কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-০৪

প্রশ্নঃ 8086 কত বিটের মাইক্রো প্রসেসর?
ক. 8
খ. 16
গ. 32
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ এক word কত বিট বিশিষ্ট হয়?
ক. 4
খ. 16
গ. 8
ঘ. 2
উত্তরঃ খ

প্রশ্নঃ Y-2K বাগ কি?
ক. একটি কম্পিউটার ভাইরাস-এর নাম
খ. ২০০০ সাল শুরুর মুহুর্তে সারা বিশ্বে কম্পিউটার পির্যয় এর কারণ
গ. নতুন সহস্রাব্দের কম্পিউটার
ঘ. কম্পিউটার-এর একটি নতুন অপারেটিং সিস্টেম
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ?
ক. ফ্লপি ডিস্ক
খ. মেমোরি
গ. সিপিইউ
ঘ. মনিটর
উত্তরঃ গ

প্রশ্নঃ BIOS কোথায় সংরক্ষিত থাকে?
ক. RAM-এ
খ. ROM-এ
গ. Hard Drive-এ
ঘ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
ক. RAM
খ. ROM
গ. হার্ডওয়্যার
ঘ. সফটওয়্যার
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটার কে আবিষ্কার করেন?
ক. উইলিয়াম অটরেড
খ. ব্লেইসি প্যাসকেল
গ. হাওয়ার্ড এইকিন
ঘ. আবাকাস
উত্তরঃ গ

প্রশ্নঃ মিনি কম্পিউটার এর জনক কে?
ক. বিল গেটস
খ. জন ভন নিউম্যান
গ. কেনেথ এইচ অলসেন
ঘ. চার্লস ব্যাবেজ
উত্তরঃ গ

প্রশ্নঃ “একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট Ѳ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়”-এই উক্তিটি কোন সেটের জন্য সত্য?
ক. A N D
খ. NOR
গ. Ex-OR
ঘ. OR
উত্তরঃ গ

প্রশ্নঃ মোবাইল ফোনের জনক–
ক. মার্টিন কুপার
খ. কেমু পল
গ. কেনেথ এইচ অলসেন
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কম্পিউটারে ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়–
ক. বাইনারী সংখ্যা পদ্ধতি
খ. নিউমেরিক্যাল সংখ্যা পদ্ধতি
গ. ডেসিমাল সংখ্যা পদ্ধতি
ঘ. হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি
উত্তরঃ ক

প্রশ্নঃ অ্যান্ড্রয়েডের “মার্শ ম্যালো (Marsh Mallow)” অপারেটিং সিস্টেমটি কখন বাজারে আসে?
ক. ১ অক্টোবর ২০১৫
খ. ৫ অক্টোবর ২০১৫
গ. ১০ অক্টোবর ২০১৫
ঘ. ১৫ অক্টোবর ২০১৫
উত্তরঃ খ

প্রশ্নঃ Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
ক. IEEE 802.11
খ. IEEE 804.11
গ. IEEE 803.11
ঘ. IEEE 806.11
উত্তরঃ ক

প্রশ্নঃ ENIAC-এর পূর্ণরূপ কোনটি?
ক. Electronic Number Integrator and Computer
খ. Electronic Numerical Integrator and Computer
গ. Electronic Numerical Integral and Computer
ঘ. Electronic Numerical Integrator and Calculator
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিক ই-মেইলের জনক বা উদ্ভাবক কে?
ক. নোরিও ওহগা (জাপান)
খ. থমসন (ইংল্যান্ড)
গ. রে টমলিনসন (যুক্তরাষ্ট্র)
ঘ. জি. মার্কনি (ইতালি)
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের উদাহরণ হলো–
ক. র‍্যাম
খ. সিডি রোম
গ. প্রিন্টার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
ক. @
খ. #
গ. &
ঘ. $
উত্তরঃ ক

প্রশ্নঃ কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে–
ক. বাইনারী
খ. হেক্সাডেসিমেল
গ. দশমিক
ঘ. অক্টাল
উত্তরঃ ক

প্রশ্নঃ ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি?
ক. POP9
খ. HTML
গ. POP3
ঘ. SMTP
উত্তরঃ গ

প্রশ্নঃ Wi-Fi এর কয়টি Standard (আদর্শ) রয়েছে–
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ গ

প্রশ্নঃ URL-হলো-
ক. Web-এর বিভিন্ন Documents ও অন্যান্য Resources এর ঠিকানা
খ. কতগুলো Network- এর বিভিন্ন Resources-এর ঠিকানা
গ. শুধুমাত্র একটি LAN-এর বিভিন্ন Resources-এর ঠিকানা
ঘ. একটি Network- এর Domain
উত্তরঃ ক

প্রশ্নঃ UNIX কি?
ক. অপারেটিং সিস্টেম
খ. প্যাকেজ সফটওয়্যার
গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ WWW দিয়ে বোঝানো হয়-
ক. World Wide Wonder
খ. World Wide Web
গ. Who What When
ঘ. World Woman’s Welfare
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
ক. Read-out
খ. Read
গ. Read from
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ খ

প্রশ্নঃ Firewall কি protection দেয়ার জন্য ব্যবহিত হয়?
ক. Fire attacks
খ. Unauthorized access
গ. Virus attacks
ঘ. Data-driven attacks
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি ইউটিলিটি সফ্‌টওয়ার?
ক. উইন্ডোজ
খ. ওরাকল
গ. এন্টি ভাইরাস
ঘ. মাইক্রোসফ্‌ট ওয়ার্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ ১ বাইটে বিটের সংখ্যা কত?
ক. ১০
খ. ৮
গ. ৬
ঘ. ৪
উত্তরঃ খ

প্রশ্নঃ নীচের কোনটি ৫২(১৬) এর বাইনারী রূপ?
ক. 01010010(2)
খ. 01110011(2)
গ. 00001100(2)
ঘ. 11110000(2)
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি Octal number নয়?
ক. 19
খ. 77
গ. 15
ঘ. 101
উত্তরঃ ক

প্রশ্নঃ UNICODE (ইউনিকোড)- সাধারণত–
ক. ৮ বিটের কোড
খ. ৬৪ বিটের কোড
গ. ১৬ বিটের কোড
ঘ. ৩২ বিটের কোড
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top