পাটিগণিত-১১

প্রশ্নঃ ক ও খ এর গড় আয় ৫০৫ টাকা, খ ও গ এর গড় আয় ৫৩৫ টাকা এবং ক ও গ এর গড় আয় ৫২০ টাকা। ক,খ ও গ এর প্রত্যেকের আয় কত?
ক. ক-এর আয় ৪৯০ টাকা, খ-এর আয় ৫২০ টাকা, গ-এর আয় ৫৫০ টাকা
খ. ক-এর আয় ৪৬০ টাকা, খ-এর আয় ৬২০ টাকা, গ-এর আয় ৫৩০ টাকা
গ. ক-এর আয় ৪৫৫ টাকা, খ-এর আয় ৪৬০ টাকা, গ-এর আয় ৫৩০ টাকা
ঘ. ক-এর আয় ৫৬০ টাকা, খ-এর আয় ৫৫০ টাকা, গ-এর আয় ৪৮০ টাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নে ৪০ জন ছাত্রের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেয়া হলঃ ৪২,৩১,৪৫,২৭,৬০,৬১,৩৯,৪১,৩৫,৫৮,২৯,৫৩,৪৮,৩৯,৫২,৩৮,৪০,৪৭,২৮,৫১,৪৯,৭৮,৯০,৫২,৪৮,৩৬,৫২,৩৯,৭১,৬৪,৩২,৪৯,৫৬,৩৩,৪৮,৩৩,২৫,৪৮,২৯। উপাত্ত গুলোর প্রচুরক নির্নয় কর?
ক. ৪৭
খ. ৪৬
গ. ৪৮
ঘ. ৪৭.৫
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘন্টা করে কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত?
ক. ১১ টাকা
খ. ১২ টাকা
গ. ১২.৫০ টাকা
ঘ. ১৩ টাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নে প্রদত্ত সংখ্যাগুলোর গড়, মধ্যক ও প্রচুরক নির্নয় করুনঃ ৩০,১২,২২,১৭,২৭,২৫,২০,২৪,১৯,২,২৩,৩২,২৬,২৯,৩৫,২১,১১,২৮ এবং ১৯/
ক. গড় ২৩.২১, মধ্যক ২৩, প্রচুরক ১৯.২৭
খ. গড় ২২.২১, মধ্যক ২৩, প্রচুরক ১৯
গ. গড় ২৩.২৭, মধ্যক ২৩.৩৭, প্রচুরক ২০
ঘ. গড় ২৩, মধ্যক ২২, প্রচুরক ২৩
উত্তরঃ খ

প্রশ্নঃ ৭ সংখ্যার গড় ১২। একটি নম্বর বাতিল করলে গড় হয় ১১। বাতিলকৃত সংখ্যাটি কত?
ক. ৭
খ. ১০
গ. ১২
ঘ. ১৫
ঙ. ১৮
উত্তরঃ ঙ

প্রশ্নঃ একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে। দৈব ভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত?
ক. 2/3
খ. 1/3
গ. 3/4
ঘ. 1/4
উত্তরঃ ক

প্রশ্নঃ ক খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা । খ,গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা । ক এর বেতন ৫৪০ টাকা হলে ঘ এর বেতন কত?
ক. ৩৭৫ টাকা
খ. ৩৮০ টাকা
গ. ৩৯০ টাকা
ঘ. ৪০০ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শ্রেণীর ১২ জন ছাত্রের কোন পরীক্ষার ফলাফলের গড় ৭০। অপর ১৮ জন ছাত্রের ফলাফলের গড় ৮০। তবে ৩০ জন ছাত্রের ফলাফলের সার্বিক গড় কত?
ক. ৭৩.৭৫
খ. ৭৫.২৫
গ. ৭৬
ঘ. ৭৭.১২৫
উত্তরঃ গ

প্রশ্নঃ 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70 । এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে , ছাত্রদের গড় নম্বর কত ?
ক. 55.5
খ. 60.5
গ. 65.5
ঘ. 62.5
উত্তরঃ ঘ

প্রশ্নঃ x ইউনিট তৈরিতে খরচ Y=5x+10। 10 ইউনিট তৈরিতে খরচ গড়ে খরচ কত হবে?
ক. Tk 5
খ. Tk 6
গ. Tk 7
ঘ. Tk 8
ঙ. Tk 9
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০,৭০ এবং x এর গড় ৪০। ২০,৭০,x এবং y এর গড় ৫০। y এর মান কত?
ক. ১০০
খ. ৮০
গ. ৭০
ঘ. ৬০
ঙ. ৩০
উত্তরঃ খ

প্রশ্নঃ ১২ জন ছাত্রের বয়সের গড় ২০ বছর। যদি একজন ছাত্রের বয়স অন্তর্ভুক্ত করা হয়, তবে বয়সের গড় ১ বছর কমে যায়। নতুন ছাত্রের বয়স কত?
ক. ৫
খ. ৭
গ. ৯
ঘ. ১১
উত্তরঃ খ

গণিত, পাটিগণিত, প্রাথমিক আলোচনা ও সংখ্যা:

প্রশ্নঃ দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংকটি একক স্থানীয় অংক থেকে ৫ বড়। সংখ্যাটি থেকে অংকদ্বয়ের সমষ্টির ৫ গুণ বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
ক. ৬১
খ. ৯৪
গ. ৭২
ঘ. ৮৩
উত্তরঃ গ

প্রশ্নঃ ০.৪ × ০.০২ × ০.০৮ =?
ক. ০.৬৪
খ. ০.০৬৪
গ. ০.০০০৬৪
ঘ. ৬.৪০
উত্তরঃ গ

প্রশ্নঃ দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অংক এককের অংক অপেক্ষা ২ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির ৬ গুণ অপেক্ষা ৫ বেশি। সংখ্যাটি কত?
ক. ৫৩
খ. ৩১
গ. ৬৪
ঘ. ৪২
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি সংখ্যা ৫৫৩ থেকে যত বড় ৬৫১ হতে তত ছোট। সংখ্যাটি কত?/A number is as much greater than 553 as is less than 651. Find the number.
ক. ৬০১
খ. ৬০২
গ. ৬০৩
ঘ. ৬০৫
উত্তরঃ খ

প্রশ্নঃ দুইটি সংখ্যার সমষ্টি ৭৫। বৃহত্তর সংখ্যাটির এক-তৃতীয়াংশ ৩০ অপেক্ষা যত কম ক্ষুদ্রতর সংখ্যাটির চার গুণ ৫০ অপেক্ষা তত বেশি। সংখ্যা দুইটি নির্নয় করুন।/The sum of two numbers is 75. One-thord of the largest number is as much less than 30 as four times the smaller number is greater than 50. Find them.
ক. 60,15
খ. 50,25
গ. 65,10
ঘ. 55,20
উত্তরঃ ক

প্রশ্নঃ পাঁচ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত?/Find the sum of the greatest and least numbers consisting of five digits?
ক. ১০৯৯৯
খ. ৮৯৯৯
গ. ১০০০৯
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত?
ক. ১৪৬
খ. ৯৯
গ. ১০৫
ঘ. ১০৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অংকের দ্বিগুণ। সংখ্যাটির অংকদ্বয়ের সমষ্টির কতগুণ?
ক. ৮ গুণ
খ. ৭ গুণ
গ. ৬ গুণ
ঘ. ৫ গুণ
উত্তরঃ খ

প্রশ্নঃ এক বর্গমাইল=কত একর?
ক. ৬৪০
খ. ৬৪২
গ. ৪৬০
ঘ. ৬৪৮
উত্তরঃ ক

প্রশ্নঃ ১ হতে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
ক. ১০টি
খ. ১১টি
গ. ১২টি
ঘ. ১৩টি
উত্তরঃ খ

প্রশ্নঃ নীচের কোন পূর্ণ সংখ্যাটিকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
ক. ৪৮
খ. ৫৪
গ. ৫৮
ঘ. ৬০
উত্তরঃ গ

প্রশ্নঃ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
ক. ৯
খ. ১০
গ. ১
ঘ. -১
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সংখ্যার সঙ্গে ৭ যোগ করে, যোগফলকে ৫ দিয়ে গুণ করে, গুণফলকে ৯ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ৩ বিয়োগ করাতে বিয়োগফল ১২ হয়। সংখ্যাটি কত?
ক. ২০
খ. ১৮
গ. ২২
ঘ. ২১
উত্তরঃ ক

প্রশ্নঃ দুটি সংখ্যার যোগফল ১৫ এবং বিয়োগ ফল ১৩। ছোট সংখ্যাটি কত?
ক. ১
খ. ২
গ. ১৪
ঘ. ১৮
উত্তরঃ ক

প্রশ্নঃ The sum of five consecutive integers is 105. The sum of the first two is–/পর পর পাঁচটি সংখ্যার যোগফল ১০৫। প্রথম দুইটি সংখ্যার যোগফল কত?
ক. 39
খ. 21
গ. 19
ঘ. 41
উত্তরঃ ক

প্রশ্নঃ ৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?
ক. ৩৫
খ. ৪২
গ. ৪৮
ঘ. ৫৫
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সংখ্যার এক চতুর্থাংশ থেকে ৪ বিয়োগ করলে বিয়োগফল হয় ২০। সংখ্যাটি কত?
ক. ১২
খ. ২৪
গ. ৩৬
ঘ. ৪৮
ঙ. ৯৬
উত্তরঃ ঙ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!