বাংলাদেশ বিষয়াবলী-১০৮

প্রশ্নঃ মুসলিম নারী জাগরণের কবি –
ক. ফজিলাতুন্নেছা
খ. ফয়জুন্নেছা
গ. শামসুন্নাহার
ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন ভাস্কর্যটির শিল্পী নিতুন কুন্ডু ?(Which of the following is a sculpture by artist Nitun Kundu ?)
ক. Shabash Bangladesh
খ. Shoparjito Shadhinota
গ. Oprajeyo Bangla
ঘ. Roktim Nithor
ঙ. Shurjodoyer Prante
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্ম সাল –
ক. ১৮৭০ সালে
খ. ১৮৭৫ সালে
গ. ১৮৮০ সালে
ঘ. ১৮৮৫ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন ?
ক. ব্রাহ্মণবাড়িয়া
খ. চট্টগ্রাম
গ. মুর্শিদাবাদ
ঘ. কলকাতা
উত্তরঃ ক

প্রশ্নঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন –
ক. ১৯৩৮ সালে
খ. ১৯৪১ সালে
গ. ১৯৪২ সালে
ঘ. ১৯৪০ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর বিখ্যাত বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করে যে বাঙালী সুনাম অর্জন করেছেন তিনি কে ?
ক. মৃনাল সেন
খ. হেমন্ত মুখোপাধ্যায়
গ. সত্যজিৎ রায়
ঘ. অশোক কুমার
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম বাংলাদেশী কোন চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যালের জন্য মনোনীত হয় ?
ক. শঙ্খনীল কারাগার
খ. মাটির ময়না
গ. তিনকন্যা
ঘ. সংশপ্তক
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ব বিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন-
ক. নিউটন
খ. আইনস্টাইন
গ. শ্রডিঞ্জার
ঘ. ম্যাক্স প্ল্যাঙ্ক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেনকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে ?
ক. ঊন্নয়ন অর্থনীতি
খ. কল্যাণ অর্থনীতি
গ. আন্তর্জাতিক বাণিজ্য তত্ব
ঘ. মজুরি তত্ব
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হীরক রাজার দেশে’ ছবিটির পরিচালক কে ?
ক. মৃণাল সেন
খ. তানভির মোকাম্মেল
গ. মিতা
ঘ. তরুণ মজুমদার
ঙ. সত্যজিৎ রায়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন –
ক. সাম্প্রদায়িকতার বিরুদ্ধে
খ. নারীদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে
গ. সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে
ঘ. শিশুদেরকে নীতিকথা শিক্ষা দিতে
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের মুসলমানদের ইংরেজী শিক্ষা শিক্ষিত করার প্রয়াস পান যিনি –
ক. হাজী শরিয়তউল্লাহ
খ. তিতুমীর
গ. নবাব আব্দুল লতিফ
ঘ. নবাব সলিমুল্লাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন -(Rabindranath Tagore was born on)
ক. 1 st Baishakh
খ. 25 th Baishakh
গ. 23 rd Sraban
ঘ. 11 th Jaistha
উত্তরঃ খ

প্রশ্নঃ হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতা কে ?
ক. মানিক বন্দোপ্যাধ্যায়
খ. জহির রায়হান
গ. জসীম উদ্দীন
ঘ. সেলিম আল-দীন
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রায়ত জহির রায়হানের কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় পুরস্কার পায় ?
ক. শেষ বিকেলের মেয়ে
খ. আরেক ফাল্গুন
গ. হাজার বছর ধরে
ঘ. জয়যাত্রা
উত্তরঃ গ

প্রশ্নঃ সার্ক(SAARC) এর প্রস্তাবক কোন দেশ ? (Which country introduced the concept of SAARC ?)
ক. ভারত (India)
খ. নেপাল(Nepal)
গ. শ্রীলংকা (Sri Lanka)
ঘ. বাংলাদেশ (Bangladesh)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৯ ডিসেম্বর –
ক. কন্যা শিশু দিবস
খ. রোকেয়া দিবস
গ. আদিবাসী দিবস
ঘ. যুব দিবস
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সংগ্রাম’ চিত্রকর্মের শিল্পী –
ক. এস এম সুলতান
খ. জয়নুল আবেদীন
গ. কামরুল হাসান
ঘ. শাহাবুদ্দিন
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন –
ক. ১৯১৩
খ. ১৯১৫
গ. ১৯১৭
ঘ. ১৯১৯
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পান ?(Rabindranath Tagore got Nobel Prize for his)
ক. Gitanjali
খ. Sonar Tari
গ. Shesher Kabita
ঘ. Chitrangada
উত্তরঃ ক

প্রশ্নঃ ইনডেমনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয় ?
ক. জুলাই, ১৯৯৬
খ. আগস্ট, ১৯৯৬
গ. অক্টোবর, ১৯৯৬
ঘ. সেপ্টেম্বর, ১৯৯৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয় –
ক. স্যার ইকবাল
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কৃষণ চন্দর
ঘ. নিরোদ চৌধুরী
উত্তরঃ খ

প্রশ্নঃ বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায় ?
ক. রংপুর
খ. দিনাজপুর
গ. বগুড়া
ঘ. রাজশাহী
উত্তরঃ ক

প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন ?
ক. ১ মার্চ ১৯১৯ খৃঃ
খ. ১৭ মার্চ ১৯২০ খৃঃ
গ. ১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ
ঘ. ২১ জুন ১৯৪১ খৃ
উত্তরঃ খ

প্রশ্নঃ কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়?
ক. সৈয়দ আমীর আলী
খ. নওয়াব আবদুল লতিফ
গ. স্যার সৈয়দ আহমদ খান
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ গ

প্রশ্নঃ শেরে বাংলা এ কে ফজলুল হক কোন জেলার অধিবাসী ছিলেন ?
ক. ঢাকা
খ. কুমিল্লা
গ. সিরাজগঞ্জ
ঘ. বরিশাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবে অধিক পরিচিত –
ক. রফিকুন্নবী
খ. হাশেম খান
গ. কাইয়ুম চৌধুরী
ঘ. এস এম সুলতান
উত্তরঃ ক

প্রশ্নঃ অবিভক্ত বাংলার কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন ?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. শেখ মুজিবুর রহমান
গ. শেরে বাংলা এ কে ফজলুল হক
ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
উত্তরঃ গ

প্রশ্নঃ হাজী মুহাম্মদ মহসিনের বাড়ি কোথায় ?
ক. হুগলী
খ. মুর্শিদাবাদ
গ. রাজশাহী
ঘ. মেদিনীপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন?
ক. ১ জানুয়ারী, ১৯৭২
খ. ১০ জানুয়ারি, ১৯৭২
গ. ২৩ মার্চ, ১৯৭২
ঘ. ১৭ এপ্রিল, ১৯৭২
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!