বাংলাদেশ বিষয়াবলী-১০২

প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি ?
ক. গারো পাহাড়
খ. লালমাই পাহাড়
গ. চিম্বুক পাহাড়
ঘ. কুলাউড়া পাহাড়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে?
ক. যমুনা
খ. তিস্তা
গ. আত্রাই
ঘ. মহানন্দা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী –
ক. যমুনা
খ. ব্রহ্মপুত্র
গ. পদ্মা
ঘ. মেঘনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পদ্মার প্রধান উপনদী–
ক. কুমার
খ. মহানন্দা
গ. গড়াই
ঘ. আড়িয়াল খাঁ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দোলাই’ কোন নদীর পূর্বনাম ?
ক. যমুনা
খ. পদ্মা
গ. বুড়িগঙ্গা
ঘ. সুরমা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের মিঠা পানির মাছের উৎস-
ক. চলন বিল
খ. হাকালুকি
গ. হাইল
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
ক. পদ্মা
খ. যমুনা
গ. নাফ
ঘ. কর্ণফুলী
উত্তরঃ গ

প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
ক. ত্রিপুরা
খ. মিজোরাম
গ. আসাম
ঘ. মেঘালয়
উত্তরঃ গ

প্রশ্নঃ Which of the following is the longest beach in the world ?
ক. Miami
খ. Kuakata
গ. California
ঘ. Cox’s Bazar
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে নদীর উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে –
ক. মাতামুহুরী
খ. নাফ
গ. কর্ণফুলী
ঘ. সাঙ্গু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
ক. পদ্মা
খ. বঙ্গোপসাগর
গ. ব্রহ্মপুত্র
ঘ. মেঘনা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয় ?
ক. হালদা
খ. তিস্তা
গ. তিতাস
ঘ. করতোয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের পাহাড় শ্রেনীর ভূ-তাত্বিক যুগের ভূমিরুপ হচ্ছে –
ক. প্লাইসটোসিন যুগের
খ. টারশিয়ারী যুগের
গ. মায়োসিন যুগের
ঘ. ডেবোনিয়ান যুগের
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সেন্টমাটিন দ্বীপের আর একটি নাম কি?
ক. নারিকেল জিঞ্জিরা
খ. সোনাদিয়া
গ. কুতুবদিয়া
ঘ. নিঝুম দ্বীপ
উত্তরঃ ক

প্রশ্নঃ সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে ?
ক. মনু
খ. কর্ণফুলী
গ. করতোয়া
ঘ. সাঙ্গু
উত্তরঃ গ

প্রশ্নঃ লালমাই পাহাড় নিচের কোন অঞ্চলে অবস্থিত?
ক. রাজশাহী
খ. বগুড়া
গ. বরিশাল
ঘ. কুমিল্লা
ঙ. কক্সবাজার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা-
ক. মারিস্যা ভ্যালি
খ. খাগড়া ভ্যালি
গ. জাবরি ভ্যালি
ঘ. ভেঙ্গি ভ্যালি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পুরাতন ব্রহ্মপুত্র নদটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত ?
ক. জামালপুর
খ. সিরাজগঞ্জ
গ. মানিকগঞ্জ
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পদ্মা নদীর উপনদী কোনটি ?
ক. মধুমতি
খ. কুমার
গ. আত্রাই
ঘ. মহানন্দা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যশোর জেলায় অবস্থিত বিল—
ক. হাইল
খ. ভবদহ
গ. পাথরচাওলি
ঘ. আড়িয়াল
উত্তরঃ খ

প্রশ্নঃ রাত্রে নৌ চলাচলের সুবিধার জন্য বাংলাদেশের কোথায় পুরানো বাতিঘর ছিল ?
ক. মহেশখালী
খ. সেন্টমাটিন
গ. টেকনাফ
ঘ. কুতুবদিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি নদ ?
ক. মেঘনা
খ. যমুনা
গ. তিস্তা
ঘ. ব্রহ্মপুত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পুনর্ভবা,নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
ক. মহানন্দা
খ. ভৈরব
গ. কুমার
ঘ. বড়াল
উত্তরঃ ক

প্রশ্নঃ মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত ?
ক. বরিশাল
খ. ভোলা
গ. পটুয়াখালী
ঘ. ঝালকাঠি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশ প্রবেশ করেছে ?
ক. হাড়িয়াভাঙ্গা
খ. কুলিখ
গ. আত্রাই
ঘ. তিস্তা
উত্তরঃ গ

প্রশ্নঃ পূর্বাশা দ্বীপের অপর নাম-
ক. নিঝুম দ্বীপ
খ. সেন্টমাটিন
গ. দক্ষিণ তালপট্টি
ঘ. কুতুবদিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি ?
ক. নাফ নদী
খ. রায়মঙ্গল নদী
গ. হাড়িয়াভাঙ্গা নদী
উত্তরঃ গ

প্রশ্নঃ গড়াই কোন নদীর শাখা নদী?
ক. পদ্মা
খ. ব্রহ্মপুত্র
গ. যমুনা
ঘ. মেঘনা
উত্তরঃ ক

প্রশ্নঃ পুনর্ভবা কোন নদীর উপনদী ?
ক. মহানন্দা
খ. ভৈরব
গ. কুমার
ঘ. বড়াল
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!