কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-০৭

প্রশ্নঃ ক্যাস্পারস্কি কি?
ক. এক ধরনের কম্পিউটার ভাইরাস
খ. এক ধরনের কম্পিউটার এন্টিভাইরাস
গ. এক ধরনের সিস্টেম সফটওয়্যার
ঘ. এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ধরণের bus ব্যবহৃত হয় না?
ক. input-reader bus
খ. address bus
গ. data bus
ঘ. control bus
উত্তরঃ ক

প্রশ্নঃ One kilobyte is/ এক কিলোবাইটে বিটের সংখ্যা-
ক. 512 byte
খ. 1000 byte
গ. 1024 byte
ঘ. 1048576 byte
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাতাস থেকে গতিশক্তি উৎপাদনের যন্ত্রের নাম কি?
ক. স’মিল
খ. উইন্ডমিল
গ. উইন্ডমেকার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটার নেটওয়ার্ক OSI মডেল এর স্তর কয়টি?
ক. 5
খ. 7
গ. 9
ঘ. 8
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হার্ডডিস্ক’ মাপার একক হল-
ক. মেগাবাইট
খ. গিগাবাইট
গ. কিলোবাইট
ঘ. টেরাবাইট
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি বহুকার্য নির্বাহক অপারেটিং সিস্টেম নয়?
ক. UNIX
খ. Windows-98
গ. Linux
ঘ. DOS
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নীচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একেবারে অনুবাদ ও সম্পাদন করে?
ক. Interpreter
খ. Emulator
গ. Compiler
ঘ. Simulator
উত্তরঃ গ

প্রশ্নঃ কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
ক. অলিভেট
খ. আইবিএম
গ. এ্যাপেল ম্যাকিনটোশ
ঘ. মাইক্রোসফট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার-
ক. ENIAC
খ. EDVAC
গ. UNIVAC
ঘ. IBM
ঙ. None of these
উত্তরঃ ঙ

প্রশ্নঃ নেটওয়ার্ক সম্প্রসারণ করা ও দুটি ভিন্ন নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ ঘটাতে কি ব্যবহার করা হয়–
ক. রাউটার
খ. সিডি রোম
গ. ব্লুটুথ
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-
ক. মাউস
খ. বাস
গ. স্ক্যানার
ঘ. ইনফরমেশন সুপার হাইওয়ে
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে?
ক. বিল গেটস
খ. জন ভন নিউম্যান
গ. এইচ অলসেন
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ প্যারালাল প্রসেসিং কোথায় ব্যবহৃত হয়–
ক. দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে
খ. প্রথম প্রজন্মের কম্পিউটারে
গ. ক ও খ উভয়ই
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরণের মেমরী ব্যবহার হতো?
ক. RAM
খ. ROM
গ. Mercury Delay Lines
ঘ. Registors
উত্তরঃ গ

প্রশ্নঃ DPI এর পূর্ণরূপ কি?
ক. Dots Per Inch
খ. Docs Per Inch
গ. Dots Proper Inch
ঘ. Docs Proper Inch
উত্তরঃ ক

প্রশ্নঃ HTTP এর পূর্ণরূপ কি?
ক. Hyper Transfer Text Protocol
খ. Hyper Transfer Text Policy
গ. Hyper Text Transfer Protocol
ঘ. Hyper Text Transfer Process
উত্তরঃ গ

প্রশ্নঃ কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
ক. কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
খ. হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ
গ. হার্ডওয়ার ও সফটওয়্যার অংশ
ঘ. সফটওয়্যার কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
উত্তরঃ গ

প্রশ্নঃ 3G বলতে বোঝায়–
ক. Three Group
খ. Third Generation
গ. Third Group
ঘ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্লাউড কম্পিউটিং এর সেবা দেওয়া হয় কখন থেকে?
ক. ২০০১
খ. ২০০৩
গ. ২০০৫
ঘ. ২০০৭
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম কম্পিটার প্রোগ্রামার কে?
ক. চার্লস ব্যাবেজ
খ. অ্যাডা আগস্টা
গ. স্টিভ জবস
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ Boolean Algebra-এর নিচের কোনটি সঠিক?
ক. A + A¯ = 1
খ. A . A = 1
গ. A + A = 2A
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ Mobile Phone- এর কোনটি input device নয়?
ক. Keypad
খ. Touch Screen
গ. Camera
ঘ. Power Supply
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Firewall কি protection দেয়ার জন্য ব্যবহিত হয়?
ক. Fire attacks
খ. Unauthorized access
গ. Virus attacks
ঘ. Data-driven attacks
উত্তরঃ খ

প্রশ্নঃ সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয়–
ক. হোস্ট
খ. ওয়ার্কস্টেশন
গ. সার্ভার
ঘ. পিসি
উত্তরঃ খ

প্রশ্নঃ উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম-
ক. ইনপুট
খ. আউটপুট
গ. পাওয়ার সাপ্লাই
ঘ. ডেটাবেস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ CD পুরো লিখলে কি হয়?
ক. Control Disc
খ. Colour Disc
গ. Compact Disc
ঘ. Computer Disc
উত্তরঃ গ

প্রশ্নঃ 10101111 এর 1 ‘s complement কোনটি?
ক. 1111 1111
খ. 0101 0000
গ. 0000 0000
ঘ. 1100 0011
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
ক. ওয়াইম্যাক্স
খ. সি-মস
গ. ব্রডব্যান্ড
ঘ. ব্লু-ট্রুথ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
ক. ফেসবুক
খ. টুইটার
গ. উইকিপিডিয়া
ঘ. লিংকড ইন
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top