পাটিগণিত-১০

প্রশ্নঃ ৩ বন্ধুর ওজনের গড় ৩৩ কেজি। তিনজনের মধ্যে কোন বন্ধুর ওজনই ৩১ কেজির কম নয়। তিন বন্ধুর ওজন সর্বোচ্চ কত হতে পারে?
ক. ৩৭
খ. ৩৫
গ. ৩৩
ঘ. ৩২
উত্তরঃ ক

প্রশ্নঃ 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
ক. 1/2
খ. 3/5
গ. 5/11
ঘ. 6/11
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ তিনটি সংখ্যার গড় ৭। যদি দুইটি সংখ্যা ০ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?
ক. ১৫
খ. ১৭
গ. ১৯
ঘ. ২১
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩টি সংখ্যার গড় ৬। উক্ত ৩টি সহ ৪টি সংখ্যার গড় ৮। চতুর্থ সংখ্যার ১/২ অংশ নির্নয় কর?
ক. ৭
খ. ৮
গ. ১৮
ঘ. ১৯
উত্তরঃ ক

প্রশ্নঃ M সংখ্যক সংখ্যার A এবং N সংখ্যক সংখ্যার গড় B হলে সবগুলো সংখ্যার গড় কত?
ক. (A+B)/2
খ. (AM+BN)/2
গ. (AM+BN)/(M+N)
ঘ. (AM+BN)/(A+B)
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রদত্ত উপাত্ত গুলোর মধ্যকঃ ১২,৯, ১৫,৫,২০,৮,২৫,১৭,২১,২৩,১১।
ক. ১৩
খ. ১৪
গ. ১২
ঘ. ১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৫ জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় ১০ এবং ১০ জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় ১৫। সকল ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত?
ক. ১০
খ. ৮
গ. ১২
ঘ. ১৫
ঙ. ১১
উত্তরঃ গ

প্রশ্নঃ এক ব্যক্তি সোমবারে ৮ প্যাকেট মাল ডাকে পাঠালো যার ওজন গড়ে ৯৯/৮ পাউন্ড এবং বৃহস্পতিবারে ৪ প্যাকেট মাল ডাকে পাঠালো যার ওজন গড়ে ৬১/৪ পাউন্ড। ডাকে পাঠানো প্যাকেট গুলোর গড় ওজন কত পাউন্ড?
ক. ৫১/৪
খ. ৪০/৩
গ. ২৭/২
ঘ. ১০৯/৪
উত্তরঃ খ

প্রশ্নঃ ১/২,৫/৬,৩/৪,৫/১২ এর গড় কত?
ক. ৫/৪
খ. ৫/২
গ. ৫/৮
ঘ. ৫/১২
উত্তরঃ গ

প্রশ্নঃ ৩০ টাকা দরের ২ সের সয়াবিন তেলের সাথে ১৮ টাকা সের দরের ১ সের পামওয়েল মিশালে মিশ্রিত তেলের প্রতি সেরের দাম কত?
ক. ১৬
খ. ১৮
গ. ২৬
ঘ. ২৮
উত্তরঃ গ

প্রশ্নঃ ১০ জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় ৬ এবং ৬ জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় ১০। সকল জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত?
ক. ১০
খ. ৮
গ. ৮.৫
ঘ. ৭.৫
ঙ. ৬.৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একজন ছাত্রের পাঁচটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় ৮৩। চারটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮১,৭৯,৮৫ এবং ৯০ হলে, পঞ্চম পরীক্ষায় প্রাপ্ত নম্বর কত?
ক. ৮৩
খ. ৮২
গ. ৮১
ঘ. ৮০
ঙ. ৭৯
উত্তরঃ ঘ

প্রশ্নঃ করিমের নেতৃত্বাধীন ৬ সদস্যের একটি দলের সদস্যদের বয়সের গড় ৮.৫। করিমকে বাদ দিলে অবশিষ্টদের বয়সের গড় কমে দাড়ায় ৭.২। করিমের বয়স কত?
ক. ৭.৮
খ. ১০.৮
গ. ১২.৬
ঘ. ১৫
ঙ. ৮.৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একজন ছাত্রের প্রথম পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮০। তৃতীয় পরীক্ষার পর তার গড় ৮২ থেকে কমে ৭৮ হল। ২য় ও ৩য় পরীক্ষায় তার ফলাফল কত?
ক. ৫৭
খ. ৭৬
গ. ৭৭
ঘ. ৭৮
উত্তরঃ গ

প্রশ্নঃ ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত হয়?
ক. ৬২ কেজি
খ. ৬৮ কেজি
গ. ৮০ কেজি
ঘ. ৭২ কেজি
উত্তরঃ খ

প্রশ্নঃ ১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টার গড় ৫২ এবং শেষের ৫টার গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
ক. ৬০
খ. ৬৪
গ. ৬২
ঘ. ৫০
উত্তরঃ খ

প্রশ্নঃ P এবং Q এর সমষ্টি ৭২। R এর মান ৪২।P,Q এবং R এর গড় কত?
ক. ৩২
খ. ৩৪
গ. ৩৬
ঘ. ৩৮
ঙ. ৩০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী-২০১৫ সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
ক. 1
খ. 5/7
গ. 2/7
ঘ. 1/7
উত্তরঃ গ

প্রশ্নঃ যদি একটি মুদ্রা টস্‌ করা হয়, তবে ‘HEAD’ এর সম্ভাব্যতা কত?
ক. ০.৫
খ. ১
গ. ০.২৫
ঘ. ২
ঙ. None
উত্তরঃ ক

প্রশ্নঃ তিনটি সংখ্যার গড় ২৪। দুইটি সংখ্যা ২১ ও ২৩ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
ক. ২০
খ. ২৪
গ. ২৬
ঘ. ২৮
ঙ. ৩০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ০.৬ হলো ০.২,০.৮,১ এবং x এর গড় মান। x এর মান কত?
ক. ০.২
খ. ০.৪
গ. ০.৬৭
ঘ. ২.৪
উত্তরঃ খ

প্রশ্নঃ X নামক একটি কোম্পানির ১০ জন কর্মচারীর বেতনের গড় ৩০০০০ টাকা। কোম্পানীর অন্য ৩০ জন কর্মচারীর বেতনের গড় ৪০০০০ টাকা। কোম্পানীর অবশিষ্ট ২০ কর্মচারীর বেতনের গড় ৬০০০০ টাকা। কোম্পানীর ৬০ জন কর্মচারীর বেতনের গড় কত?
ক. ৪০০০০ টাকা
খ. ৪৩০০০ টাকা
গ. ৪৫০০০ টাকা
ঘ. ৬০০০০ টাকা
ঙ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও তিন পুত্রের বয়সের গড় ৩/২ বছর কম । মাতার বয়স ৩০ হলে পিতার বয়স কত?
ক. ৩০ বছর
খ. ৩৬ বছর
গ. ৩৭ বছর
ঘ. ৩৮ বছর
উত্তরঃ খ

প্রশ্নঃ X এর প্রাপ্ত নাম্বার ৭০,৯০,৬৫,৮৫ এবং ৭৫। পরবর্তী পরীক্ষায় কত নম্বর পেলে তার গড় হবে ৮০?
ক. ৮০
খ. ৮৫
গ. ৯০
ঘ. ৯৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ A এবং B এর সমষ্টি ৪০ এবং C=৩২, A,B এবং C এর গড় কত?
ক. ২৪
খ. ২৬
গ. ২৮
ঘ. ৩০
উত্তরঃ ক

প্রশ্নঃ জুলাই মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সেমি ছিল। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
ক. ২০.১৫ সেমি
খ. ২০.২০ সেমি
গ. ২০.২৫ সেমি
ঘ. ৬৫ সেমি
উত্তরঃ ক

প্রশ্নঃ 10 টি জিনিসের মধ্যে 2 টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবার 5 টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
ক. 170
খ. 182
গ. 190
ঘ. 192
উত্তরঃ খ

প্রশ্নঃ চারটি সংখ্যা M,2M+3,3M-5 এবং 5M+1 এর গড় ৬৩। M এর মান কত?
ক. ১১
খ. ২৩
গ. ২২
ঘ. ৩২
ঙ. ২৫
উত্তরঃ খ

প্রশ্নঃ x ও y এর মানের গড় ৯ এবং z=১২ হলে, x,y,z এর মানের গড় কত?
ক. ৬
খ. ৯
গ. ১০
ঘ. ১২
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!