পাটিগণিত-৩১

প্রশ্নঃ ১০২৪ এর বর্গমূল কত?
ক. ৩২
খ. ২২
গ. ৫২
ঘ. ৪২
উত্তরঃ ক

প্রশ্নঃ [3.75{7.8 – 2.3(12.75 – 9.25)}] – 5 =?
ক. 1.7
খ. 1.5
গ. 1.4
ঘ. 2.5
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ 0.1 × 0.01 × 0.0010.2 × 0.02 × 0.002 এর মান কত?
ক. 1/2
খ. 1/40
গ. 1/80
ঘ. 1/8
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত দশ পয়সা করে চাঁদা দেয়ায় নব্বই টাকা সংগ্রহ হল। ঐ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা–
ক. ৯০ জন
খ. ৬০ জন
গ. ৩০ জন
ঘ. ১৫ জন
উত্তরঃ গ

প্রশ্নঃ ১১২৩ × ৩৪১১২৩ এর ৩৪ = সমান কত?
ক. ১৬৯
খ. ৩৪
গ. ৯১৬
ঘ. ১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ √১৫০ এবং √৫৪ এর পার্থক্য কত?
ক. ২√৬
খ. ১৬√৬
গ. ৯√৬
ঘ. ৬√২
ঙ. ৮√৬
উত্তরঃ ক

প্রশ্নঃ (-1) x (-1) x (-1) + (-1) x (-1) = কত?
ক. 2
খ. 1
গ. -2
ঘ. 0
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩√(১২৫x৮)=কত?
ক. ২০
খ. ১০√২
গ. ১০
ঘ. ১০√৫
উত্তরঃ গ

প্রশ্নঃ ০.৩×৩০÷১০= কত?
ক. ০.০৯
খ. ০.৯
গ. ০.০০৯
ঘ. ৯
উত্তরঃ খ

প্রশ্নঃ ৪ x ৫ x ০ x ৭ x ১=
ক. ১৪০
খ. ০
গ. ১৮০
ঘ. ২১০
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন স্থানে যত লোক আছে তত পাঁচ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল?
ক. ২৫
খ. ৫৫
গ. ১২৫
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ What is the best possible result for the problem 8/35÷4/15=?
ক. 1/2
খ. 6/7
গ. 32/525
ঘ. 7/6
উত্তরঃ খ

প্রশ্নঃ – ২ + (-২) – {-(২)} – ২ এর মান কত?
ক. -৬
খ. -৪
গ. -২
ঘ. ৪
উত্তরঃ খ

প্রশ্নঃ ০.১ এর বর্গমূল কত?
ক. ০.১
খ. ০.০১
গ. ০.২৫
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা–
ক. ১৪২
খ. ১৪৪
গ. ১৩৬
ঘ. ১৪০
উত্তরঃ খ

প্রশ্নঃ ৩/৮ + ০.০৫ = কত?
ক. ১৭/৪০
খ. ৭/৪
গ. ১৩/৪০
ঘ. ২৭/৪০
উত্তরঃ ক

প্রশ্নঃ (০.০১×১)২ =কত?
ক. ০.১
খ. ০.০১
গ. ০.০০১
ঘ. ০.০০০১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩৪ ÷ ১৬৩৪ এর ১৬
ক. ২৪
খ. ১৮
গ. ৩৬
ঘ. ১২
উত্তরঃ গ

প্রশ্নঃ যত দাতা প্রত্যেকে তত ১০ পয়সা ২৫০ পয়সা হল। দাতার সংখ্যা?
ক. ৫
খ. ১০
গ. ২০
ঘ. ২৫
উত্তরঃ ক

প্রশ্নঃ Simplify (0.5)2 + 20.09
ক. 5
খ. 50
গ. 25
ঘ. 0.5
উত্তরঃ গ

প্রশ্নঃ ৪৭০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে কত জন সৈন্য সরিয়ে নিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে?
ক. ১২৪
খ. ২২৪
গ. ৪২৪
ঘ. ৫০৪
উত্তরঃ গ

প্রশ্নঃ ৪৫ ÷ ১১০৪৫ × ১১০ সমান কত?
ক. ৯০
খ. ১০০
গ. ৮৮
ঘ. ১০৪
উত্তরঃ খ

প্রশ্নঃ 0.0010.1 × 0.1 = কত?
ক. 0.1
খ. 0.010
গ. 0.001
ঘ. 1.00
উত্তরঃ ক

প্রশ্নঃ ০.৮২ – ০.৩২০.৮ + ০.৩ = কত?
ক. ১.১
খ. ০.৪
গ. ০.৫
ঘ. ২.৪
উত্তরঃ গ

প্রশ্নঃ √০.০০০০০৬২৫=কত?
ক. ০.০০২৫
খ. ০.০০০২৫
গ. ০.০০০০২৫
ঘ. ০.০০৬২৫
উত্তরঃ ক

প্রশ্নঃ The value of -3 – (-10) is how much greater than the value of -10 – (-3)?/- ৩ – (-১০) এর মান -১০ – (-৩) অপেক্ষা কত বেশি?
ক. 0
খ. 6
গ. 7
ঘ. 14
ঙ. 26
উত্তরঃ ঘ

প্রশ্নঃ 26 + 2 সমান–
ক. √3 + √2
খ. 3 – √2
গ. √3 – √2
ঘ. √3 + 2
উত্তরঃ গ

প্রশ্নঃ ০.০০০১ এর বর্গমূল কত?
ক. ০.১
খ. ০.০১
গ. ০.০০১
ঘ. ১
উত্তরঃ খ

প্রশ্নঃ ১ কে ১০০ বার ১ দ্বারা গুণ করে গুণফলকে ১ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ১ বিয়োগ করে, বিয়োগফলকে ১০০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
ক. ১
খ. ০
গ. ১/১০০
ঘ. ৯৯/১০০
উত্তরঃ খ

প্রশ্নঃ √০.০০০৯=কত?
ক. ০.০৩
খ. ০.৩
গ. ০.০০৩
ঘ. ০.০০০৩
উত্তরঃ ক

প্রশ্নঃ (√7 + √7)2 =?
ক. 98
খ. 49
গ. 28
ঘ. 21
ঙ. 14
উত্তরঃ গ

প্রশ্নঃ ৮.০০০১-০.১-০.০১=কত?
ক. ৭.০৮৯১
খ. ৭.৮৯০১
গ. ৭.০০৮৯
ঘ. ৭.৭০০৯
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!