কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-০৮

প্রশ্নঃ ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি-
ক. তামার তার
খ. অপটিক্যাল ফাইবার
গ. তারহীন সংযোগ
ঘ. উপরের সবকটি
উত্তরঃ গ

প্রশ্নঃ (1011)2 + (0101)2 =?
ক. (1100)2
খ. (11000)2
গ. (01100)2
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ VDU এর পূর্ণরূপ কোনটি?
ক. Video Display Unit
খ. Visual Display Unit
গ. Visual Document Unit
ঘ. Visual Display Unity
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত
ক. যুক্তরাষ্ট্রে
খ. যুক্তরাজ্যে
গ. জাপানে
ঘ. কানাডায়
উত্তরঃ ক

প্রশ্নঃ Bluetooth কিসের উদাহরণ?
ক. Local Area Network (LAN)
খ. Personal Area Network (PAN)
গ. Virtual Private Network
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
ক. স্মৃতি
খ. নির্গমন পথ
গ. যুক্ত বর্তনী
ঘ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ OMR এর পূর্ণরূপ হল
ক. Optical Marker Reader
খ. Optical Memory Reader
গ. Optical Modem Reader
ঘ. Read Only Memory
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়?
ক. কী বোর্ড
খ. বারকোড
গ. মনিটর
ঘ. ও এম আর
উত্তরঃ গ

প্রশ্নঃ কম্পিউটার ভাইরাস কি?
ক. এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম
খ. কম্পিউটার সার্কিটে জমা ময়লা
গ. কম্পিউটার সার্কিটে ঢিলা কানেকশন
ঘ. একধরনের ভাইরাস দ্বারা কম্পিউটারে “Short Circuit” সৃষ্টি
উত্তরঃ ক

প্রশ্নঃ The word LAN is related to
ক. Air traffic control
খ. Fertilizer factory
গ. Bridge design
ঘ. Atomic reactor
ঙ. Computer network
উত্তরঃ ঙ

প্রশ্নঃ তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য-
ক. উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
খ. উন্নত মুদ্রণ যন্ত্র
গ. অনুবাদক প্রোগ্রাম
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়?
ক. MAN
খ. LAN
গ. CAN
ঘ. WAN
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন মৌলিক পদার্থ?
ক. লোহা
খ. ব্রোঞ্জ
গ. পানি
ঘ. ইস্পাত
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!