বাংলাদেশ বিষয়াবলী-১০৯

প্রশ্নঃ কোন বাঙালি কবি ‘নাইট’ উপাধি পেয়েছিলেন ?(Which Bengali poet was awarded the title ‘Knight’ ?)
ক. Kazi Nazrul Islam
খ. Shukumar roy
গ. Rabindra Nath Tagore
ঘ. Satyendranath Datta
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ম্যাডোনা ১৯৪৩’ হলো –
ক. কামরুল হাসানের চিত্রকর্ম
খ. রশীদ চৌধুরীর টেরাকোটা
গ. জয়নুল আবেদীনের চিত্রকর্ম
ঘ. জহির রায়হানের চলচ্চিত্র
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ শিল্পাচার্য জয়নুল আবেদীনের চিত্রকর্ম কোনটি ?
ক. সংগ্রাম
খ. নবান্ন
গ. ম্যাডোনা-৪৩
ঘ. বর্ণিত সবকয়টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শেখ মুজিবুর রহমানকে বন্দী করে করাচীতে নিয়ে যাওয়া হয় ৭১ এর –
ক. ২৫ মার্চ রাতে
খ. ২৬ মার্চ রাতে
গ. ২৭মার্চ রাতে
ঘ. ২৮ মার্চ রাতে
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ আলি আকবর খাঁর পিতা –
ক. আলাউদ্দিন খাঁ
খ. আফতাবুদ্দিন খাঁ
গ. আয়াত আলি খাঁ
ঘ. বিসমিল্লাহ খাঁ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলায় শিক্ষামূলক কাটুন সিরিজ ‘মীনা ‘ কোন শিল্পীর সৃষ্টি ?
ক. তানভীর কবির
খ. মোস্তফা মনোয়ার
গ. রফিকুন নবী
ঘ. মৃণাল হক
উত্তরঃ খ

প্রশ্নঃ লালন ফকির সমধিক পরিচিত –
ক. বাউল
খ. আউল
গ. সুফি
ঘ. দরবেশ হিসেবে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার পান ?
ক. কুদরত-ই-খুদা
খ. জগদ্বীশ চন্দ্র বসু
গ. আল-মতি শরফুদ্দিন
ঘ. মেঘনাদ সাহা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে’ – এ পোস্টারের রূপকার কে ?
ক. এস এম সুলতান
খ. জয়নুল আবেদীন
গ. কামরুল হাসান
ঘ. শাহাবুদ্দিন
উত্তরঃ গ

প্রশ্নঃ সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারকের ভূমিকা ঊল্লেখযোগ্য?
ক. গোপালকৃষ্ণ গোখেল
খ. রাজা রামমোহন রায়
গ. সরোজিনী নাইড়ু
ঘ. দাদাভাই নওরোজী
উত্তরঃ খ

প্রশ্নঃ দুর্ভিক্ষ বিষয়ে মৌলিক অবদানের জন্য খ্যাতিমান –
ক. রেহমান সোবহান
খ. অমর্ত্য সেন
গ. লর্ড দেশাই
ঘ. জগদীশ ভগবতী
উত্তরঃ খ

প্রশ্নঃ সত্যজিৎ রায় হচ্ছেন –
ক. একজন চলচ্চিত্র নির্মাতা
খ. একজন সঙ্গীত পরিচালক
গ. একজন লেখক
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দক্ষিণ এশিয়ার ড.ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী ?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘তিতাস একটি নদীর নাম’ -কে চলচ্চিত্রে রুপদান করেন কে ?
ক. সত্যজিৎ রায়
খ. ঋত্নিক ঘটক
গ. মৃনাল সেন
ঘ. জহির রায়হান
উত্তরঃ খ

প্রশ্নঃ অমর্ত্য সেনের মতে গণতান্ত্রিক দেশে যা থাকা কাম্য নয়।
ক. স্বৈরাচার
খ. সামরিক শাসন
গ. দুর্নীতি
ঘ. দুর্ভিক্ষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান ?
ক. মীর মশাররফ হোসেন
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য ; তার চেয়ে বেশী সত্য আমরা বাঙ্গালী’ -উক্তিটি করেন –
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. ড.মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. মাওলানা আকরাম খাঁ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বাঙালি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ?
ক. প্রফেসর মুহাম্মদ ইউনূস
খ. প্রফেসর নূরুল ইসলাম
গ. প্রফেসর অমর্ত্য সেন
ঘ. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
উত্তরঃ গ

প্রশ্নঃ গাছের প্রাণ আছে — কে প্রমান করেন ?(That plants also have life was discovered by )
ক. Einstein
খ. Jagadish Chandra Bose
গ. Hemingway
ঘ. Darwin
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশী আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ?
ক. হামিদুর রহমান
খ. ফজলুর রহমান খান
গ. নভেরা আহমদ
ঘ. জুলফিকার আলী খান
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন ব্যক্তি একজন শিল্পী -(One of the following is an artist)
ক. Al-Mahmood
খ. S.M. Sultan
গ. F.R Khan
ঘ. Abu Ishaq
উত্তরঃ খ

প্রশ্নঃ আরজ আলী মাতুব্বর কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন ?
ক. ঢাকা
খ. নোয়াখালী
গ. বরিশাল
ঘ. রংপুর
ঙ. দিনাজপুর
উত্তরঃ গ

প্রশ্নঃ শিল্পাচার্য বলতে কাকে বুঝায় ?
ক. জয়নুল আবেদীন
খ. কামরুল হাসান
গ. হাশেম খান
ঘ. আমিনুল ইসলাম
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রফেসর মোঃ ইউনুস কোন বিষয়ে নোবেল পুরস্কার পান ?(In which area did Dr. Muhammad Yunus get the nobel prize?)
ক. ক্ষুদ্রঋণ (Micro credit )
খ. দারিদ্র বিমোচন (Poverty alleviation)
গ. শান্তি (Peace)
ঘ. অর্থনীতি (Economics )
ঙ. সামাজিক উন্নয়ন (Social welfare)
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য ; তার চেয়ে বেশী সত্য আমরা বাঙ্গালী’ -উক্তিটি করেন –
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. ড.মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. মাওলানা আকরাম খাঁ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুররের জন্ম-শতবার্ষিকী পালিত হয় ?
ক. ১৯৫১
খ. ১৯৬১
গ. ১৯৭১
ঘ. ১৯৮১
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন –
ক. হুমায়ন আজাদ
খ. আহমদ শরীফ
গ. ওয়াকিল আহমদ
ঘ. আবদুল মতিন খান
উত্তরঃ গ

প্রশ্নঃ দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ কর্মসূচি ধারনার উদ্ভাবক কে ? (Who developed the basic idea of micro-credit program for poverty alleviation in Bangladesh?)
ক. Muhammad Yunus
খ. Fazle Hasan Abed
গ. Kazi Faruk
ঘ. Whaiduddin Mahmud
ঙ. Saifur Rahman
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন –
ক. রাজা রামমোহন রায়
খ. কেশবচন্দ্র সেন
গ. দেবান্দ্রনাথ ঠাকুর
ঘ. স্বামী বিবেকানন্দ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মাটির ময়না’ একটি –
ক. খেলনা
খ. চলচ্চিত্র
গ. নাটক
ঘ. উপন্যাস
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!