পাটিগণিত-২৯

প্রশ্নঃ ৭% হারে কত বছরে ৩০০০ টাকার সুদ ৪২০ টাকা হবে?
ক. ৮
খ. ২০
গ. ১৫
ঘ. ২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আশেক আলী মাতবর তার সম্পদের ১২% স্ত্রীকে, ২০% ছেলেকে এবং অবশিষ্ট ৮১৬০০ টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত ছিল?
ক. ১২২০০০০ টাকা
খ. ১০২২০০০ টাকা
গ. ১২০০০০০ টাকা
ঘ. ১১২২০০০ টাকা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে, খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত টাকা কম?
ক. ২৭ টাকা
খ. ২৫.৯৩ টাকা
গ. ৪০ টাকা
ঘ. ২৫.৫০ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ দবির প্রতি ডজন ৩০ টাকা দরে ৮ ডজন এবং ২৫ টাকা দরে ১২ ডজন ডিম ক্রয় করে প্রতি ডজন ডিম কি দরে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি ৩ টাকা লাভ হবে?
ক. ৩০ টাকায়
খ. ১৫ টাকায়
গ. ৪০ টাকায়
ঘ. ২০ টাকায়
উত্তরঃ ক

প্রশ্নঃ চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ৭৯৫ টাকায় পূর্বে যত কেজি চিনি পাওয়া যেত, বর্তমানে তার চেয়ে ৩ কেজি চিনি কম পাওয়া যায়। চিনির বর্তমান দর প্রতি কেজি কত?
ক. ১৫ টাকা
খ. ১৬ টাকা
গ. ১৮ টাকা
ঘ. ১৫.৯০ টাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ A book sells for Tk 65. This price gives the seller a profit 30% on his cost. What will be the new selling price, if he cuts his profit to 10% of the cost?/একটি বই ৬৫ টাকায় বিক্রি করায় বিক্রেতার ৩০% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হত?
ক. 55
খ. 50
গ. 45
ঘ. None of these
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৫৫%। ঐ মহল্লার পুরুষের সংখ্যা ১১০০ হলে ঐ মহল্লার মোট জনসংখ্যা কত?
ক. ২১০০ জন
খ. ২৩০০ জন
গ. ২০০৫ জন
ঘ. ২০০০ জন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ At a certain store, a chair was on sale for Tk 5000. As the manager thought he could get more money for the chair, he increased its price by 8%. After a week the chair had not been sold. The manager then reduced the last price by 10% and the chair was sold. For how much was the chair sold?/একটি দোকানে একটি চেয়ার ৫০০০ টাকায় বিক্রির জন্য রাখা হল। দোকানের ম্যানেজার ধারণা করলেন চেয়ারটি তিনি আরও বেশি দামে বিক্রি করতে পারবেন এবং তিনি চেয়ারটির দাম ৮% বাড়িয়ে দিলেন। এক সপ্তাহ পরেও চেয়ারটি অবিক্রিত রয়ে গেল। তখন ম্যানেজার চেয়ারের দাম সর্বশেষ মূল্য থেকে ১০% কমিয়ে দিলেন এবং চেয়ারটি বিক্রি হয়ে গেল। চেয়ারের বিক্য় মূল্য কত?
ক. 4860
খ. 4875
গ. 4900
ঘ. 4960
ঙ. None of these
উত্তরঃ ক

প্রশ্নঃ ৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টা কমলা বিক্রয় করলে x% লাভ হবে?
ক. ১৪০০/(১০০+x) টি
খ. ৫০০/(১০০+x) টি
গ. ৪০০/(১০০+x) টি
ঘ. ২০টি
উত্তরঃ ক

প্রশ্নঃ এক ডজন কলা ৩৭.৫ টাকায় ক্রয় করে ৩৯.৭৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক. ৩%
খ. ১২%
গ. ৬%
ঘ. ১৫%
উত্তরঃ গ

প্রশ্নঃ সাগরের পানিতে লবণের পরিমাণ ৪.৫%। ৫০ কেজি লবণ তৈরি করতে কত কেজি পানি বাষ্প করতে হবে?
ক. ১১২.২২ কেজি
খ. ১২.১২ কেজি
গ. ১১.১১ কেজি
ঘ. ১১১১.১১ কেজি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ When an object is sold for Tk 250, the seller makes 25% profit. What is the cost price of the object?/একটি দ্রব্য ২৫০ টাকায় বিক্রয় করায় বিক্রেতার ২৫% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
ক. Tk 200
খ. Tk 180
গ. Tk 220
ঘ. Tk 160
ঙ. None of the avobe
উত্তরঃ ক

প্রশ্নঃ এক ডজন ডিমের বিক্রয় মূল্যে ২০টি ডিম ক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক. ১০০/৩%
খ. ১৯৯/৩%
গ. ২০০/৩%
ঘ. ১০১/৩%
উত্তরঃ গ

প্রশ্নঃ এক ব্যক্তি তার স্ত্রীর বয়সের ১০% বড়। স্ত্রী তার চেয়ে x% ছোট। x কত?
ক. ৯১/১০
খ. ৯৯/১০
গ. ৮২/৯
ঘ. ১০০/১১
উত্তরঃ ঘ

গণিত, পাটিগণিত, সময়-দুরত্ব ও গতিবেগ:

প্রশ্নঃ একটি মাকড়সা ভিন্ন ভিন্ন গতিতে যথাক্রমে হাঁটে ও দৌড়ায়। মাকড়সাটি ১০ সেকেন্ড হেঁটে এবং ৯ সেকেন্ড দৌড়ে ৮৫ মিটার দূরত্ব অতিক্রম করে। আবার ৩০ সেকেন্ড হেঁটে এবং ২ সেকেন্ড দৌড়ে ১৩০ মিটার দূরত্ব অতিক্রম করে। মাকড়সাটির হাঁটার ও দৌড়ের গতি বেগ কত?
ক. হাঁটা ২ মি/সে, দৌড় ২৫ মি/সে
খ. হাঁটা ৩ মি/সে, দৌড় ৬ মি/সে
গ. হাঁটা ৩ মি/সে, দৌড় ২০ মি/সে
ঘ. হাঁটা ৪ মি/সে, দৌড় ৫ মি/সে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এক ব্যক্তি ঘণ্টায় ৩০ মাইল বেগে দুই ঘণ্টা ভ্রমন করার পর পরবর্তী ৩ ঘণ্টায় ৬০ মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথের জন্য গড় গতিবেগ কত?
ক. ১৮
খ. ২৪
গ. ৩৬
ঘ. ৪৫
উত্তরঃ খ

প্রশ্নঃ A motorist must complete 180 miles trip in 4 hours. If he averages 50 miles an hour for the first 3 hours of the trip, how fast must (in terms of mile per hour) he travel in the last hour?/একজন মোটর সাইকেল আরোহীকে ৪ ঘণ্টায় মোট ১৮০ মাইল পথ অতিক্রম করতে হবে। যদি সে প্রথম ৩ ঘণ্টায় গড়ে ৫০ মাইল/ঘন্টা বেগে চলে তবে তাকে শেষ ঘণ্টায় কত পথ অতিক্রম করতে হবে?
ক. 30
খ. 32
গ. 40
ঘ. None of these
উত্তরঃ ক

প্রশ্নঃ ঘণ্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে?
ক. x/y
খ. y/x
গ. xy
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ এক ব্যক্তি সকালে ৬ কিমি/ঘন্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৪ কিমি/ঘন্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার ১ ঘন্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব—
ক. ১০ কি.মি.
খ. ১২ কি.মি.
গ. ১৬ কি.মি
ঘ. ৮ কি.মি
উত্তরঃ খ

প্রশ্নঃ ৪ কি.মি./ঘন্টা বেগে চললে কোন স্থানে পৌছাতে যে সময় লাগে ৫ কি.মি./ ঘন্টা বেগে চললে তার চেয়ে ১ ঘন্টা সময় কম লাগে। স্থানটির দূরত্ব কত?
ক. ১০ কি.মি.
খ. ২০ কি.মি.
গ. ১৭ কি.মি.
ঘ. ৩০ কি.মি.
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্ব স্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতি বেগ ঘণ্টায় কত মাইল?
ক. ৪৫
খ. ৪৮
গ. ৭৫
ঘ. ২৪
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকা কুমিল্লার x দূরত্বের মধ্যে গাড়ির গতিবেগ p কিঃমিঃ/ঘন্টা। কুমিল্লা হতে চট্টগ্রাম y দূরত্বের মধ্যে গাড়ির গতিবেগ q কিঃমিঃ/ঘন্টা। ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে গাড়ীটির গড় গতিবেগ কত?
ক. pq(x+y)/(px+qy)
খ. pq(x+y)/(qx+py)
গ. (x+y)/(px+qy)
ঘ. (x+y)/(qx+py)
উত্তরঃ খ

প্রশ্নঃ দুই ব্যাক্তি একই স্থান হতে পরস্পর বিপরীত দিকে যাত্রা করে ৪ মিটার দূরত্ব অতিক্রম করল, অতঃপর বামে ঘুরে ৩ মিটার দূরত্ব অতিক্রম করল। তাদের মধ্যকার দূরত্ব কত?
ক. ৭ মিটার
খ. ১৪ মিটার
গ. ১০ মিটার
ঘ. ৬ মিটার
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি গাড়ির গতি সেকেন্ডে ৬০ ফুট। প্রতি ঘন্টার গতি কত মাইল?
ক. ৪৪
খ. ৮৮
গ. ২২
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ A man travels a certain distance at a rate of 20 miles an hour and returns at the rate of 30 miles an hour. What is his average speed?/এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব ঘণ্টায় ২০ মাইল বেগে অতিক্রম করল এবং ঘণ্টায় ৩০ মাইল বেগে যাত্রা স্থানে ফিরে এল। তার গড় গতিবেগ কত?
ক. 24
খ. 25.5
গ. 25
ঘ. None of these
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি ট্রেন ৪৬ মিনিটে শহর A থেকে শহর B তে পৌছায়। দুইটি শহরের দূরত্ব ৫৯.৮ মাইল হলে, ঘণ্টায় ট্রেনটির গড় গতিবেগ কত মাইল?
ক. ৬১
খ. ৪৮
গ. ৪৬
ঘ. ৭৮
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৫ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘন্টায় ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘণ্টায় ৫০ মাইল যাওয়া হবে?
ক. ১০০ মিনিট
খ. ১০২ মিনিট
গ. ১১০ মিনিট
ঘ. ১১২ মিনিট
উত্তরঃ খ

প্রশ্নঃ ক ঘণ্টায় ১০ কি.মি. এবং খ ঘণ্টায় ১৫ কি.মি. বেগে একই সময় একইস্থান থেকে রাজশাহীর পথে রওনা হয়ে ক সকাল ১০.১০ মিনিটের সময় এবং খ সকাল ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত?
ক. ২০ কিঃ মিঃ
খ. ২৫ কিঃ মিঃ
গ. ১৫ কিঃ মিঃ
ঘ. ২৮ কিঃ মিঃ
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!