বাংলাদেশ বিষয়াবলী-০৬

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস:

প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন?
ক. জানুয়ারি,১৯৬৮
খ. মার্চ,১৯৬৮
গ. এপ্রিল,১৯৬৮
ঘ. মে,১৯৬৮
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
ক. ক্লাইভ
খ. ডালহৌসি
গ. ওয়েলেসলী
ঘ. জব চার্নিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয় ?
ক. আকবর
খ. শাহজাহান
গ. বাবর
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ খ

প্রশ্নঃ আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল –
ক. ১৭ বছর
খ. ১৬ বছর
গ. ১৩ বছর
ঘ. ১৪ বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয় ( All Parties State Language Movement Committee’ was formed in)
ক. 1948
খ. 1950
গ. 1952
ঘ. 1954
উত্তরঃ গ

প্রশ্নঃ পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ?
ক. গোপাল
খ. ধর্মপাল
গ. দেবপাল
ঘ. রামপাল
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
ক. অশোক মৌর্য
খ. চন্দ্রগুপ্ত মৌর্য্য
গ. সমুদ্র গুপ্ত
ঘ. এর কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
ক. অষ্টম শতাব্দী
খ. দশম শতাব্দী
গ. দ্বাদশ শতাব্দী
ঘ. ত্রয়োদশ শতাব্দী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক –
ক. লর্ড ক্লাইভ
খ. লর্ড ওয়েলেসলি
গ. লর্ড মিন্টো
ঘ. লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ খ

প্রশ্নঃ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
ক. ৩১ জানুয়ারী ১৯৫২
খ. ২ ফেব্রুয়ারী ১৯৫২
গ. ১৮ ফেব্রুয়ারী ১৯৫২
ঘ. ২০ জানুয়ারী ১৯৫২
উত্তরঃ ক

প্রশ্নঃ বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে?
ক. ১২১২
খ. ১২০০
গ. ১২০৪
ঘ. ১২১১
উত্তরঃ গ

প্রশ্নঃ কে ভাষা শহীদ নন?
ক. নূর হোসেন
খ. রফিক
গ. জব্বার
ঘ. সালাম
উত্তরঃ ক

প্রশ্নঃ ৬ দফা দাবী পেশ করা হয়ঃ
ক. ১৯৭০ সালে
খ. ১৯৬৬ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ –
ক. মঙ্গোলয়েড
খ. সেমাটিড
গ. অস্ট্রালয়েড
ঘ. ককেশীয়
উত্তরঃ ক

প্রশ্নঃ তেভাগা আন্দোলনের নেত্রী –
ক. সুমত্রা দেবী
খ. তারামন বিবি
গ. ইলা মিত্র
ঘ. মহাশ্বেতা দেবী
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন –
ক. জওহরলাল নেহেরু
খ. মহাত্না গান্ধী
গ. অক্টোভিয়ান হিউম
ঘ. ইন্দিরা গান্ধী
উত্তরঃ গ

প্রশ্নঃ ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন?
ক. শামসউদ্দিন ফিরোজ শাহ্‌
খ. হাজী ইলিয়াস শাহ্‌
গ. হোসাইন শাহ্‌
ঘ. ফখরুদ্দিন মোবারক শাহ্‌
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পাল বংশের প্রথম রাজা কে?
ক. গোপাল
খ. দেবপাল
গ. মহীপাল
ঘ. রামপাল
উত্তরঃ ক

প্রশ্নঃ বিখ্যাত লাহোর রেজুলেশন ১৯৪০ সালে কে উত্থাপন করেন –
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. লিয়াকত আলী খান
ঘ. এ, কে ফজলুল হক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘এগার দফা’ কখন ঘোষণা হয়?
ক. ১৯৬৭
খ. ১৯৬৮
গ. ১৯৬৯
ঘ. ১৯৭০
উত্তরঃ গ

প্রশ্নঃ বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
ক. ১৬৬০
খ. ১৭০৭
গ. ১৭৫৭
ঘ. ১৭৬৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অন্ধকুপ হত্যা’ কাহিনী কার তৈরী?
ক. হলওয়েল
খ. মীর জাফর
গ. ক্লাইভ
ঘ. কর্ণওয়ালিস
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নের কোন বংশ প্রায় চারশত বছরের মত বাংলা শাসন করেছে?
ক. মৌর্য বংশ
খ. গুপ্ত বংশ
গ. পাল বংশ
ঘ. সেন বংশ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে?
ক. এগার দফা
খ. একুশ দফা
গ. ছয় দফা
ঘ. আটার দফা
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্রিটিশ শাসনআমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় ?
ক. ১৭৫৭
খ. ১৯০৫
গ. ১৮৭৫
ঘ. ১৯১১
উত্তরঃ খ

প্রশ্নঃ who was the last mughal Emperor ?
ক. Humayan
খ. Bahadur Shah
গ. Shahjahan
ঘ. Akbar
উত্তরঃ খ

প্রশ্নঃ নবাব সিরাজদ্দৌলার পিতার নাম কি?
ক. জয়েন উদ্দিন
খ. আলীবর্দী খাঁ
গ. শওকত জং
ঘ. হায়দার আলী
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
ক. মুসলিম লীগ
খ. কংগ্রেস
গ. ন্যাপ
ঘ. যুক্তফ্রন্ট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় ?
ক. পলাশীর যুদ্ধে
খ. চৌসারের যুদ্ধে
গ. পানিপথের প্রথম যুদ্ধে
ঘ. পানিপথের দ্বিতীয় যুদ্ধে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল –
ক. আওয়ামী লীগের ছয় দফা ঘোষণা
খ. আগরতলা ষড়যন্ত্র মামলা
গ. ভারত-পাকিস্থান যুদ্ধ
ঘ. উনিশ দফা আন্দোলন
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!