প্রিলিমিনারি টেস্ট-০১

১। বৃহদার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
পুস্তিকা
হিমানী (উত্তর)
গায়িকা
মামি

২। ডালভাত কোন অর্থের শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে?
সমার্থক
মিলনার্থক
ভিন্নার্থক (উত্তর)
বিপরীতার্থক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

৩। নিচের কোনটি অজ্ঞাতমুলক ধাতু?
হের (উত্তর)
হাস
যা
ঘষ

৪। বঙ্কিমচন্দ্র মোট কতটি উপন্যাস লিখেছেন?
১১
১২
১৩
১৪ (উত্তর)

৫। সেজুঁতি কাব্যাগ্রন্থের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর (উত্তর)
শামসুর রহমান
রামমোহন রায়

৬। কোনটি পারিমাণবাচক শব্দ?
একুশ
একুশে
একবিংশতি (উত্তর)
একবিংশ

৭। জীবনানন্দ দাশের প্রথম কাব্যাগ্রন্থ কোনটি?
রাখালী
বালুচর
ঝরাপলক (উত্তর)
ধানক্ষেত

৮। যৌবনসূর কোন ধরনের শব্দ?
সন্ধিজাত
সমাসব্দ (উত্তর)
প্রত্যয়জাত
ধ্বন্যাত্মক

৯। যে নারীর স্বামী ও পুত্র নেই?
কুমারী
অবীরা (উত্তর)
অনূঢ়া
বিধবা

১০। ঝিনুক নিচের কোনটির প্রতিশব্দ?
সুক্তি (উত্তর)
মুক্তি
সলিল
শৈল

১১। কল্কে পাওয়া বাগধারার অর্থ কি?
গুরুত্ব না পাওয়া
গুরুত্ব পাওয়া (উত্তর)
বড়লোক
পাগল হওয়া

১২। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়?
স্বরবৃত্ত (উত্তর)
মাত্রাবৃত্ত
অক্ষরবৃত্ত
পয়ার

১৩। যুগ সন্ধিক্ষনের কবি?
ভারতচন্দ্র রায়
ঈশ্বরচন্দ্র গুপ্ত (উত্তর)
বিহারীলাল চক্রবর্তী
মাইকেল মধুসূদন দত্ত

১৪। এলেবেল বইটি কার লিখা?
যাযাবর
তারাশঙ্কর
হুমায়ুন আহমেদ (উত্তর)
সুকান্ত ভট্টাচার্য

১৫। মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?
আকবর
বাবর (উত্তর)
শাহজালাল
হুমায়ুন

১৬। ইউনেস্কো কোন বছর ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে?
১৯৯৮
১৯৯৯ (উত্তর)
২০০০
২০০১

১৭। কোনটি শুদ্ধ বানান?
সান্তনা
সান্ত্বনা (উত্তর)
শান্ত্বনা
স্বান্ত্বনা

১৮। কোনটি সঠিক বাক্য?
তার অভিশেক সম্পন্ন হয়েছে
তার অভিশেক সম্পন্ন হয়েছে
তার অভিষেক সপন্ন হয়েছে
তার অভিষেক সম্পন্ন হয়েছে (উত্তর)

১৯। বাক্য যৌগ্যতার সঙ্গে কয়টি বিষয় জড়িত থাকে?
৪ টি
৫ টি
৬ টি (উত্তর)
৭ টি

২০। মিশ্র বাক্যের অপর নাম?
খন্ড বাক্য
সহজ বাক্য
জটিল বাক্য (উত্তর)
যৌগিক বাক্য

২১। ছুটি খাঁর প্রকৃত নাম কী?
পরাগল
শীকর নন্দী
নসরত খাঁ (উত্তর)
কবিন্দ্র পরমেশ্বর

২২। সুন্দরনকে জলদস্যুমুক্ত ঘোষণা করা হয় কত তারিখ?
১ নভেম্বর ২০১৮ (উত্তর)
৩ নভেম্বর ২০১৮
৫ নভেম্বর ২০১৮
৭ নভেম্বর ২০১৮

২৩। বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান মার্কিন নির্বাচনে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সদস্য হিসাবে জয়ী হয়েছে কোন অঙ্গরাজ্য থেকে?
মন্টানা
নিউ হ্যামশায়ার (উত্তর)
ফ্লোরিডা
ডাকোটা

২৪। একাদশ জাতীয় সংসদ নিড়বাচনের তফসিল ঘোষণা করা হয়?
৩ নভেম্বর ২০১৮
৫ নভেম্বর ২০১৮
৮ নভেম্বর ২০১৮ (উত্তর)
৭ নভেম্বর ২০১৮

২৫। সাফ অনূর্ধ্ব -১৫ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর বিজয়ী দেশ?
পাকিস্তান
ভারত
বাংলাদেশ (উত্তর)
নেপাল

২৬। ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব ২০১৮ শুরু হয় কবে?
৭ নভেম্বর ২০১৮
১০ নভেম্বর ২০১৮
১৫ নভেম্বর ২০১৮ (উত্তর)
১৮ নভেম্বর ২০১৮

২৭। হাসিনা -অ্যা ডটারস টেল এর ব্যাপ্তি কত?
৭০ মিনিট (উত্তর)
৯০ মিনিট
১২০ মিনিট
১০০ মিনিত

২৮। সর্দার বল্লবভাই প্যাটেলের মূর্তিটি উদ্বোধন করা হয়?
২৯ অক্টোবর ২০১৮
৩১ অক্টোবর ২০১৮ (উত্তর)
১ নভেম্বর ২০১৮
৩ নভেম্বর ২০১৮

২৯। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ( ACC) এর নতুন কে?
আকরাম খান
নাজমুল হাসান পাপন (উত্তর)
এহসান মানি
খালেদ মাসুদ

৩০। দেশে বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কতটি?
৬৩১
৬৩৫ (উত্তর)
৬৩৮
৬৪১

৩১। ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?
অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী (উত্তর)
পরিকল্পনামন্ত্রী
স্পীকার

৩২। নাট্যভুক্ত মুসলিম দেশের নাম কী?
ইরান
তুরুস্ক (উত্তর)
কুয়েত
জর্ডান

৩৩। বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?
লন্ডন
নিউইয়র্ক (উত্তর)
প্যারিস
বেইজিং

৩৪। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ?
মার্টিন লুথার কিং
মাদার তেরেসা (উত্তর)
প্রিন্সেস ডায়ানা
নেলসন ম্যান্ডেলা

৩৫। ECO এর সদর দপ্তর কোথায়?
তেহরান (উত্তর)
প্যারিস
ব্রাসেলস
হেগ

৩৬। মুসলমান লেখক রচিত প্রথম গল্প কোনটি?
রুপজালাল
বিষাদসিন্ধু
এসলামের জয়
রত্নাবতী (উত্তর)

৩৭। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?
পরিবিহন
পরিচিলন
বিকিরণ (উত্তর)
কোনটিই নয়

৩৮। বাংলাদেশকে স্বকৃতিদান কারী দ্বিতীয় দেশ কোনটি?
ভারত
ভুটান (উত্তর)
মালয়েশিয়া
সেনেগাল

৩৯। কিসের অভাবে গলগন্ড রোগ হয়?
আমিষ
শর্করা
আয়োডিন (উত্তর)
ভিটামিন

৪০। বাংলাদেশের একমাত্র মৎস গবেষণা ইনিষ্টিটিউট কোথায়?
রাজশাহী
ঢাকা
ময়মনসিংহ (উত্তর)
চাঁদপুর

৪১। In black and white – phrase টির অর্থ কী?
Verbally
In writing (উত্তর)
Temporary
Face

৪২। Milk and – phrase. টির অর্থ কি?
Pure milk and water
Dirty milk and water
Lifeless, dull (উত্তর)
Colourless things

৪৩। I am looking forward – you?
Seeing
To see
To have been
To seeing (উত্তর)

৪৪। I spent – with the patient?
Sometimes
Some time (উত্তর)
Sometime
Some times

৪৫। কোন বাক্যটি শুদ্ধ?
we get up at dawn (উত্তর)
More he gets, the more he wants
See the word in the dictionary
There is no place in my room

৪৬। কোন বাক্য টি শুদ্ধ?
He should in the top of his voice
He shouted with the top of his voice
He shouted on the top of his voice
He shoted at the top of his voice (উত্তর)

৪৭। He said ” what a pity” বাক্যটির indirect speech হবে?
he said that it was a great pity
He exclaimed that it is a great pity
He exclaimed that it was a great pity (উত্তর)
He exclaimed that it is great pity

৪৮। Who can do it বাক্যটির passive from হবে?
By whom can it be did
By whom can it be do
By whom could it be done
By whome can it be (উত্তর)

৪৯। I shall do the work বাক্যটির passive from হবে?
the work shall be done by me
The work shall be done with me
The work will be done by me (উত্তর)
The work would be done by me

৫০। The shirt is?
After my taste (উত্তর)
Before my taste
After one’s taste
According to my taste

৫১। What is the meaning of ” prior to”?
On
After
Before (উত্তর)
Beside

৫২। The Suffering of the poor man -?
Beyond description
Beggars description (উত্তর)
Out of description
Beggar description

৫৩। A rolling stone gathers no moss. What rolling is “Raisul Islam Hridoy”
Verbal noun
Participle (উত্তর)
Adjective
Gerund

৫৪। who is the modern philosopher who was awarded novel prize for literature?
Lenin
James baker
Dr kissinger
Bertrand russel (উত্তর)

৫৫। what type of noun the word chemistry is?
Material
Proper (উত্তর)
Common
Abstract

৫৬। A reward has been announced for the employees who- hard?
Have has worked
Have worked (উত্তর)
Ha worked
Will be worked

৫৭। what is the meaning of prior to?
On
After
Before (উত্তর)
Beside

৫৮। কলম টি তার?
the pen is mine
The pen is this
He is the owner of the pen
He belong to the pen (উত্তর)

৫৯। কেটলিতে পানি টগবগ করছে?
the water is simmering of the kettle (উত্তর)
The water is boiling the kettle
The water is rising high in the kettle
The kettle is over following

৬০৷ We could not buy anything because – of the shops was open?
nothing
All
No one
None (উত্তর)

৬১। ১,৩,৪,৭,১১…. ধারাটির পরবর্তী সংখ্যা কত?
১৩
১৮ (উত্তর)
১৫
২০

৬২। ৫০ কেজি চিনির দাম ১৪৭৫ টাকা হলে ৬৩ কেজি চিনির দাম কত?
১৭৫৮.৫০ টাকা
১৮৫৮.৫০ টাকা (উত্তর)
১৬৫৮.৫০ টাকা
১৫৫৮.৫০ টাকা

৬৩। a+b=10 এবং a-b=6 হলে
ab=?
25
18
16 (উত্তর)
12

৬৪। A কোনের মান ৫০° ডিগ্রি হলে এর পূরক কোণ কত?
১৩০°
৪০° (উত্তর)
৩১০°
৫০°

৬৫। কোন শিবিরে ৪০০০ জন লোকের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে, যদি ৩০ দিন পর ৮০০ জন লোক চলে যায় তাহলে অবশিষ্ট খাদ্য বাকি লোকের কত দিন চলবে?
২০০ দিন (উত্তর)
৩০০ দিন
৪০০ দিন
১৫০ দিন

৬৬। ক ও খ একত্রে কাজ ৮ দিনে শেষ করতে পারে। ক একা ১২ দিনে কাজ টি শেষ করতে পারলে খ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
১৬ দিন
২০ দিন
২৮ দিন
২৪ দিন (উত্তর)

৬৭। a+b=5, এবং ab=3 হলে a³+b³=?
65
70
75
80 (উত্তর)

৬৮। ৪:৫ =১২:x হলে x- এর মান কত?
১২
১৫ (উত্তর)
১৩
১৪

৬৯। অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ হবে?
৩০° (উত্তর)
৬০°
৯০°
১২০°

৭০। একটি কামরার পরিসীমা ৪৪ ফুট, ক্ষেত্রফল ১২০ বর্গফুট, কামরার দৈর্ঘ্য ও প্রস্থ কত?
৩০,১৪
২০,৬
১২,১০ (উত্তর)
২৪,৫

৭১। কোন সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
১৪১ (উত্তর)
১৪৪
১৪৭
২৮৫

৭২। ১২৫ টি কলম ও ১৪৫ টি পেন্সিল কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যায়?
১০
৫ (উত্তর)
১৫
২০

৭৩। ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে?
৭০
৮০ (উত্তর)
৯০
৯৮

৭৪। দুইটি সংখ্যার অনুপাত ৫:৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে বড় সংখ্যাটি কত?
৯১
১০৪ (উত্তর)
১১৭
৪০

৭৫। এক ডজন আম ৩৬ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হবে?
৫ টাকা
৬ টাকা
৮ টাকা
৯ টাকা (উত্তর)

৭৬। 2x²- xy – 6y² এর উৎপাদক?
(2x+3y) ( x-2y) (উত্তর)
( 2x – 3y) ( x+2y)
(x+3y) ( 2x -3y)
( 2x-3y) ( 2x+3y)

৭৭। ৭,৫০০ টাকা ১:২:৩:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে?
৩০০০
২০০০ (উত্তর)
২৫০০
২৬০০

৭৮। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭,১৪,২১,৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটি ও কম বা বেশি হবে না?
২১০ (উত্তর)
২২০
২৩০
২৬০

৭৯। সুদের হার ৯% হতে কমে ৪% হওয়ায় এক ব্যাক্তির আয় ২ বছরে ৫০ টাকা কমে গেলে তার মূলধন কত?
৪০০ টাকা
৫০০ টাকা (উত্তর)
৮০০ টাকা
৯০০ টাকা

৮০। যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তখন কোণ দুটিকে একটির অপরটির কি কোন বলে?
সমকোণ
সূক্ষকোণ
পূরুক কোণ
সন্নিহিত কোণ (উত্তর)


আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!