পাটিগণিত-১৮

প্রশ্নঃ কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষয়ত্রীর ২/৩ অংশ মহিলা। পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ঐ স্কুলে শিক্ষক-শিক্ষুয়ত্রীর সংখ্যা কত?
ক. ৩০
খ. ৬০
গ. ৭২
ঘ. ৯০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নে উল্লেখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
ক. ১/২০
খ. ১/১৬
গ. ১/১৫
ঘ. ১/১২
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
ক. ১৩/১৫
খ. ২/৩
গ. ৪/৫
ঘ. ২৩/৩০
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন সম্পত্তির ১/২ অংশের মূল্য ১৬০০ টাকা হলে ঐ সম্পত্তির ১/৮ অংশের মূল্যের ৪ গুণ কত?
ক. ৪০০০ টাকা
খ. ৩২০০ টাকা
গ. ১৬০০ টাকা
ঘ. ৬৪০০ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে এক বিয়োগ করলে ভগ্নাংশটি ২/৩ হয়। কিন্তু হর ও লব উভয়ের সঙ্গে এক যোগ করলে ভগ্নাংশটি ৩/৪ হয়। ভগ্নাংশটি কত?
ক. ৪/৫
খ. ৩/৪
গ. ৭/৯
ঘ. ৫/৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সংখ্যাটি ১ এর সবচেয়ে কাছে?
ক. ৩/(৩+০.০৩)
খ. ৩/(৩+০.৩)
গ. ৩/(৩+<০.০৩>২)
ঘ. ৩/(৩+<০.৩>২)
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?
ক. ৭৭৫০
খ. ৭৮৯৬
গ. ৮৭৫৬
ঘ. ৮০০০
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে এর লব ও হরের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দিয়ে–
ক. লব ও হরকে গুণ করতে হবে
খ. লব ও হরকে ভাগ করতে হবে
গ. হরকে ভাগ করতে হবে
ঘ. লবকে গুণ করতে হবে
উত্তরঃ খ

প্রশ্নঃ দুইটি ভগ্নাংশের গুণফল ২৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?
ক. ২/৩
খ. ১/৩
গ. ৫/৪
ঘ. ৩/৪
উত্তরঃ গ

প্রশ্নঃ ০.৩ x ০.০৩ x ০.০০৩=?
ক. ০.০০০২৭
খ. ০.০০০০২৭
গ. ০.০০২৭
ঘ. ০.০২৭
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ব্যক্তির মোট সম্পত্তির ২/৩ অংশের মূল্য ৯০০০০ টাকা। ঐ ব্যক্তির সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?
ক. ১৩৫০০০
খ. ৬০০০০
গ. ১৫০০০০
ঘ. ১২০০০০
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নে বর্ণিত ভগ্নাংশের কোনটি ১/২ এর চেয়ে বেশি?
ক. ৩১/৬০
খ. ৩২/৬৫
গ. ৭/১৫
ঘ. ৩০/৬১
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
ক. ১/৩
খ. ৩/৬
গ. ২/৭
ঘ. ৫/২১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের দশমিক সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল কত হবে? .১, .০০০৯, .০২০, .০০১
ক. ০.০০০০৯
খ. ০.০০০১
গ. ০.০০১৮
ঘ. ০.০০০১৮
উত্তরঃ ক

প্রশ্নঃ একটির খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক তৃতীয়াংশ পানির মধ্যে ও ১২ ফুট পানির উপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত?
ক. ৭২ ফুট
খ. ৮০ ফুট
গ. ৬০ ফুট
ঘ. ৫৪ ফুট
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি স্কুলের ৪/৫ ভাগ ছাত্র ফুটবল খেলা দেখতে গিয়েছিল। তার ১/৪ ভাগ বাসে চড়ে গিয়েছিল। যদি ১৬৪ জন ছাত্র বাসে গিয়ে থাকে তবে স্কুলের ছাত্র সংখ্যা কত?
ক. ৬৫৬
খ. ৮২০
গ. ৩২৮০
ঘ. ১৬৪০
উত্তরঃ খ

প্রশ্নঃ If p=3/5, q=7/9 and r=5/7 then:
ক. p<q<r
খ. q<r<p
গ. p<r<q
ঘ. r<q<p
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি ট্রাস্ট ফান্ডের অর্ধেক মূলধন বি.ও.সির শেয়ারে, এক-চতুর্থাংশ বেক্সিমকোর ঋণপত্রে, এক-পঞ্চমাংশ আইসিবির মিউচুয়াল ফান্ডে এবং অবশিষ্ট ১০০০০০ টাকা প্রতিরক্ষা ঋণপত্রে বিনিয়োগ করল। ফান্ডের মোট মূলধন কত টাকা?
ক. ১০০০০০০
খ. ১৬০০০০০
গ. ২০০০০০০
ঘ. ২৫০০০০০
ঙ. ২৭৫০০০০
উত্তরঃ গ

প্রশ্নঃ ০.০১ × ০.০২ = কত?
ক. ০.০২
খ. ০.০০২
গ. ০.০০০২
ঘ. ০.০০০০০২
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ২। হর ও লব উভয় হতে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ১/৪ যোগ করলে যোগফল ১ হয়। ভগ্নাংশটি কত?
ক. ৭/৯
খ. ১১/১৩
গ. ৯/১১
ঘ. ১৩/১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ Which of the following fractions has the smallest value?/নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
ক. 34.7/163
খ. 125/501
গ. 173/700
ঘ. 10.9/42.7
ঙ. 370/3715
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
ক. ৭৭/১৪৩
খ. ১০২/২৮৯
গ. ১১৩/৩৫৫
ঘ. ৩৪৩/১০০১
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্নের সবচেয়ে ছোট সংiখ্যা কোনটি?/Which of the following numbers is the smallest?
ক. -৫৬/৮
খ. ০/৩
গ. ১০/২
ঘ. √৪
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো, ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত ও অবশিষ্ট অংশ ৬ মিটার হলে, বাঁশটির মোট দৈর্ঘ্য-
ক. ৬০ মিটার
খ. ১২০ মিটার
গ. ১৮০ মিটার
ঘ. ৩৬০ মিটার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এক ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে এবং ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা পুত্র অপেক্ষা ১৫০০ টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?
ক. ৩০০০ টাকা
খ. ৪৫০০ টাকা
গ. ৬০০০ টাকা
ঘ. ৭৫০০ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ ৫০ টাকা এর ১/৫ অংশ + ১০ টাকার ০.১ অংশ= কত টাকা?
ক. ১০ টাকা ১০ পয়সা
খ. ১১ টাকা
গ. ০.০০১৮
ঘ. ১১.১০ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি পাত্র ১/২ অংশ ভর্তি আছে। যদি ৮ গ্যালন সরানো হয় তবে ১/১০ অংশ ভর্তি থাকে। পাত্রটি কত গ্যালন ধারণ করে?
ক. ২০ গ্যালন
খ. ১৬ গ্যালন
গ. ২০ গ্যালন
ঘ. ২৪ গ্যালন
উত্তরঃ গ

প্রশ্নঃ ৭/১৭ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হয়?
ক. ৭
খ. ৮
গ. ৬
ঘ. ৯
উত্তরঃ খ

প্রশ্নঃ ক ও খ দুটি সংখ্যা। ক এর ১/২ অংশ এবং খ এর ১/৩ অংশ যোগ করলে ৪৫ হয়। খ এর অর্ধেক এবং ক এর ১/৫ যোগ করলে ৪০ হয়। ক ও খ এর মান কত?
ক. ক=৫০, খ=৬০
খ. ক=৬০, খ=৫০
গ. ক=৪০, খ=৪৮
ঘ. ক=৬০, খ=৪৮
উত্তরঃ ক

প্রশ্নঃ এক ব্যক্তির মাসিক বেতনের ১/২০ অংশ মহার্ঘ ভাতা পান। তার মাসিক আয় ৪২০০ টাকা হলে তার মহার্ঘ ভাতা কত?
ক. ৪২০ টাকা
খ. ২১০ টাকা
গ. ৮৪০ টাকা
ঘ. ১০৫ টাকা
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!