বাংলাদেশ বিষয়াবলী-১০১

প্রশ্নঃ মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত ?
ক. শরীয়তপুর
খ. মাদারীপুর
গ. ঢাকা
ঘ. মুন্সিগঞ্জ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী ‘নাফ’ নদীর দৈর্ঘ্য কত ?
ক. ৫০ কি.মি.
খ. ৭৫ কি.মি.
গ. ৫৬ কি.মি.
ঘ. ৬৫ কি.মি.
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয় ?
ক. ভারত
খ. বাংলাদেশ
গ. নেপাল
ঘ. চীন
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
ক. লালমাই
খ. বাটালি
গ. কেওক্রাডং
ঘ. বিজয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায় ?
ক. নেপাল
খ. মানস সরোবর
গ. গঙ্গোত্রী
ঘ. হিমালয় পর্বত
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
ক. ভৈরব
খ. চাঁদপুর
গ. দেওয়ানগঞ্জ
ঘ. আজমিরীগন্জ
উত্তরঃ ক

প্রশ্নঃ গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে ?
ক. গোমতী
খ. সুরমা
গ. বুড়িগঙ্গা
ঘ. পদ্মা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি ?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি ?
ক. গোমতী
খ. মহানন্দা
গ. কর্ণফুলী
ঘ. হালদা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি ?
ক. হালদা নদী
খ. হাইল হাওড়
গ. চলনবিল
ঘ. হাকালুকি
উত্তরঃ ক

প্রশ্নঃ কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত –
ক. নোয়াখালীর ছাগলনাইয়া
খ. চট্টগ্রামের বাঁশখালী
গ. খুলনার মংলা
ঘ. পটুয়াখালীর কুয়াকাটা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
ক. রামনাবাদ চ্যানেল
খ. পায়রা নদী
গ. শ্যালা নদী
ঘ. তেতুলিয়া নদী
উত্তরঃ ক

প্রশ্নঃ শিকস্তি-পয়স্তি কিসের সাথে সম্পর্কিত ?
ক. চর প্রশাসনের আইন
খ. নদী তীরবর্তী ভূমির ভাঙা গড়া
গ. নদী অববাহিকার উৎসব
ঘ. শিবের স্ত্রীর নাম
উত্তরঃ খ

প্রশ্নঃ কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
ক. ১২০ কি.মি.
খ. ১২৫ কি.মি.
গ. ১৫৫ কি.মি.
ঘ. ১৭০ কি.মি.
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?
ক. চর কুকরি মুকরি
খ. নিঝুম দ্বীপ
গ. সেন্টমাটিন
ঘ. চর নিজাম
উত্তরঃ গ

প্রশ্নঃ সুরমা ও কুশিয়ারা এ দুটি নদীর মিলিত শ্রোতের নাম কি ?
ক. কুশিয়ারা
খ. বরাক
গ. মেঘনা
ঘ. নবগঙ্গা
উত্তরঃ গ

প্রশ্নঃ কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত ?
ক. গড়াই
খ. আত্রাই
গ. পদ্মা
ঘ. মহানন্দা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
ক. সেন্টমার্টিন
খ. মহেশখালী
গ. হাতিয়া
ঘ. সন্দ্বীপ
উত্তরঃ ক

প্রশ্নঃ সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
ক. আড়িয়াল খাঁ
খ. সুরমা
গ. চন্দনা
ঘ. রূপসা
উত্তরঃ খ

প্রশ্নঃ Tiger Point কোথায় অবস্থিত ?
ক. চট্টগ্রাম
খ. বান্দরবান
গ. কক্সবাজার
ঘ. সুন্দরবন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
ক. রাঙ্গামাটি
খ. সিলেট
গ. বরগুনা
ঘ. মৌলভীবাজার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ভৈরব’ নদীর তীরে কোন শহর অবস্থিত ?
ক. ভৈরব বাজার
খ. আশুগঞ্জ
গ. মুন্সীগঞ্জ
ঘ. খুলনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন নদীটি মৃত নয়?
ক. করতোয়া
খ. চিত্রা
গ. ইছামতি
ঘ. হালদা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হাকালুকি’ একটি –
ক. বনভূমি
খ. নদী
গ. হাওড়
ঘ. পাহাড়
উত্তরঃ গ

প্রশ্নঃ কুয়াকাটা কোন জেলায় অবস্থিত?
ক. পটুয়াখালীতে
খ. ভোলা
গ. ঝালকাঠি
ঘ. পিরোজপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ দক্ষিন তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ?
ক. রূপসা
খ. বালেশ্বর
গ. হাড়িয়াভাঙ্গা
ঘ. ভৈরব
উত্তরঃ গ

প্রশ্নঃ The major part of Chalan Beel cover which of the following districts ?
ক. Pabna
খ. Bogra
গ. Dinajpur
ঘ. Rangpur
উত্তরঃ ক

প্রশ্নঃ গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
ক. ৯১ বর্গ কিলোমিটার
খ. ৯ বর্গ কিলোমিটার
গ. ৭ বর্গ কিলোমিটার
ঘ. ৮ বর্গ কিলোমিটার
উত্তরঃ খ

প্রশ্নঃ মাতামহুরী নদী নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে ?
ক. লামার মইভার পর্বত
খ. খাগড়াছড়ির বাদনাতলী পর্বত
গ. আসামের লুসাই পর্বত
উত্তরঃ ক

প্রশ্নঃ Which is the largest riverine delta in the world ?
ক. Bangladesh
খ. Vietnam
গ. Egypt
ঘ. Laos
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top