কিছু গুরুত্বপূর্ণ বাংলা শব্দের অর্থ

০১) ‘ক অক্ষর গোমাংস’ অর্থ- অশিক্ষিত ব্যক্তি।

০২) ফপরদালালি অর্থ- অনাহুত ব্যক্তির মাতব্বরী।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩) তাল পাতার সেপাই- অতিশয় দুর্বল।

০৪) গোকুলের ষাঁড় অর্থ- স্বেচ্ছাচারী।

০৫) দোহারা অর্থ- মোটাও নয়, রোগাও নয়।

০৬) অপোগণ্ড অর্থ- অপ্রাপ্তবয়স্ক।

০৭) জাফরি অর্থ- চৌকা ছিদ্রের বেড়া।

৮) কালাকাল অর্থ- সুসময় ও দুঃসময়।

৯) এপিটাফ অর্থ- সমাধি লিপি।

১০) রেনেঁসা অর্থ- নবজীবন।

১১) পাঞ্জেরি অর্থ- আলোক বর্তিকা।

১২) মাৎসান্যায় অর্থ- অরাজকতা।

১৩) স্রবণ অর্থ- ক্ষরণ।

১৪) কুক্কুট অর্থ- মোরগ।

১৫) ভুজঙ্গ অর্থ- সাপ।

১৬) গৃধ্র অর্থ- শকুন।

১৭) শুক্তি অর্থ- ঝিনুক।

১৮) শকল অর্থ- মাছের আঁশ।

১৯) গোখরাজ অর্থ- মনি বিশেষ।

২০) অংস শব্দের অর্থ- কাঁধ।

২১) কিরীট অর্থ- মুকুট।

২২) কুহক অর্থ- মায়া।

২৩) শিলীমুখ অর্থ- ভ্রমর।

২৪) সূত অর্থ- সারথী।

২৫) আপন অর্থ- দোকান।

২৬) সিত অর্থ- শুল্ক।

২৭) পল্বল অর্থ- ডোবা।

২৮) হাড়ির হাড় অর্থ- লুকানো।

২৯) সন্তরি অর্থ- সাঁতার কাটা।

৩০) মৃগাঙ্ক অর্থ- চন্দ্র।

৩১) ক্রোশ অর্থ- দুই মাইল।

৩২) সমীর অর্থ- বাতাস।

৩৩) সেতারা অর্থ- তারকা।

৩৪) পাদ্য অর্থ- পা ধোয়ার পানি।

৩৫) পয়জার অর্থ- পাদুকা।

৩৬) খরপরশা অর্থ- শাণিত বর্শা।

৩৭) অভিনিবেশ অর্থ- মনোযোগ।

৩৮) অপলাপ অর্থ- অস্বীকার।

৩৯) অম্বর অর্থ- আকাশ।

৪০) সংহারক অর্থ- বিনাশকারী।

৪১) মহীপাল অর্থ- রাজা।

৪২) অরণ্যে রোদন অর্থ- নিষ্ফল আর্জি।

৪৩) মার্গ অর্থ- পথ।

৪৪) খড়গ অর্থ- তরবারি।

৪৫) সায়ন্তন অর্থ- সন্ধ্যা।

৪৬) পুন্ডু অর্থ- ইক্ষু।

৪৭) অত্যাহিত অর্থ- অতি অনিষ্ট।

৪৮) পরার্থ অর্থ- পরোপকার।

৪৯) শকট অর্থ- গাড়ি।

৫০) অছি অর্থ- অভিভাবক।


সংকলনেঃ
এম ডি আওরঙ্গজেব
ইংরেজি বিভাগ
ঢাকা কলেজ, ঢাকা।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!