পাটিগণিত-৩০

প্রশ্নঃ ঘণ্টায় ৪ কি.মি. গতি বৃদ্ধি করায় ৩২ কি.মি. পথ অতিক্রম করতে ৪ ঘন্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল?
ক. ৮ কি.মি.
খ. ১২ কি.মি.
গ. ৪ কি.মি.
ঘ. ২ কি.মি.
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি গাড়ি ঘন্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর ঘণ্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগ গড় কত?
ক. ৫৪ মাইল/ঘন্টা
খ. ৫০ মাইল/ঘন্টা
গ. ৫২.৫ মাইল/ঘন্টা
ঘ. ৫৫ মাইল/ঘন্টা
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ A train went 300 miles from city X to city Y at an average speed of 80 miles per hour. At what speed did the train travel on the way back if its average speed for the whole was 100 mph?/একটি ট্রেন গড়ে ঘণ্টায় ৮০ মাইল বেগে X শহর হতে ৩০০ মাইল দূরবর্তী Y শহরে পৌছাল। ট্রেনটি কত গতিবেগে ফিরে এলে সমস্ত ভ্রমনে তার গড় গতিবেগ হবে ১০০ মাইল/ঘন্টা?
ক. 120 mph
খ. 125 mph
গ. 137 mph
ঘ. 133.33 mph
ঙ. 150 mph
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুটি বাস ঘণ্টায় ২০ কিমি বেগে একই সময়ে গাবতলী হতে আরিচার উদ্দেশ্যে রওনা হল। সাভার পৌছার পর একটি বাস থেমে গেল। কিন্তু অপর বাসটি চলতে থাকল। আধা ঘন্টা পর থেমে থাকা বাসটি আবার ২৫ কিমি/ঘন্টা বেগে চলতে শুরু করল। সাভার হতে কত দূরে বাস দুটি আবার মিলিত হবে?
ক. ৪০ কিঃ মিঃ
খ. ৫০ কিঃ মিঃ
গ. ৬০ কিঃ মিঃ
ঘ. ৫৫ কিঃ মিঃ
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় গিয়ে বিকাল ৩টায় চট্টগ্রামে পৌছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল?
ক. ২৪.৫ কিমি
খ. ৩৭.৫ কিমি
গ. ৪২.০ কিমি
ঘ. ৪৫.০ কিমি
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকা থেকে টাঙ্গাঈলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় ৩ মাইল বেগে হাটে এবং রহিম ঘণ্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার পর রহিম টাঙ্গাঈল থেকে ঢাকা রওনা হয়েছে। রহিম কত মাইল হাটার পর রহিমের সাথে দেখা হবে?
ক. ২১
খ. ২২
গ. ২৩
ঘ. ২৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রেলপথে চারিগ্রাম থেকে পাড়িলের দূরত্ব ৬০০ কিলোমিটার। সকাল ৭টায় ঘণ্টায় ৯০ কিমি বেগে একটি ট্রেন পাড়িলের উদ্দেশ্যে এবং ১ ঘন্টা পর আরেকটি ট্রেন ঘণ্টায় ৮০ কিমি বেগে পাড়িল থেকে চারিগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিল। বেলা ক’টায় সময় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে?
ক. ১০টা
খ. ১১টা
গ. ১২টা
ঘ. ১টা
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি ট্রেন প্রতি ঘণ্টায় ৩০ কিমি বেগে চলে গন্তব্য স্থানে পৌছাল। ট্রেনটির বেগ ঘণ্টায় ২৭ কিমি হলে গন্তব্য স্থানে পৌছতে ২০ মিনিট সময় বেশি লাগত। পথের দূরত্ব নির্নয় করুন?
ক. ৯০ কিমি
খ. ৮০ কিমি
গ. ৭০ কিমি
ঘ. ৯৫ কিমি
উত্তরঃ ক

প্রশ্নঃ A car travels 15 meters in one second. What is the speed of the car per hour in kilometer?/একটি গাড়ির গতি সেকেন্ডে ১৫ মিটার। গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিলোমিটার?
ক. 54
খ. 48
গ. 42
ঘ. 36
ঙ. 40
উত্তরঃ ক

প্রশ্নঃ B শহরটি A শহরের ৫ মাইল পূর্বে অবস্থিত। C শহরটি B শহরের ১০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত। নিচের কোনটি A শহর B শহরের দূরত্বের নিকটতম মান নির্দেশ করে?
ক. ১১ মাইল
খ. ১২ মাইল
গ. ১৩ মাইল
ঘ. ১৪ মাইল
উত্তরঃ ঘ

গণিত, পাটিগণিত, সরলীকরণ ও বর্গমূল:

প্রশ্নঃ (-1)2 – (-1)3 = ?
ক. -2
খ. -1
গ. 0
ঘ. 2
ঙ. 1
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ ও ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?
ক. ৩৬০০
খ. ২৪০০
গ. ১২০০
ঘ. ৩০০০
উত্তরঃ ক

প্রশ্নঃ ৩.০০০১০+৫×১০-৩=কত?
ক. ৩.০০৫১০
খ. ৩.০৫০১০
গ. ৩.০০০১৫
ঘ. ৩.০০০৬০
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি √০.০০২৬ সবচেয়ে কাছাকাছি?
ক. ০.০৫
খ. ০.০৬
গ. ০.৫
ঘ. ০.১৬
ঙ. ০.৬
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ হয়। ছাত্র সংখ্যা কত?
ক. ৯২
খ. ৭৫
গ. ৯১
ঘ. ৮১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ (০.৭)২ – (০.৩)২০.৭ + ০.৩ = কত?
ক. ০.৭
খ. ০.৩
গ. ০.৪
ঘ. ০.৫
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৫ ÷ ১৫ × ১৫১৫ ÷ ১৫ এর ১৫ সরল করলে তার মান হবে?
ক. ০
খ. ১
গ. ২২৫
ঘ. ১/২২৫
উত্তরঃ গ

প্রশ্নঃ ০.০০১০.১ × ০.১ = কত?
ক. ০.০১
খ. ০.১
গ. ১.১
ঘ. ০.০০১
উত্তরঃ খ

প্রশ্নঃ ০.০০০৫÷০.০০৮=?
ক. ০.০০৬২৫
খ. ০.০৬২৫
গ. ০.৬২৫০
ঘ. ৬.২৫০
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!