বাংলাদেশ বিষয়াবলী-০৭

প্রশ্নঃ শাহ্‌জাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন ?
ক. মুরাদ
খ. সুজা
গ. দারা
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রর্বতন করা হয় কোন সালে?
ক. ১৭০০
খ. ১৭৬২
গ. ১৯৬৫
ঘ. ১৭৯৩
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয় ?
ক. ইসলাম খান
খ. মুশির্দকুলী খাঁ
গ. শায়েস্তা খাঁ
ঘ. আলীবর্দি খাঁ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন যুদ্দের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পওন ঘটেছিল ?
ক. পানিপথের প্রথম যুদ্ধ
খ. পানিপথের দ্বিতীয় যুদ্ধ
গ. দ্বিতীয় তরাইনের যুদ্ধ
ঘ. পানিপথের তৃতীয় যুদ্ধ
উত্তরঃ ক

প্রশ্নঃ ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল?
ক. ১২৫৫ খ্রিষ্টাব্দে
খ. ১৬১০ খ্রিষ্টাব্দে
গ. ১৯০৫ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৪৭ খ্রিষ্টাব্দে
উত্তরঃ খ

প্রশ্নঃ শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
ক. দিল্লি
খ. আগ্রা
গ. ইয়াঙ্গুন
ঘ. লাহোর
উত্তরঃ গ

প্রশ্নঃ কি কারণে বাংলাদেশ হতে নীলচাষ বিলুপ্ত হয়?
ক. নীলচাষ নিষিদ্ধ করার ফলে
খ. নীলকরদের অত্যাচারের ফলে
গ. নীলচাষীদের বিদ্রোহের ফলে
ঘ. কৃত্রিম নীল আবিষ্কারের ফলে
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল –
ক. ৩৩০ টি আসন
খ. ১৬৭ টি আসন
গ. ১৭২ টি আসন
ঘ. ৩০০ টি আসন
উত্তরঃ খ

প্রশ্নঃ কৃষক-শ্রমিক পার্টির নেতা ছিলেন –
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. এ, কে ফজলুল হক
ঘ. মওলানা ভাসানী
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে ?
ক. ১৯৭২
খ. ১৮৫০
গ. ১৮৭২
ঘ. ১৯০১
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল –
ক. যুক্তফ্রন্ট গঠন
খ. ভাষা আন্দোলন
গ. আগরতলা ষড়যন্ত্র মামলা
ঘ. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলার ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
ক. শাহ ওয়ালীউল্লাহ
খ. হাজী শরীয়তুল্লাহ
গ. পীর মহসীন
ঘ. তিতুমীর
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে –
ক. বাংলাদেশ ও যুক্তরাজ্য
খ. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
গ. বাংলাদেশ ও ফ্রান্স
ঘ. যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ মুঘল সম্রাটদের মধ্যে আত্নজীবনী রচনা করেছিলেন –
ক. বাবর
খ. আকবর
গ. শাহজাহান
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ ক

প্রশ্নঃ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
ক. চতুর্থ তফসিল
খ. পঞ্চম তফসিল
গ. ষষ্ঠ তফসিল
ঘ. সপ্তম তফসিল
উত্তরঃ খ

প্রশ্নঃ অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক কে ?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. মাওলানা মোহাম্মদ আলী
গ. আগা খান
ঘ. আব্দুর রহিম
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে?
ক. অর্থনৈতিক
খ. রাজনৈতিক
গ. সামাজিক
ঘ. সাংস্কৃতিক
উত্তরঃ খ

প্রশ্নঃ কালিদাস কোন যুগের কবি ছিলেন–
ক. মুঘল
খ. আর্য
গ. গুপ্ত
ঘ. মৌর্য
উত্তরঃ গ

প্রশ্নঃ কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয় ?
ক. লর্ড কর্ণওয়ালিশ
খ. লর্ড ক্লাইভ
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড মাউন্টব্যাটন
উত্তরঃ গ

প্রশ্নঃ তদানীন্তন পূর্ব পাকিস্থানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন।ঐ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
ক. ঢাকায়
খ. নারায়ণগঞ্জে
গ. লাহোরে
ঘ. করাচীতে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলার প্রথম মুসলিম বিজেতা কে ?
ক. হুসেন শাহ্‌
খ. ইলিয়াস শাহ্‌
গ. বখতিয়ার খলজি
ঘ. মুহাম্মদ বিন কাসিম
উত্তরঃ গ

প্রশ্নঃ কতবার সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করেন ?
ক. ১৫ বার
খ. ১৬ বার
গ. ১৭ বার
ঘ. ১৮ বার
উত্তরঃ গ

প্রশ্নঃ খিলাফত আন্দোলনের অন্যতম নেতা –
ক. খাজা নাজিমউদ্দিন
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. মওলানা মহাম্মদ আলী
ঘ. এ, কে ফজলুল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?
ক. ১৯৬৫
খ. ১৯৬৬
গ. ১৯৬৭
ঘ. ১৯৫৫
উত্তরঃ খ

প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয় –
ক. আগরতলা
খ. ঢাকা
গ. লাহোর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক –
ক. বাবর
খ. হুমায়ুন
গ. শের শাহ্‌
ঘ. আকবর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলায় মোঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন –
ক. শাহ্‌ সুজা
খ. মীর জুমলা
গ. শায়েস্তা খাঁ
ঘ. ইসলাম খান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফকির আন্দোলন সংঘটিত হয় কোন শতাব্দীতে ?
ক. সপ্তদশ শতাব্দীতে
খ. অষ্টদশ শতাব্দীতে
গ. ঊনবিংশ শতাব্দীতে
ঘ. বিংশ শতাব্দীতে
উত্তরঃ খ

প্রশ্নঃ তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল?
ক. বারাসাত
খ. নারিকেলবারিয়া
গ. চাঁদপুর
ঘ. হায়দারপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
ক. হিদাস্পিসের যুদ্ধ
খ. কলিঙ্গের যুদ্ধ
গ. মেবারের যুদ্ধ
ঘ. পানিপথের যুদ্ধ
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!