বাংলাদেশ বিষয়াবলী-১১০

প্রশ্নঃ রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়?
ক. ৯ ডিসেম্বর
খ. ১০ জানুয়ারি
গ. ১৫ ফেব্রুয়ারি
ঘ. ১০ এপ্রিল
উত্তরঃ ক

প্রশ্নঃ অতীশ দীপঙ্কর কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন ?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. কুমিল্লা
ঘ. বগুড়া
ঙ. নোয়াখালী
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ উপমহাদেশের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী –
ক. সত্যজিৎ রায়
খ. সুকুমার রায়
গ. জহির রায়হান
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘Poverty and Famines’ গ্রন্থের রচয়িতা কে ?
ক. অমর্ত্য সেন
খ. গুনার মিরডাল
গ. মাইকেল লিফট
ঘ. উইলিয়াম রাস্টো
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মনপুরা-৭০’ কি?
ক. একটি উপজেলা
খ. একটি নদী বন্দর
গ. একটি উপন্যাস
ঘ. একটি চিত্র শিল্প
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবীর বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈত্রিক নিবাস কোথায় ?
ক. গাইবান্ধা
খ. যশোর
গ. ময়মনসিংহ
ঘ. কিশোরগঞ্জ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি ?
ক. বাথুয়া
খ. বক্সির হাট
গ. জাবো
ঘ. ফতেপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ বাঙ্গালী মুসলমানদের শিক্ষা প্রসারে ‘মোহামেডান লিটারারি সোসাইটি’ এর প্রতিষ্ঠাতা কে ?
ক. নওয়াব আবদুল লতিফ
খ. হাজী মুহাম্মদ মুহসিন
গ. সৈয়দ আমীর আলী
ঘ. স্যার সলিমুল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ ড.মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি ?
ক. ১৮৮৫-১৯৬৯
খ. ১৮৭৫-১৯৬৯
গ. ১৮৮৪-১৯৬৯
ঘ. ১৮৮৫-১৯৭০
উত্তরঃ ক

প্রশ্নঃ অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান ?(Amartya Sen was awarded the Noble Prize for his work on)
ক. খাদ্য ও পুষ্টি (Food and Nutrition)
খ. ক্ষুদ্রঋণ (Micro-credit)
গ. আন্তর্জাতিক বাণিজ্য (International trade)
ঘ. দুর্ভিক্ষ ও দারিদ্র (Famine and poverty)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন –
ক. ১৭৯৬ সালে
খ. ১৮০২ সালে
গ. ১৮২০ সালে
ঘ. ১৮৪৮ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে ?
ক. একে ফজলুল হক
খ. স্যার সৈয়দ আহমদ খান
গ. নবাব সলিমুল্লাহ
ঘ. আবুল কালাম আজাদ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি জহির রায়হানের রচিত উপন্যাস নয় ?
ক. কয়েকটি মৃত্যু
খ. শেষ বিকেলের মেয়ে
গ. তৃষ্ণা
ঘ. নিস্কৃতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের কোন লোকসংস্কৃতিবিদ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন ?
ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর
খ. প্রফেসর মাযহারুল ইসলাম
গ. জসীম উদ্দীন
ঘ. মুহম্মদ মনসুর উদ্দীন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী –
ক. বারীণ মজুমদার
খ. আব্দুল আলিম
গ. সোহরাব হোসেন
ঘ. সৈয়দ আব্দুল হামিদ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন ?
ক. সৈয়দ আমীর আলী
খ. নওয়াব আবদুল লতিফ
গ. নবাব স্যার সলিমুল্লাহ
ঘ. স্যার সৈয়দ আহমদ খান
উত্তরঃ খ

প্রশ্নঃ অধ্যাপক অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে ?
ক. ১৯৯৫ সালে
খ. ১৯৯৬ সালে
গ. ১৯৯৭ সালে
ঘ. ১৯৯৮ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বিশ্বভারতী’ কে প্রতিষ্ঠা করেন ?
ক. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ. রথীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ

প্রশ্নঃ ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে ?
ক. প্রেসিডেন্সি কলেজ
খ. সংস্কৃত কলেজ
গ. বিদ্যাসাগর কলেজ
ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. আব্দুল্লাহ আল মূতী শরফুদ্দিন রচিত বই –
ক. আজব প্রাণী আজব গাছ
খ. সাগরের রহস্যপুরী
গ. জলে-ডাঙ্গায়
ঘ. বাঘের ঘরে ঘোগের বাস
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের জন্ম কত খ্রিষ্টাব্দে ?
ক. ১৮৪১
খ. ১৮৫০
গ. ১৮৮০
ঘ. ১৮৬১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দারিদ্র্যেহীন বিশ্বের অভিমুখে’ আত্নজীবনীমূলক গ্রন্থটি কার লেখা ?
ক. শিরিন এবাদী
খ. হানাহ আশরাফী
গ. হিলারি ক্লিনটন
ঘ. ড.মুহাম্মদ ইউনূস
ঙ. মাদার তেরেসা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ The movie ‘Pather Pachali’ was directed by –
ক. Zahir Raihan
খ. Satyajit Roy
গ. Hriskesh Mukharjee
ঘ. Mrinal sen
উত্তরঃ খ

প্রশ্নঃ কে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ?(Who has been awarded Nobel peace Prize in 2006 ?)
ক. Dr.Younus
খ. Dr.Mohammed Yunus
গ. Dr.Mohammad Younus
ঘ. Dr.Mohammed Younus
ঙ. Dr.Mohammad Younoos
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন –
ক. চাষী নজরুল ইসলাম
খ. খান আতাউর রহমান
গ. জহির রায়হান
ঘ. সুভাষ দত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ উনিশ শতকের সর্বাপেক্ষা খ্যাতনামা বাউল কে ?
ক. পাগলা কানাই
খ. হাসন রাজা
গ. আব্বাস উদ্দিন
ঘ. লালন শাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘এত ধন দৌলত বিলাচ্ছ কেন ? তুমি কি দানবীর মোহসীন হলে নাকি ? এ বাক্যে কোন মোহসীন এর কথা বলা হয়েছে ?
ক. মোহসীন উল মূলক
খ. হাজী মুহাম্মদ মুহসিন
গ. কে এম মোহসিন
ঘ. মোহসিন শাস্ত্রপাণি
উত্তরঃ খ

প্রশ্নঃ মুসলিম শিক্ষা প্রসারে সম্পত্তি দান করেছেন কে ?
ক. সৈয়দ আমীর আলী
খ. নওয়াব আবদুল লতিফ
গ. হাজী মুহাম্মদ মুহসিন
ঘ. হাজী শরীয়তউল্লাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর বিখ্যাত একজন বাঙ্গালী স্থপতি –
ক. মুবাসসার আলী
খ. এফ, আর খান
গ. মাযহারুল ইসলাম
ঘ. মুহাম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ কে দারিদ্র এবং দুর্ভিক্ষের উপর গবেষণার জন্য বিখ্যাত ? (Who has famous for his research works on Poverty and Famine?)
ক. Amartya Sen
খ. J.M.Keynes
গ. Michel Lift
ঘ. William Rosto
ঙ. Michel Patro
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!