কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-০৬

প্রশ্নঃ কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
ক. C++
খ. ADA
গ. FORTRAN
ঘ. PASCAL
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয়-
ক. এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
খ. যে সব অংশ মুদ্রায়িত অস্থায় থাকে
গ. তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
ঘ. কম্পিউটার তৈরির নক্সা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ CRT এর পূর্ণরূপ কি?
ক. Cathode Ray Tube
খ. Cathode Ray Table
গ. Cathode Ray Toy
ঘ. None of these
উত্তরঃ ক

প্রশ্নঃ পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব-
ক. বৃহৎ সহায়ক স্মৃতি
খ. কৃত্রিম বুদ্ধিমত্তা
গ. প্যারেলেল প্রসেসিং
ঘ. বহনযোগ্যতা
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটারে Graphics Software ব্যবহৃত হয় কেন–
ক. বিভিন্ন হিসাব নিকাশ করার জন্য
খ. বিভিন্ন ধরনের ছবি ও প্রচ্ছদ তৈরির জন্য
গ. বিভিন্ন ডেটা প্রসেসিং করার জন্য
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি Programmable system?
ক. Computer
খ. Telivision
গ. Radio
ঘ. Photocopying Machine
উত্তরঃ ক

প্রশ্নঃ ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP– এর পূর্ণরূপ কি?
ক. Simple Message Transmission Protocol
খ. Strategic Mail Transfer Protocol
গ. Strategic Mail Transmission Protocol
ঘ. Simple Mail Transfer Protocol
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
ক. প্রোগ্রাম
খ. কী বোর্ড
গ. মাদার বোর্ড
ঘ. হার্ড ডিস্ক
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ কম্পিউটারে মৌলিক গেইট কয়টি?
ক. দুইটি
খ. চারটি
গ. তিনটি
ঘ. একটি
উত্তরঃ গ

প্রশ্নঃ আর্থিক লেনদেন বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবস্থার নাম কি?
ক. SWIFT
খ. SWITT
গ. SWTIF
ঘ. SWITF
উত্তরঃ ক

প্রশ্নঃ কম্পিউটার সিস্টেমে ‘ওয়ার্ড’ গঠনের সংমিশ্রণ হলো
ক. Bytes
খ. Bits
গ. Characters
ঘ. Sombols
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
ক. মনিটর
খ. আউটপুট
গ. হার্ডওয়্যার
ঘ. সফটওয়্যার
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি করে?
ক. কোমপ্যাক, ১৯৮৫
খ. এপসন, ১৯৮১
গ. আই.বি.এম, ১৯৮৩
ঘ. অ্যাপল কম্পিউটার, ১৯৭৭
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
ক. Novel network
খ. Net BEUI
গ. TCP/IP
ঘ. Linux
উত্তরঃ গ

প্রশ্নঃ কিবোর্ড ব্যবহার করে এম এস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে যে কমান্ড ব্যবহার করা হয়–
ক. Ctrl + V
খ. Ctrl + A
গ. Ctrl + S
ঘ. Ctrl + C
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি অপারেটিং সিস্টেম নয়?
ক. C
খ. DOS
গ. CP/M
ঘ. XENIX
উত্তরঃ ক

প্রশ্নঃ ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
ক. ২৫৬টি
খ. ৪০৯৬টি
গ. ৬৫৫৩৬টি
ঘ. ৪২৯৪৯৬৭২৯৬টি
উত্তরঃ গ

প্রশ্নঃ অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ম্যাকাফি এর জনক কে?
ক. জন নিয়াম্বু
খ. জন ম্যাকাফি
গ. বিল গেটস
ঘ. মার্ক জাকারবার্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
ক. কন্ট্রোল ইউনিট
খ. সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
গ. গাণিতিক ইউনিট
ঘ. যুক্তি বর্তনী ইউনিট
উত্তরঃ খ

প্রশ্নঃ ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৮৮ সালে
গ. ১৯৯৪ সালে
ঘ. ১৯৯৮ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি?
ক. কম্পিউটার জগৎ
খ. আইটিকম
গ. কম্পিউটার বিচিত্রা
ঘ. কম্পিউটার নিউজ
উত্তরঃ ক

প্রশ্নঃ UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রটিষ্ঠান–
ক. আইবিএম
খ. বেল ল্যাব
গ. মাইক্রোসফট
ঘ. ইনটেল
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত-
ক. গ্রহণ মুখ ও নিয়ন্ত্রণ ও অংশের সমন্বয়ে
খ. স্মৃতি ও যুক্তি বর্তনী অংশের সমন্বয়ে
গ. অভ্যন্তরীণ স্মৃতি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
ঘ. অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Wi-Max এর একটি Standard (আদর্শ) রয়েছে যা হলো–
ক. ৮০২.২২
খ. ৮০২.১৬
গ. ৮০২.১১
ঘ. ৮০২.১২
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশে যেটিতে MICR Technology ব্যবহৃত হচ্ছে–
ক. ব্যাংকের চেক বই
খ. বাসের টিকেটে
গ. বিভিন্ন সুপার সপে
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ টুইটারকে ইন্টারনেটের কি হিসেবে অবিহিত করা হয়?
ক. এস এম এস
খ. মেইল
গ. ডিভাইস
ঘ. অপারেটিং সিস্টেম
উত্তরঃ ক

প্রশ্নঃ ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?
ক. নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
খ. একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
গ. ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
ঘ. উপরর কোনোটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী ‘CIH’ ভাইরাস কত তারিখে কম্পিউটারে আক্রমণ করে?
ক. ২৬ এপ্রিল, ১৯৯৮
খ. ২৬ মে, ১৯৯৮
গ. ২৬ এপ্রিল, ১৯৯৯
ঘ. ২৬ মে, ১৯৯৯
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন
ক. উচ্চতর ভাষায়
খ. প্যাকেজের ভাষায়
গ. মেশিনের ভাষায়
ঘ. এসেম্বলি ভাষায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ফ্লপি ডিস্ক হচ্ছে-
ক. একটি পরিবাহী স্মৃতি
খ. একটি প্রধান স্মৃতি
গ. হার্ডডিস্কের চেয়ে ছোট
ঘ. একটি শুধু গঠন স্মৃতি
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!