত্রকোণা
গ. খাগড়াছড়ি
ঘ. বান্দরবান
উত্তরঃ খ

প্রশ্নঃ খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে?
ক. ময়মনসিংহ
খ. নেত্রকোণা
গ. সিলেট
ঘ. পার্বত্য চট্টগ্রাম
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি জনগোষ্ঠীর মূল আবাস পার্বত্য চট্টগ্রামে নয় ?
ক. খাসিয়া
খ. বম
গ. খুমি
ঘ. চাক
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি জন গোষ্ঠীর প্রধান ধর্মীগ্রন্থ ত্রিপিটক ?
ক. ত্রিপুরা
খ. মণিপুরি
গ. সাঁওতাল
ঘ. চাকমা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উপজাতি সাংস্কৃতিক কেন্দ্রর ‘বিরিসিরি’ কোথায় অবস্থিত?
ক. বান্দরবান
খ. খাগড়াছড়ি
গ. নেত্রকোনা
ঘ. রাঙ্গামাটি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন উপজাতি ইসলাম ধর্মাবলম্বী?
ক. চাকমা
খ. মারমা
গ. গারো
ঘ. পাঙন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ খুমী উপজাতিরা কোথায় বাস করে?
ক. বান্দরবানে
খ. ময়মনসিংহে
গ. দিনাজপুরেঘ .জামালপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের কোন সমাজে মাতৃবাসস্থানিক পরিবার দেখা যায় ?
ক. সাঁওতাল
খ. চাকমা
গ. গারো
ঘ. হিন্দু
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী যে ধর্মবিশ্বাসের অনুসারী–
ক. বুদ্ধ
খ. খ্রিস্টান
গ. সনাতন
ঘ. মুসলমান
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম –
ক. সাঁওতাল
খ. মাওরি
গ. মুরং
ঘ. গারো
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান কোনটি ?
ক. ইঙ্গবানী
খ. ফাগুয়া
গ. বিঝু
ঘ. সাংগ্রাই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বাওয়ালি’ কারা?
ক. ভাওয়াল অঞ্চলের বাসিন্দা
খ. বাউল সম্প্রদায়
গ. সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
ঘ. চট্টগ্রামের বলী খেলোয়াড়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি ?
ক. গারো
খ. হাজং
গ. সাঁওতাল
ঘ. মগ
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!