৪০ তম বিসিএস প্রশ্ন সমাধান

৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান:

সাধারণ জ্ঞান, ভূগোল অংশ; কোড: সুরমা; সেট:০৪উত্তর
০১। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়- ৭ মার্চ ১৯৭৩
০২। বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশী এলাকা প্লাবিত হয়?১৯৯৮
০৩। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?নয়াদিল্লি
০৪। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশী কর্মসংস্থান হয়?কৃষি খাত
০৫। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলীত হয়-জলোচ্ছ্বাস জনিতে বন্যা
০৬। নিম্নের কোনটি পাললিক শিলা?কয়লা
০৭। নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?১:০-১:৬০০০০০
০৮। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়-আইসো হাইটস
০৯। নীচের কোনটি মানবসৃষ্ট আপদ নয়?কালবৈশাখী
১০। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান যে ধরণের বনভূমিচিরহরিৎ
১১। ২০১৮ সালে বাংলাদেশের জিডিপি কত? ১৭৫১ মার্কিন ডলার
১২। আইন ও সালিশ কেন্দ্র যে ধরণের সংস্থামানবাধিকার
১৩। Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কত ভাগে বিভক্ত করেছেন?৪ ভাগ
১৪। বাংলাদেশ জাতিসংঘের-১৩৬ তম সদস্যা
১৫। নীচের কোনটি জলজ উদ্ভিদ নয়? গজারী
১৬। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ’ভেটো’ প্রদান করেছিল?সোভিয়েত ইউনিয়ন
১৭। বঙ্গবন্ধুর ঔতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তভুক্ত করা হয়েছে?পঞ্চম তফসিল
১৮। “বঙ্গভঙ্গ” কালে ভারতের ভাইসরয় ছিলেনলর্ড কার্জন
১৯। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?ভাওয়াল ও মধুপুরের বনভূমি
২০। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়-১৯৭৪ সালে
২১। Inclusive Development Index (IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান
দ্বিতীয়
২২। ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয়- ৪১ বিলিয়ন মার্কিন ডলার
২৩। Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন-যুক্তরাষ্ট্র
২৪। ২০১৮ সালে বাংলাদেশের GDP-তে শিল্প খাতের অবদান-৩৩.৬৬%
২৫। ২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-
সাড়ে ৪ হাজার কোটি টাকা
২৭। সংবিধানের যে সংশোধনকে “First Distortion of Constitution” বলে আখ্যায়িত করা হয়েছেপঞ্চম সংশোধন
২৮। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?সপ্তম
২৯। গণপ্রজান্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয়-১৬ ডিসেম্বর ১৯৭২
৩০। সংবিধানের যে অনুচ্ছেদে “সরকারি কর্ম কমিশন” গঠনের উল্লেখ আছে১৩৭ নং
৩১। আওয়ামীলীগের ৬-দফা পেশ করা হয়েছিল-১৯৬৬ সালে
৩২। বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামী সংখ্যা ছিল-৩৫ জন
৩৩। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু হয়-১৩ হাজার ৪৪২টি
৩৪। “Let There be Light”- বিখ্যাত ছবিটির পরিচালনা করেন-জহির রায়হান
৩৫। আলাউদ্দিন হোসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন- ১৪৯৪-১৫১৯
৩৬। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন-চন্দ্রগুপ্ত মৌর্য
৩৭। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন-পর্তুগীজরা
৩৮। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়-ফরিদপুর
৩৯। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ-২ কোটি ৪০ লক্ষ একর
৪০। “গারো উপজাতি” যে জেলায় বাস করে-ময়মনসিংহ
২৬। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়-১৯৯১ সালে

আন্তর্জাতিক বিষয়াবলী: সমাধান
৪১। দ্যা আইডিয়া অব জাস্টিস – গ্রন্থের রচয়িতা কে? অমর্ত্য সেন
৪২। জাতিসংঘ যে সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে- ১৯৪৮ সালে
৪৩। OIC-এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? ২য় শীর্ষ সম্মেলনে
৪৪। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারতসম্প্রতি(ফেব্রুয়ারি,২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে? বালাকোট
৪৫। ‘V 20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন
৪৬। নিচের কোন দেশে ২০২২ সালে G-২০ বাৎসরিক সম্মেলন হবে? ভারত
৪৭। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়? ১৯৮২ সালে
৪৮। শ্রীলঙ্কার কোন সমূদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিচ দেওয়া হয়েছে? হাম্বানটোটা
৪৯। বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন(ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়? কাটোউইস, পোল্যান্ড
৫০। যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত? কিউবা
৫১। Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
৫২। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Tge 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য রয়েছে? ১৭ টি
৫৩। BRICS কতৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম New Development Bank(NDB)
৫৪। চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? জিবুতি
৫৫। নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? BIMSTEC
৫৬। নীচর কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? NAM
৫৭। জাতিসংঘ বিষয়ক আলোচনা পি৫ (P5) বলতে কি বুঝায়? নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য
৫৮।মিনস্ক কোন দেশের রাজধানী? বেলারুশ
৫৯। বাল্টিক রাষ্ট্র হলো:লিথুনিয়া, এস্তোনিয়া ও লাটভিলা

৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

প্রশ্ন: সাধারণ বিজ্ঞান অংশ; কোড: সুরমা; সেট:০৪;সমাধান
০১। সোডিয়াম এসিটেটের সংকেতCH3COONa
০২। খাদ্য তৈরীর জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করেকার্বন ডাই অক্সাইড
০৩। AC কে DC করার যন্ত্ররেকটিফায়ার
০৪। অ্যানোডে যে বিক্রিয়া সম্পন্ন হয়জারণ
০৫। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তরিত করা হয় যে যন্ত্রের মাধ্যমেলাউড স্পিকার
০৬। কোথায় সাঁতার কাটা সহজ?সাগরে
০৭। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নামহাইগ্রোমিটার
০৮। ডিমে কোন ভিটামিন নেই?ভিটামিন-সি
০৯। একটি বাল্বে “60W-220V” লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?(806.67)Ohm
১০। কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?ক্রোমোপ্লাষ্ট
১১। নবায়নযোগ্য জ্বালানীর উৎসবায়োগ্যাস
১২। কার্বোহাইড্রেডে C,H এবং O এর অনুপাত কত?১:২:১
১৩। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কী?আইসোটোপ
১৪। 35঳(Cl)17 মৌলের নিউট্রন সংখ্যা কত?18
১৫। কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?গলনাংক

নৈতিকতা ও সুশাসন অংশসমাধান
০১। তথ্য পাওয়ার অধিকাররাজনৈতিক অধিকার
০২। মূল্যবোধের চালিকা শক্তিসংস্কৃতি
০৩। বাংলাদেশে ‘নব্য-নৈতিকতা’র প্রবর্তক হলেনআরজ আলী মাতব্বর
০৪। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলেবিনিয়োগ বৃদ্ধি পায়
০৫। আমরা যে সমাজেই বসবাস করি না কেন না কেন, আমরা সকলেই নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এটিরাজনৈতিক ও সামাজিক অনুশাসন
০৬। মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড হলোমূল্যবোধ
০৭। সভ্য সমাজের মানদণ্ড হলোআইনের শাসন
০৮। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্যমৌলিক স্বাধীনতার উন্নয়ন
০৯। বিপরীত বৈষম্য -এর নীতিটি প্রয়োগ করা হয়নারীদের ক্ষেত্রে
১০। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্যনিয়মিত কর প্রদান করা

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশসমাধান
০১। মোবাইল ফোন যে মোডে যোগাযোগ হয়ফুল ডুপ্লেক্স
০২। H.323 Protocol কী কাজে ব্যবহৃত হয়?VoIP
০৩। নিচের কোনটি অকটাল নাম্বার নয়১৯
০৪। কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ন প্রোগ্রামকে একবার অনুবাদ ও সম্পাদান করে?কম্পাইলার
০৫। একটি রিলেশন ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয়টেবিল 
০৬। একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করেটাচ স্ক্রিন
০৭। ব্লুটুথ কিসের উদাহরন?PAN
০৮। Firewall কী Protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?Unauthorized access
০৯। কোনটি ৫২ এর বাইনারি রুপ0101 0010
১০। Time shared OS এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভালোRound Robin 
১১। প্রথম web browser কোনটি ?www
১২। Social Networking site এ যোগাযোগ কোন media ব্যবহৃত হয়?Text, IMG, Audio, VDO
১৩। CPU কোন address generate করে?Logical
১৪। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়?Scanner

আরো পড়ুন:


প্রশ্ন সমাধান করেছেন: Al-Amin Islam | কোনো অনিচ্ছাকৃত ভুল থাকলে মেসেজ করার জন্য অনুরোধ রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!