প্রিলিমিনারি টেস্ট-০২

১। শব্দ ও ধাতুর মূলকে বলে?
বিভক্তি
ধাতু
প্রকৃতি (উত্তর)
কারক

২। বাংলা ব্যাঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
৬ টি (উত্তর)
৭টি
৯ টি
১০ টি

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

৩। কোন গুলো স্পর্শ ধ্বনি ?
ক-ফ
ট-য়
ক-ব
ক-ম (উত্তর)

৪। কোনটি শুদ্ধ?
দৈন্যতা
দীনতা (উত্তর)
দুরাবস্থা
দিঘী

৫। অপব্যায় এর ‘অপ’ উপসর্গটি কি অর্থে ব্যাবহৃত?
অপকর্ম (উত্তর)
বৈপরিত্য
বিকৃতি
সামীপ্য

৬। সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয়?
সৃষ্+টি
সৃশ্+ তি
সৃজ্+ তি (উত্তর)
স্রী + ষ্টি

৭। নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
ধীরে চল
ঘোড়া খুব দ্রুত চলে (উত্তর)
সে গুণবান
মেটে কলসী

৮। কর্মে অতিশয় তৎপর এক কথায় কি হবে?
কর্মপটু
কর্মনিষ্ঠ
কর্মতৎপর
ত্বরিৎকর্মা (উত্তর)

৯। তন্ময় এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
তণু+ ময়
তৎ+ ময় (উত্তর)
তনু + ময়
তদ্+ ময়

১০। ‘প্রকৃষ্ট যে ভাত ‘ কোন সমাস?
নিত্য সমাস
কর্মধারয় সমাস
কর্মধারয় সমাস
প্রাদি সমাস (উত্তর)
অব্যয়ীভাব

১১। কোন বাক্যটি দ্বারা অনুভূতি ব্যাক্ত করা হয়েছে?
আমার মাথায় খুব আঘাত লেগেছে
আমার আজই পাচঁশত টাকা লাগবে
আমার খুব শীত লাগছে (উত্তর)
উপরের কোনটিই নয়

১২। কোনটি যোগরূঢ় শব্দ?
তামাটে
জলধর (উত্তর)
দাতা
পড়ুরা

১৩। বিশ বাঁও জলে বাগধারাটির অর্থ কি?
অতিশয় পন্ডিত
সাফল্যের অতীত (উত্তর)
নিরেট মূর্খ
সামান্য সম্পদ

১৪। কোনটি অভিশ্রুতি?
কবাট >কপাট
ধোবা> ধোপা
সকাল> সক্কাল
মাছুয়া > মেছো (উত্তর)

১৫। ধোপাকে কাপড় দাও। ‘ধোপাকে’ কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে চতুর্থী বিভক্তি
কর্মকারকে চতুর্থী বিভক্তি (উত্তর)
সম্প্রদান কারকে দ্বিতীয়া বিভক্তি।অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি

১৬। ‘রাজলক্ষী’ চরিত্রের স্রষ্ট্রা ঔপন্যাসিক?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (উত্তর)
তারাশঙ্কর রায়
কৃষ্ণচন্দ্র মজুমদার

১৭। সততার পুরষ্কার গল্পের লেখক কে?
মুহাম্মদ শহীদুল্লাহ (উত্তর)
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
মোহাম্মদ লুতফর রহমান

১৮। সংশপ্তক ও সারেং বউ কোন জাতীয় গ্রন্থ?.
উপন্যাস (উত্তর)
নাটক
রম্য রচনা
প্রবন্ধ

১৯। ‘সত্য সুন্দর দাস ‘ কার ছদ্মনাম?
গোবিন্দচন্দ্র দাস
মোহিতলাল মজুমদার (উত্তর)
জীবনানন্দ দাশ
দ্বিজেন্দ্রলাল রায়

২০। অ্যাডমস পীক কি?
পর্বত (উত্তর)
জাহাজ
প্রাসাদ
ভাস্কর্য

২১। ইরানে ইসলামী বিপ্লব হয়েছিলো কত সালে?
১৯৯২
১৯৭৯ (উত্তর)
১৯৭৪
১৯৭৫

২২। বিশ্বের বৃহত্তম অস্র রপ্তানীকারক দেশ কোনটি?
যুক্তরাষ্ট্র (উত্তর)
যুক্তরাজ্য
ফ্রান্স
জার্মানি

২৩। প্রফেসর মুহাম্মাদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি?
দরিদ্রহীন বিশ্বের অভিমুখে (উত্তর)
ভূমিহীন ও বিত্তহীনদের জন্য।জোবরা গ্রামের সাফল্য
রূপসী বাংলাদেশ

২৪। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান যে বিমানটি নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ পালিয়ে আসতে চেয়েছিলেন সেই বিমানটির নাম কি?.
মিগ ২১
টি ৩৩ (উত্তর)
এফ ৫
মিরেজ ৭

২৫। বাংলাদেশে বর্তমানে কয়টি ওয়াল্ড হেরিটেজ সাইট রয়েছে?.



৩ (উত্তর)

২৬। মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত মুসলিম ব্রাদারহুডের স্থানীয় রাজনৈতিক সংগঠন হামাস এর প্রতিষ্ঠাতা কে?.
আব্দুল আজিজ রানতিসি
শেখ আহমদ ইয়াসিন (উত্তর)
মাহমুদ আব্বাস
ইসমাইল হানিয়া

২৭। ফরাসি বিপ্লবের সাথে কোন দুর্গটির নাম বিশেষভাবে জড়িত হয়ে আছে?
ফোর্ট উইলিয়াম দুর্গ
রিবেল দুর্গ
লাল কেল্লা দুর্গ
বাস্তিল দুর্গ (উত্তর)

২৮। আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার সমপর্কে কি হয়??
ক: ভাগ্নে
খ: ভাই (উত্তর)
গ: মামা
ঘ: ভাতিজা

২৯। ‘র‍্যাডক্লিপ লাইন ‘ কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা?
জার্মানি ফ্রান্স
ভারত – পাকিস্তান (উত্তর)
ভারত – চীন
উত্তর কোরিয়া – দক্ষিণ কোরিয়া

৩০। “বানৌজা শেখ মুজিব” নৌঘাঁটি কোথায় অবস্থিত?
চট্টগ্রাম
পটুয়াখালী
ঢাকা (উত্তর)
মংলা

৩১। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
গড়াই
আত্রাই
করতোয়া (উত্তর)
মহানন্দা

৩২। বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে?
১৯৫০
১৯৫২ (উত্তর)
১৯৬০
১৯৬৫

৩৩। বর্তমানে দেশে বীরঙনার সংখ্যা কত জন?
২৩৯
২৫৩
২৭১
২৭২ (উত্তর)

৩৪। FBI কোন দেশের গোয়েন্দা সংস্থা?
কম্বোডিয়ার
যুক্তরাষ্ট্রের (উত্তর)
ফ্রান্সের
মিয়ানমারের

৩৫। নিচের কোনটি পানিতে দ্রবণীয়?
কার্বন
সালফার
সোডিয়াম (উত্তর)
সিসা

৩৬। তোষা ৬ কোন ফসলের নাম?
উন্নত জাতের মরিচ
উন্নত জাতের পাট (উত্তর)
উন্নত জাতের ভুট্টা
উন্নত জাতের তরমুজ

৩৭। লিবিয়া এর মুদ্রার নাম কী?
ক) পাউন্ড
খ) দিরহাম
গ) রিয়েল
ঘ) দিনার (উত্তর)

৩৮। পঞ্চম কৃষিশুমারী কবে হবে?
২০১৯ সালের ডিসেম্বর মাসে
২০২১ সালের মে মাসে
২০১৯ সালের এপ্রিল মাসে (উত্তর)
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে

৩৯। সার্ক ফোয়ারা ভাস্কর্য টির ভাস্কর কে?
জয়নুল আবেদিন
রূপম রায়
নিতুন কুন্ড (উত্তর)
মৃনাল হক

৪০। হাইব্রিড বা আংশিক গণতন্ত্র সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
৬৭ তম
৯৭ তম
৮৮ তম (উত্তর)
৪৫ তম

৪১। What is done can not be undone.
ক)যা কিছু সব করা হইছে।
খ) যা হয়ে গিয়েশে তা আর ফিরিয়ে আনা যায় না।
গ) য হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে। (উত্তর)
ঘ) যা করা হয়েছে তা কি আর ফিরিয়ে আনতে পারবো।

৪২। ট্রেনটি ঢাকায় যাবে।
a) The train is going to Dhaka.
b) The train is bound for Dhaka. (উত্তর)
c)The train is leaving to Dhaka
d) The train will go to Dhaka.

৪৩। রানী ছবি আঁকে।
a)Rani draw a picture
b) Rani drew a picture
c) Rani drawing a picture
d) Rani draws a picture (উত্তর)

৪৪। নতুন করে শুরু কর।
a) Strat afresh
b)Start from the begining
c)Restart (উত্তর)
d)start now

৪৫। A — in time saves nine.
a) stick
b)strict
c)stitch (উত্তর)
d)stich

৪৬। Choose the correct spelling-
a) questionere
b)questioneer
c)questionaire
d)questionnaire (উত্তর)

৪৭। spelling
a)leisure (উত্তর)
b)liesure
c)leasure
d)lesiure

৪৮। spelling-
a)tolerate (উত্তর)
b)tolarate
c)tolaret
d)tolerete

৪৯। “A Tale of Two Cities” refers to-
a) London and Paris (উত্তর)
b) London and Washington
c) London and Rome
d) London and Berlin

৫0। Who is the author of “The Origin of Species”?
a) c. darwin (উত্তর)
b) a. pope
c.) t. hardy
d)milton

৫১। Robert forest is a poet of-
a)usa (উত্তর)
b)England
c)Ireland
d) Scotland

৫২। Nasir lives — honest man.
a) on
b) at
c)in
d)by (উত্তর)

৫৩। In spite of request he did not —
a) give in (উত্তর)
b)give out
c) give from
d)give off

৫৪। We all home thirst– happiness
a) after
b)by
c) for (উত্তর)
d) upon

৫৫। The weather is — gloomier today than it was yesterday
a)more
b)more than
c)very
d)much (উত্তর)

৫৬। Have you ever– England
a) been to
b) been on
c) went on
d)went to (উত্তর)

৫৭। Seeing is-
a) to belive
b)belived
c)beliving (উত্তর)
d)how to belive

৫৮। The antonym of the word-” Unique”-
a)popular (উত্তর)
b)common
c)distinctive

৫৯। Black and blue mesns-
a) mercifully
b) mercilessly (উত্তর)
c) sympthetically
d) hopefully

৬০। Erratic means-
a)irregular (উত্তর)
b)elevate
c) furnish
d)develop

৬১. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ।আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১২৫০ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
ক.৫০ মিটার (উত্তর)
খ.৬০ মিটার
গ.৩০ মিটার
ঘ.৪০ মিটার

৬২। কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের কি বলা হয়?
ক. সমদ্বিখন্ডক
খ.অতিভুজ
গ.লম্ব
ঘ.মধ্যমা (উত্তর)

৬৩। 5x+ 3y =7,এবং 4x+5y=3 হলে,x ও y এর মান হবে যথাক্রমে-
ক.১,২
খ.২,-১ (উত্তর)
গ.-১,২
ঘ.-২,১

৬৪. যদি a:b = 3:2 এবং b:c=7:6 হয়,তবে c:a কত?
ক.2:6
খ.2:7
গ.3:7
ঘ.4:7 (উত্তর)

৬৫. (a-b),(a²-ab),(a²-b²) এর ল.সা.গু নিচের কোনটি?
ক.(a-b)
খ.a(a²-b²) (উত্তর)
গ.a²-b
ঘ.a(a-b)

৬৬. একটি ঘরের দৈর্ঘ্য ৮ মি.,প্রস্থ ৬ মি.এবং উচ্চতা ৩ মি. হলে, ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে?
ক.৮৪ ব.মি. (উত্তর)
খ.৮৮ ব.মি
গ.৮৬ ব.মি
ঘ.৯০ ব.মি

৬৭। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৭.৫ ফুট হলে,বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ক.১২.৭২৫ বর্গফুট
খ.২৮.১২৫বর্গফুট (উত্তর)
গ.৩৬.৫০ বর্গফুট
ঘ.৯.৩৭৫ বর্গফুট

৬৮। কোনো সংখ্যার 1/3 সংখ্যাটির 1/5 অপেক্ষা 4 বেশি।সংখ্যাটি কত?
ক.15
খ.30 (উত্তর)
গ.45
ঘ.60

৬৯. x-6=7x-48 কে সমাধান করলে x এর মান হবে-
ক.৩
খ.-৬
গ.৫
ঘ.৭ (উত্তর)

৭০. অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে,ক্ষুদ্রতম কোণটির পরিমাণ হবে-
ক.৩০ ডিগ্রি (উত্তর)
খ.৬০ডিগ্রি
গ.৯০ডিগ্রি
ঘ.১২০ডিগ্রি

৭১। কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
১৬
২৫
৩৬ (উত্তর)

৭২। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?
১৬
১৫
১২ (উত্তর)
২২

৭৩। কতকগুলো ঘন্টা একসাথে বাজার ১০ সেকেন্ড,, ১৫ সেকেন্ড,, ২০ সেকেন্ড পরপর বাজতে লাগল। উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে?
১ মি. ২০ সেকেন্ড
১ মি.৩০ সেকেন্ড
৩ মিনিট
৫ মিনিট (উত্তর)

৭৪। ৬০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ৩। ঐ মিশ্রণে পানির পরিমাণ কত?
১৫ লিটার
১৮ লিটার (উত্তর)
১২ লিটার
১০ লিটার

৭৫। ১০ বছর আগে ক এর বয়স ছিলো খ এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ঃ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?
২০ বছর
২৫ বছর
৩৫ বছর (উত্তর)
৪৫ বছর

৭৬। দুই সন্তানের গড় ১০ বৎসর ও মাতাসহ তাদের বয়সের গড় ১৭ বৎসর হলে। মাতার বয়স কত?
২৮ বৎসর
৩০ বৎসর
৩১ বৎসর (উত্তর)
৩২ বৎসর

৭৭। কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলিবে?
১৫ দিন
২০ দিন (উত্তর)
২৪ দিন
২৮ দিন

৭৮। চালের দাম ২৫% বৃদ্ধি পাওয়ায় এক ব্যাক্তি চালের ব্যাবহার এমনভাবে কমালেন যেন চালের খরচ অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যাবহার শতকরা কত কমালেন?
১৬
১৮
২০ (উত্তর)
২৫

৭৯। দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার মধ্য দিয়ে কয়টি সমতল আঁকা যায়?
দুটি
তিনটি
একটি (উত্তর)
অনেকগুলো

৮০। প্রকৃত ভগ্নাংশের?
হর লব অপেক্ষা বড় (উত্তর)
হর ও লব সমান
হর লবের চেয়ে ছোট
কোনটিই নয়


আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!